| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাকি বিল্লাহ
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
ইন্ডিয়া ভিসা ফর্ম আবারো ছোটখাটো ভূল।
Countries visited last 10 years- এখানে দেশের নাম না লিখে ১ লিখছি।
ফাইল ফিলআপ করার পরে একবারো ব্যাপারটা চোখে পড়লো না।
পরশুদিন ডেট। যাহ, কপালটাই খারাপ।
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫
বাকি বিল্লাহ বলেছেন: ওরা যেই সয়তান চোখে পড়বেই...মহিলা গুলা সবচেয়ে খারাপ।
গত সপ্তাহে বাবার নামের আগে MD কিভাবে যেন হাওয়া হয়ে গেল।
৩-৪ ঘন্টা লাইনে দাড়ীয়ে থাকার পর যদি ফেরত আসতে হয় তাহলে কেমনটা লাগে বলেন??
২|
১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৮
চারশবিশ বলেছেন: ওহ বলতে ভুলে গেছি
পারলে মহিলাদের কাছে যাবেননা
সিরিয়ান নেওয়ার আগে দেখে আসবেন কোন তলায়, কোন কাউন্টারে ছেলে বসে।
সিরিয়াল দেওয়ার সময় বলবেন আমাকে ওখানে সিরিয়াল দেন
৩|
১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৩
লিখেছেন বলেছেন: ভাই, visaর date কিভাবে পেলেন? reliable কোন dalal আছে ?
১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২
বাকি বিল্লাহ বলেছেন: দালাল না এরা স্টুডেন্ট পোলাপান কাজ করে টাকা নেয়।
০১৬৭৩৭৪৮৩৮৩ উনার সাথে যোগাযোগ করুন।
৪|
১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪
অপর্ণা মম্ময় বলেছেন: ইন্টারেস্টিং ব্যাপার। হাহাহাহা!
১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯
বাকি বিল্লাহ বলেছেন: ইন্টারেস্টিং বইলেন না... তাড়াহুড়োর কারনে প্রত্যেকবার কিছু না কিছু ভূল হয়ে যাচ্ছে। আসলে আমার ভাগ্য এতো খারাপ যা বলার মত কিন্তু বলবো না।..........................দুঃখের চেয়ে কষ্ট বেশি
৫|
১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮
অপর্ণা মম্ময় বলেছেন: কষ্ট দূর করা যায়। তাই দুঃখ পান নি সেটাই ভালো।
টাকা দিয়েই তো ফর্ম ফিলাপ করছিলেন, তারা এম্বাসি থেকে রিজেক্ট করলে ( অন্য যাকে দিয়ে ফর্ম ফিলাপ করালে) তাকে বলবেন পরের ফর্মে টাকা না নিতে।
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১১
বাকি বিল্লাহ বলেছেন: টাকা কোন ব্যাপার না কিন্তু বার বার এই হয়রানির কোন মানে হয়??
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫২
চারশবিশ বলেছেন: চোখে না পরলে সমস্যা নাই