নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কলকাতা যাচ্ছি ( Regent Air ) ১৭ তারিখ শুক্রবার।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

সালা কপাল খারাপ হলে যা হয় আর কি, গতকাল Regent Air এ কলকাতার রিটার্ন টিকেট কাটলাম আর আজকে সকালেই দেখি পত্রিকায় নিউজ "রিজেন্টের ফ্লাইট বিপর্যয়, যাত্রীরা চরম দুর্ভোগে" Jet air এর টিকেট কাটতে গিয়েছিলাম কিন্তু কলকাতা থেকে আসার ফ্লাইট সকাল ৭.৩০ তাই এটা বাদ দিয়ে Regent এর টিকেট নিলাম ১২,২০০ টাকা দিয়ে।

শুক্রবার সকাল ৮.৩০ এ ফ্লাইট......এখন কি হবে আল্লাহই জানে

কারো জানা থাকলে কিছু তথ্য দিয়ে হেল্প করবেন,

কয়টার মধ্যে এয়ারপোর্টে ইন করতে হবে??

নেট+বাংলাদেশে কথা বলার জন্য সিম কোনটা নিলে ভাল হবে?

কলকাতা থেকে আমি আগ্রা যেতে পারি, ওই সিম কি দোকানদার রোমিং চালু করে দিতে পারবে??

কলকাতা থেকে যদি আগ্রা যাই, আগ্রা থেকে কাশ্মীর যাওয়ার কোন ট্রেন আছে??

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

সাইফুল আজীম বলেছেন: রিজেন্ট এয়ারওয়েজ নিয়ে নানা অভিযোগ সামুতে দেখেছি তবে ব্যাপার না।

এয়ারটেল নিয়ে নিন। ৪ পয়সা প্রতি সেকেন্ডে বাংলাদেশে কথা বলতে পারবেন। এর জন্য ৩৪ রূপীর পাওয়ার নিতে হবে যার মেয়াদ ২৮ দিন।

এয়ারটেলের ৩জি বেস্ট এখানে। ২৪৯ টাকায় ১ জিবি, ৪৫০ টাকায় ২ জিবি......৩০ দিনের মেয়াদ সবগুলোতেই। যেটা চাই নিতে পারেন।

রোমিং অটো একটিভ হবে আর রোমিংয়ে থাকাকালীন পাওয়ার কাজ করবেনা। তখন বাংলাদেশে প্রতি মিনিট ১৫ টাকা। এয়ারটেলের নেটওয়ার্ক ভালো তাই ঝামেলা এড়াতে এটাই সাথে রাখা উত্তম।

৭টা ট্রেন আছে যা আগ্রা হয়ে জম্মু যায় অর্থাৎ কাশ্মীর।www.erail.in এ দেখে নিতে পারবেন বিস্তারিত সব।

যাত্রা শুভ হোক। দেরাদুনে আসার দাওয়াত রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

বাকি বিল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ফার্স্ট টাইম এয়ার জার্নি তবে কয়টার মধ্যে এয়ারপোর্ট ইন করতে হবে এই ব্যাপারটা সিউর হতে পারলাম না

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

সাইফুল আজীম বলেছেন: ভাই, ৩ ঘন্টা আগে যাওয়া ভালো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

বাকি বিল্লাহ বলেছেন: এতো আগে গিয়ে কি লাভ??

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

সাইফুল আজীম বলেছেন: ভাই, সবকিছু যতটা তাড়াতাড়ি হবে ভাবছেন তা নয়। আমার ফ্লাইট ৯.২০ এ ছিল। আমি ৬টায় চেক-ইন করি। লাগেজ আর বোর্ডিং হতে হতে ৭টা, ইমিগ্রেসন আর চেকিংয়ে ৮.১৫ বেজে যায়। বোর্ডিং কল আসে ৮.৩৫ এ। সকালে ভিড়টাও বেশী। যদি আগে কাজ হয়ে যায় তো বোর্ডিংয়ের আগে এদিক-ওদিক ঘুরে দেখুন। প্রথমবার তাই ভালো লাগবে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

সাইফুল আজীম বলেছেন: আমি যতগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়েছি সবগুলোতেই অন্তত ৩ ঘন্টা আগে বোর্ডিংয়ের কথা বলা ছিল। এতে দুইটা লাভ। আস্তে-ধীরে সব কিছু গুছিয়ে নেয়া যায় এবং এয়ারপোর্টের ভেতরটা ঘুরে দেখা যায়।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

বাকি বিল্লাহ বলেছেন: ৬.৩০ এর মধ্যে গেলে তো হবে??

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

সাইফুল আজীম বলেছেন: হবে

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

লিখেছেন বলেছেন: যাত্রা হোক শুভ

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩

বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

সাইলেন্স বলেছেন: আমাগো লাইগা কি আনবেন ????

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

বাকি বিল্লাহ বলেছেন: ki lagbe bolen??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.