নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

পাসপোর্ট সংশোধনের ব্যাপারে বুদ্ধি/উপদেশ চাই

৩০ শে মে, ২০১৪ রাত ৯:১১

খুব তাড়াহুড়ো করতে গিয়ে এমন একটা স্বাক্ষর করেছি যেটা আমাকে এখন খুব ভোগাচ্ছে । স্বাক্ষরটা পরিবর্তন করা খুব দরকার... (নতুন পাসপোর্ট ছাড়া কোন উপায় নাই জানি) কিন্তু এটা কি করা সম্ভব? কিভাবে কি করবো? উত্তরা অফিস থেকে পাসপোর্ট করেছিলাম। অলরেডি আমার ২টা ভিসাও করা আছে...

দয়া করে কেঊ একটু সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ রাত ১০:৩৭

সজলমেহেদি বলেছেন: প্রথমবার যেভাবে করেছিলেন এখনো সেভাবেই করবেন।শুধু পাস্পোর্ট ফর্ম এক কপি হলেই চলবে কারণ আপনার এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আপনি অনলাইনেও পাস্পোর্ট ফর্ম পূরন করতে পারেন ওদের অয়েবসাইটে গিয়ে। আর হ্যাঁ পুরোনো পাস্পোর্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে ভুল্বেন না। অখানে গিয়ে একটা সংশোধন ফর্ম নিয়ে সেটি পূরন করে জমা দিতে হবে মূল ফর্মের সাথে। ধন্যবাদ

৩১ শে মে, ২০১৪ রাত ৮:৩৩

বাকি বিল্লাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, বস একটু ক্লিয়ার করে দিবেন। আবারো সত্যায়িত করতে হবে? ব্যাংক ড্রাফট কত টাকা করবো? সংশোধন ফর্ম কি লিখবো, স্বাক্ষর পরিবর্তনের জন্য নতুন পাসপোর্ট দিবে নাকি এটা গ্রহনযোগ্য নাহ? কত দিনে পাবো?

২| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:১৫

সজলমেহেদি বলেছেন: সব সিস্টেম হুবহু প্রথমবার পাস্পোর্ট করার মতই। টাকাও একই লাগবে। সশোধন ফর্মের ঘরে পুরানো স্বাক্ষর এবং নতুন স্বাক্ষর দুইটাই দিবেন। আপনার পুরানো পাস্পোর্ট ফুটা করে নতুন পাসপোর্ট দিবে। আশা করি ২১ দিনের মদ্ধেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার কাগজপত্র নিয়ে এন্ট্রান্স এ সিল নেয়ার পর নিচে লাইনে দারানোর দরকার নাই। সংশোধনের ফর্ম নিয়ে পুরন করে সরাসরি দোতালায় চলে যাবেন। সেখানে এসিস্ট্যান্ট ডিরেক্টরের রুমে সাইন ও সিল মারার পর ছবি তোলার জন্য নিচতলায় নাম্বার নিয়ে উপরে ছবি তোলার লাইনে দাঁড়িয়ে যাবেন। হয়ত আমার সব কথা পুরোপুরি নাও মিলতে পারে। অখানে সিস্টেম কয়দিন পর পরই চেঞ্জ করে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.