নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া ভিসা ফর্ম আবারো ভূল। আল্লাহ জানে কপালে কি আছে

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩২

ইন্ডিয়া ভিসা ফর্ম আবারো ছোটখাটো ভূল।

Countries visited last 10 years- এখানে দেশের নাম না লিখে ১ লিখছি।

ফাইল ফিলআপ করার পরে একবারো ব্যাপারটা চোখে পড়লো না।

পরশুদিন ডেট। যাহ, কপালটাই খারাপ।



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫২

চারশবিশ বলেছেন: চোখে না পরলে সমস্যা নাই

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫

বাকি বিল্লাহ বলেছেন: ওরা যেই সয়তান চোখে পড়বেই...মহিলা গুলা সবচেয়ে খারাপ।
গত সপ্তাহে বাবার নামের আগে MD কিভাবে যেন হাওয়া হয়ে গেল।
৩-৪ ঘন্টা লাইনে দাড়ীয়ে থাকার পর যদি ফেরত আসতে হয় তাহলে কেমনটা লাগে বলেন??

২| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

চারশবিশ বলেছেন: ওহ বলতে ভুলে গেছি
পারলে মহিলাদের কাছে যাবেননা
সিরিয়ান নেওয়ার আগে দেখে আসবেন কোন তলায়, কোন কাউন্টারে ছেলে বসে।
সিরিয়াল দেওয়ার সময় বলবেন আমাকে ওখানে সিরিয়াল দেন

৩| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৩

লিখেছেন বলেছেন: ভাই, visaর date কিভাবে পেলেন? reliable কোন dalal আছে ?

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

বাকি বিল্লাহ বলেছেন: দালাল না এরা স্টুডেন্ট পোলাপান কাজ করে টাকা নেয়।
০১৬৭৩৭৪৮৩৮৩ উনার সাথে যোগাযোগ করুন।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: ইন্টারেস্টিং ব্যাপার। হাহাহাহা!

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

বাকি বিল্লাহ বলেছেন: ইন্টারেস্টিং বইলেন না... তাড়াহুড়োর কারনে প্রত্যেকবার কিছু না কিছু ভূল হয়ে যাচ্ছে। আসলে আমার ভাগ্য এতো খারাপ যা বলার মত কিন্তু বলবো না।..........................দুঃখের চেয়ে কষ্ট বেশি :(

৫| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: কষ্ট দূর করা যায়। তাই দুঃখ পান নি সেটাই ভালো।

টাকা দিয়েই তো ফর্ম ফিলাপ করছিলেন, তারা এম্বাসি থেকে রিজেক্ট করলে ( অন্য যাকে দিয়ে ফর্ম ফিলাপ করালে) তাকে বলবেন পরের ফর্মে টাকা না নিতে।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১১

বাকি বিল্লাহ বলেছেন: টাকা কোন ব্যাপার না কিন্তু বার বার এই হয়রানির কোন মানে হয়??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.