![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
আমার অফিসের ওয়েব মেইলটা Microsoft Outlook 2006 এ সেটআপ করার অনেক চেষ্টা করলাম কিন্তু কাজ হয়না... gmail, yahoo এই দুটোই কাজ করছে
Outlook 2007 এ ট্রাই করলাম অটো সেটআপ নিল...
এখন outgoing হচ্ছে কিন্তু Incoming কোন মেইল আসছে না
ওয়েবমেইল এর জন্য Incoming সার্ভারে কি ম্যানুয়ালি কিছু বসাতে হবে?? কারো জানা থাকলে প্লিজ একটু হেল্পান
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:১৫
বাকি বিল্লাহ বলেছেন: অটো দেয়াতে আউটগোয়িং তো হচ্ছে ভাই ......
এখন ইনকামিং এর জন্য তো ম্যানুয়ালি করতে হবে
ওয়েব আসলে কেওই মেইন্টেইন করেনা। সব কিছু চলছে তার আপন গতিতে
অন্য কোনভাবে জানার উপায় আছে কি?
আমাদের ওয়েবটা আবার জিমেইল এর সাথে মার্জ করা আছে। আমরা ইচ্ছা করলে ওয়েবমেইল থেকেও ঢুকতে পারি আবার একই মেইল জিমেইল দিয়েও ঢুকতে পারি।
২| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৩
মেহেদী_বিএনসিসি বলেছেন: mail.abcd.com অনেকটা এমন হওয়ার কথা.......আর আপ্নার ডোমেইনের আইপি জানা থাকলে ডাইরেক্ট আইপি বসায়া দিলেও কাজ হবে......।
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৬
বাকি বিল্লাহ বলেছেন: ইনকামিং, আউটগোয়িং দুইটাতে কি একই আইপি দিতে হবে?
আইপি জানার কোন উপায় নাই?
mail.abcd.com এমনই হওয়ার কথা ...অটো সেটআপ করার পরে আমি Properties এ দেখছি আউটগোয়িং আর ইনকামিং দুইটাতেই mail.abcd.com এমন দেয়া আছে...। তাহলে আউটগোয়িং তো হয় ইনকামিং হবেনা কেন?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: হ্যাঁ......আর ইনকামিং আউটগোয়িং সেটাপ করেনা দিলে মেইল আসা-যাওয়া কোনটাই করার কথা না। যাইহোক ইনকামিং বা আউটগোয়িং এ কি বসবে সেটা আপ্নার ওয়েব মেইল যারা মেইনটেইন করে তাদের কাছ থেকে জেনে নিন।