![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
ডোমেইন হোস্টিং নিবো... কোন সাইট থেকে নিলে ভাল হয়?
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:০২
বাকি বিল্লাহ বলেছেন: এটা থেকে নিলে ভাল হবে?
২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৪
মুক্তকণ্ঠ বলেছেন: ডোমেইনের জন্যে godaddy আর name আমার পছন্দ। আর হোস্টিং-এর জন্যে hostgator, bluehost, ipage ভালো। তবে সরাসরি এদের থেকে না নিয়ে লোকাল রিসেলারের থেকে নিতে পারেন। একই সেবা পাবেন, অনেক কম খরচে। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৬
বাকি বিল্লাহ বলেছেন: godaddy.com থেকে নিলে ভাল হবে? রিসেলার থেকে না নিয়ে সরাসরি ওদের কাছ থেকে নিলে ভাল হয়না?
একই সেবা কম খরচে বলতে কি রকম?? ব্যাপারটা একটু পরিষ্কার করলে ভাল হত...... আপনার মেইলটা দেন
৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:১২
মুক্তকণ্ঠ বলেছেন: hostgator-এ সবচেয়ে ছোট যে প্যাকেজ আছে সেটা ৯ ডলারের মত মাসিক চার্জ। আর আপনি ছোটোখাটো সাইট চালানোর জন্যে যদি নিতে চান, লোকাল রিসেলারদের থেকে নিলে অনেক কম খরচে চালিয়ে দিতে পারবেন। যদিও এটা অনেকাংশে নির্ভর করছে আপনি কোন ধরনের সাইট বানাবেন তার উপর।
আমাকে এখানে মেইল করতে পারেনঃ n.mukto at gmail.com
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৫
বাকি বিল্লাহ বলেছেন: মেইলে আসেন একটু বিস্তারিত কথা বলি
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৮
আবু শাকিল বলেছেন: godaddy.com থেকে নিতে পারেন ।