নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সবাইকে ডিজিটাল যুগের ডিজিটাল প্রেম করা শিখাবো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

সবাইকে ডিজিটাল যুগের ডিজিটাল প্রেম করা শিখাবো।

প্রপোস করার সিস্টেমটা পরে বলছি আগে বলি আমি এটা কই পাইলাম

১০-১৫ দিন আগে আমার খুব কাছের একটা বন্ধুর গার্ল ফ্রেন্ডের হাতে ছোট্ট একটা বাচ্চা একটা খাম দিয়ে দৌড় দিল। সে খাম টা না খুলে আমার বন্ধুর কাছে দিল আর আমার বন্ধু এটা আমার কাছে নিয়ে আসলে। খুলে দেখি দুইটা কাগজ একটা চিঠি আরেকটা আর্ট করা মেয়ে মানুষের ছবি। মনে হচ্ছে ওই ছেলেটার আর্ট করা। ছবির মধ্যে মেয়েটার ওড়নাটা গলায়.... বুঝতে পারলাম ছেলেটা একটু ডিজিটাল..

এবার আসি চিঠির কথায়.. চিঠির মধ্যে প্রথমে একটা ছন্দ লিখা তারপর কাহিনি শুরু...

** প্রিয়তম, কেমন আছ তুমি আশা করি ভাল আছ। তোমাকে একদিন না দেখলে আমার ঘুম আসেনা। আমি তোমার সামনে আসতে চাই কিন্তু যদি তুমি আমার উপর রাগ করে দূরে চলে যাও তাই সাহস পাইনা। আমি তোমাকে লাভ করি । যদি তুমিও আমাকে ভালবাসতে চাও তবে ০১৮৪৯....../০১৭৬৭..... এই নাম্বারে কল করো। ***

চিঠি পইরা আমিতো পুরা টাসকি খাইলাম। এমন কয়েকটা চিঠি পকেটে নিয়ে যদি ঘুরি আর রাস্তা ঘাটে যারে পছন্দ হয় তার কাছেই কোন বাচ্চা পোলাপান দিয়া পাঠাইয়া দেই তবে অন্ধকারে ঢিল ছোড়ার মত কাজ হইলেও হইতে পারে । ছোট বেলায় পড়ছিলাম "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন" কিন্তু এই ছাই উড়ানোর মত সময় আমার কাছে নাই...। আপনাদের কারো কাছে যদি আমার এই ডিজিটাল পেরেম করার পদ্ধতি ভাল লাগে তবে আমারে লাভ গুরা মানতে পারেন । ফেইসবুকে এমন অনেক ছেলেপেলে আছে যারা সারাদিন শুধু মেয়েদের মেসেজ করে ..ঠিক ওই ছাই উড়ানের মতো ... মামু যদি লাইগা যায় । অফিসের কাজ ফেলে অনেক সময় নিয়ে লিখতে হল। এই পদ্ধতিতে যদি আপনাগো কারো প্রেম হয়ে যায় তবে আমার লেখা সার্থক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: বিষয়ডা পছন্দ হইল, তবে ফেসবুকে করলেই ভাল হত। কারন পিটুনি খাওয়ার সম্ভাবনা এখানে নাই। কিন্ত ঝামেলা হইচে আরেক জায়গায়, ফেসবুকে মাইয়া গো বিশ্বাস নেই। এরা মাইয়া না হয়ে পোলা হওয়ার সম্ভাবনা থাকে ৯৯%

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

বাকি বিল্লাহ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.