নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কনফিউসন আর কনফিউসন সকালে ফ্লাইট (কলকাতা)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

২০০ ডলার+২০০০ রুপি নিছি... এয়ারপোর্টে কোন ঝামেলা করবেনা তো??

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

পথহারা নাবিক বলেছেন: ৫০০০$ usd পর্যন্ত নিতে পারবেন। কোনো সমস্যা নাই। প্রথম যাচ্ছেন মনে হয়!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

বাকি বিল্লাহ বলেছেন: জি বস প্রথম, কাস্টমস এ কোন ঝামেলা হবে কিনা সেটা ভাবছিলাম

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

হাসিব০৭ বলেছেন: ২০০ ডলার মানে ১৬০০০ টাকা প্রায়
আর ২০০০ রুপি মানে ৪০০০ টাকা প্রায়

মাত্র ২০০০০ টাকা ঝামেলা করবে কেন???? তবে সাবধানে থাইকেন আবার গনধর্ষিত হইয়েন না =p~ =p~ =p~ =p~ =p~ =p~ মজা করলাম আর কি

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

বাকি বিল্লাহ বলেছেন: কাস্টমস এর সালারা তো খুব তাই ভাবলাম যদি কোন ঝামেলা হয়।
ওইটা আর মনে করাইয়েন্না দুইদিন আগে পত্রিকায় যা দেখলাম :P

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

পথহারা নাবিক বলেছেন: কথা বলবেন কনফিডেন্সের সাথে!! দেখবেন নামটাও জিজ্ঞাসা করবে না!

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: পথহারা নাবিক বলেছেন: কথা বলবেন কনফিডেন্সের সাথে!! দেখবেন নামটাও জিজ্ঞাসা করবে না!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

ভোরের সূর্য বলেছেন: @হাসিব ভাই ২০০০রুপি মানে এখন বাংলাদেশি টাকায় প্রায় ২৬০০টাকা।
@পথহারা নাবিক ভাই।সার্ক দেশের জন্য আপনি নিতে পারবেন ৩০০০ডলার এবং ইউরোপিয়ান বা অন্য দেশের জন্য নিতে পারবেন ৫০০০ডলার।

বাকি বিল্লাহ ভাই।কাস্টমস এ সাধারণত বডি চেক করেনা এয়ারপোর্ট এ তাই আপনি শুধু পকেটে ঢুকিয়ে রাখবেন রুপি।শুধু মানি ব্যাগে ২০০ডলার নিবেন আর সাথেতো কিছু খুচরা বাংলাদেশি টাকা থাকবেই। তবে কোলকাতায় মানিচেঞ্জার থেকে ২০০ডলার ভাঙ্গানোর সময় মানি রিসিপ্ট টা নিয়ে ভুলবেন না। সাধারণত ফেরার সময় দেখতে চায়না তবুউ নিয়ে রাখা ভাল।ভালভাবে যান আর নিরাপদে ফিরে আসেন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

শাহজাহান সাঈফ বলেছেন: কোনো সমস্যা নাই। রিজেন্ট নাকি ইউনাইটেড এ যাচ্ছেন? সীট বেল্ট বেধে বসে পড়ুন। এদিক ও দিক তাকানোর আগেই দেখবেই কলকাতা পৌছে গেছেন। এ্য়ারপোর্ট থেকে বের হয়ে সোজা চলে আসুন দমদম মেট্রো ষ্টেশনে তারপর ৮ রুপি দিয়ে চলে আসুন নিউ মার্কেট কিংবা পার্কস্টীট্রে। পার্ক স্টীট, মির্জা গালিব স্টীট, মারকুইস স্টীট এ অনেক হোটেল আছে সস্তায় পাওয়া যায়। দরদাম করে যেকোনো একটিতে উঠে পড়ুন।
চাইলে কলকাতায় ঘুরে বেড়ানোর জন্য ভালো কিছু লোকেশন বলে দিতে পারি।

সাবধানে থাকবেন। কেনাকাটা করার সময় দরদাম করে কেনাকাটা করবেন। খুব বেশী প্রয়োজন না হলে ট্যাক্সি কিংবা অটোতে চরবেন না। আর চরলেও দরদাম করে নিবেন।

আপনার ভ্রমণ শুভ হউক।
ট্রাভেল টাচ্

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫০

দুষ্টু ছোড়া বলেছেন: রুপিগুলো না নেয়াই ভালো। রুপি বহন নিষিদ্ধ। পরিবর্তে কিছু খুচরা ডলার নিতে পারেন যা কলকাতা এয়ারপোর্টে নেমে ভাঙ্গিয়ে নিতে পারেন ট্যাক্সি ভাড়ার জন্য। আর যদি একান্তই নিতে চান, তাহলে ইমিগ্রেশনে/কাষ্টম্‌সে ভুলেও কিছুই বলবেন না। এটা আপনাকে জিজ্ঞেস করবে একেবারে শেষে যেখানে হ্যান্ড লাগেজ চেক করে।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

এম আর ইকবাল বলেছেন:
কলকাতা না গিয়ে র্পূবমুখী বেড়ানো ভাল ।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

জুন বলেছেন: দুইটা পাচটা বলবেন না । বলবেন দুটাকা বা দুটো :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

বাকি বিল্লাহ বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.