নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

খুব বিপদে আছি হরতালে ট্রেন চলাচল করে কিনা .. কেউ কি জানেন??

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

হরতালে ট্রেন চলাচল করে কিনা .. কেউ কি জানেন??

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

দূষ্ট বালক বলেছেন: ট্রেন চলে তবে..........

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

বাকি বিল্লাহ বলেছেন: তবে কি??

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

বেকার সব ০০৭ বলেছেন: ট্রেন চলে তবে ১০ টার ট্রেন ২ টার সময় ছারে কিছু ট্রেন আবার ৭ ঘন্টা দেরি করে

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

নিজাম বলেছেন: কোথা থেকে কোথায় যাবেন? ঢাকা-আরিচা/পাটুরিয়া লোকাল বাস চলছে, আমি এবং আরও তিনজন তিন দিনে অবরোধের মধ্যে ঢাকা এসেছি। পদ্মার ওপাড়েও ছোট খাট বাহন যেমন অটোরিক্সা, টেম্পো চলাচল করে। আপনি ভেঙে ভেঙে হলেও ঢাকা থেকে খুলনা, বরিশাল বা দক্ষিণ বঙ্গের যেকোন জেলায় যেতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ। অতি প্রয়োজন না হলে বের না হওয়াই উত্তম।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

বাকি বিল্লাহ বলেছেন: ব্রাক্ষনবাড়ীয়া যাবো কিভাবে যাবো .. গেলে আসতে পারবো কিনা খুব চিন্তিত

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

পাখা বলেছেন: ট্রেন চলে তবে.......... পথে পথে পল্টি খায়...হারামীরা স্লীপার খুইল্লা ফেলে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.