![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
আগামীকাল আমার Appointment date আজকে ডলার এনন্ডোস করবো
কিন্তু আমার অফিসের লোকজন বলছে যেই ব্যাংক থেকে এন্ডোস করবো ওই ব্যাংকে নাকি একাউন্ট থাকতে হবে..!! এটা কতটুকু সত্য??
কাওরানবাজার/ফার্মগেট এরিয়ার মধ্যে কোন ব্যাক থেকে করলে ভাল হয়??
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
বাকি বিল্লাহ বলেছেন: লাস্ট ৩ মাস ব্যাংক লেনদেন ভাল না, ফরেইন এক্সেঞ্জ ব্যাংক আশে পাশে আছে??
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকেই করা যায় ৩২০/৩৩০ টাকা লাগে.।আমার ও কাল জমা দেবার তারিখ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
বাকি বিল্লাহ বলেছেন: তাহলে তো দেখা হয়েও যেতে পারে, ভাইজান কাওরানবাজার/ফার্মগেট এরিয়ার মধ্যে আছে নাকি বলেন??
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
রোহান খান বলেছেন: এত কিছু লাগে না..... আপনি যেকোন মানি এক্সচেন্জ থেকেও করে নিতে পারবেন যাদের সরকারি পারমিশন আছে, মিরপুর ১০ নাম্বার গোল চক্করে প্রান মানি এক্সচেন্জ আছে ওরা এটা করে ১০০ ডলারে ৫০০ টাকা করে নিবে।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
বাকি বিল্লাহ বলেছেন: অফিস টাইম তো এতাে দূরে যেতে পারবোনা ভাই
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
লিখেছেন বলেছেন: ভাই, আপনি appointment কত দিন আগে করেছেন ? এখন কি date পাওয়া যায় ? আজকের দিনের অভিজ্ঞতা কেমন ছিল ? সব কাগজ ওকে ছিল? বেয়াদবি করছে কেউ ? করলে আমার ব্লগে পাঠায় দিয়ান, ব্যান কইরা দিমু।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮
বাকি বিল্লাহ বলেছেন: ১ তারিখ করেছি, যায় কিন্তু একটু ভিন্য পদ্ধতিতে্। হুম সব ওকে, না বেয়াদবি করার সাহস পায় নাই
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
রোহান খান বলেছেন: কাজটা আপনার...দুর বা কাছে যেখানেই হোক কাজের জণ্য যেতে হবে। রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
এই আমি রবীন বলেছেন: না, একাউন্ট থাকা লাগে না।
ফরেইন এক্সেঞ্জ ব্যাংক এক গেলে নির্ধারিত ফি দিয়ে করা যায়।
অথবা আপনার যে কোন ব্যাংক একাউন্টে যদি সব সময় সর্বনিম্ন ২০০০০/- টাকা থাকে, তবে গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলেও হবে!