নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শেষ পর্যন্ত (ইন্ডিয়া) ভিসা দিলনা

২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

কি এমন অপরাধ করলাম যে প্রত্যেকটা যায়গায় আমি গেলেই ঠাডা পরে।

সবকিছু ঠিকঠাক জমা দিলাম ১৭ তারিখ, গতকাল পাসপোর্ট দেয়ার কথা দেয় নাই। আজকে পাসপোর্ট দিছে কিন্তু ভিসা নাই... এতোদিন ঘোরার পর যদি এমন করে তাইলে কেমন লাগে?

কেন ভিসা দিলনা তা জানার কোন সুযোগ নেই। যতদূর জানি আমার পেপারস এ কোন ঝামেলা ছিল না।



আমার সাথে আরেকটা লোকের ভিসা রিফিউস করলো কিন্তু তার ছেলের ভিসা ঠিকই দিল।



নতুন করে এপ্লাই করলে ঈদের আগে ডেট পাওয়া যাবেনা। আবার যদি এপ্লাই করি তাহলে কি "ভিসা রিফিউস ডেট দেয়ার দরকার আছে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

ঢাকাবাসী বলেছেন: আগেরটা কথা উল্লেখ করার জায়গাই নেই। পেপারে ঝামেলা অবশ্যই ছিল যেমন অরিজিনাল বিদ্যুৎ বিল দেন নাই, মায়ের নাম ভুল টাইপ করসেন, কোলকাতার বাসা বা হোটেলের ফোন নম্বর ভুল ছিল...। ঈদের আগে ডেট পেতে দালালকে হাজার খানেক ধরিয়ে দিন। ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

বাকি বিল্লাহ বলেছেন: অরিজিনাল বিদ্যুৎ বিল দিয়েছিলাম, মা-বাবা দুজনের নামই ঠিক ছিল নিসন্দেহে বলা যায় কারন আমি ৭ তারিখ একবার বাবার নাম ভুলের কারন এম্বাসি থেকে ফেরত আসতে হয়েছে, কোলকাতার হোটেলের ঠিকানা আর মোবাইল নাম্বার দুটোই ঠিক ছিল।
দালালকে তো টাকা অবশ্যই দিতে হবে কিন্তু ৩০ তারিখের আগের ডেট এখন আর পাওয়া যাবেনা।

২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৩

ভোরের সূর্য বলেছেন: আপনার ভিসা রিফিউজ করার কারণ মনে হয় আপনি ভালভাবেই বুঝতে পেরেছেন। কয়েকদিন আগে আপনি একটা লেখা দিয়েছিলেন যেখানে বলেছেন ....

ইন্ডিয়া ভিসা ফর্ম আবারো ভূল। আল্লাহ জানে কপালে কি আছে
ইন্ডিয়া ভিসা ফর্ম আবারো ছোটখাটো ভূল।
Countries visited last 10 years- এখানে দেশের নাম না লিখে ১ লিখছি।
ফাইল ফিলআপ করার পরে একবারো ব্যাপারটা চোখে পড়লো না।
পরশুদিন ডেট। যাহ, কপালটাই খারাপ।

অতএব বুঝতেই পারছেন আপনার ভিসা কেন রিফিউজ হয়েছে।
আবার নতুন করে এপ্লাই করলে ভিসা রিফিউজ ডেট দিতে হবে।

২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১১

বাকি বিল্লাহ বলেছেন: আমি আপনাকে মাঝে মাঝে খুজি পাইনা। আগেও একটা পোস্টে বলেছিলাম আপনার মেইলটা আমার দরকার ছিল।
Countries visited last 10 years- এখানে দেশের নাম না লিখে ১ লিখছি" হ্যা আমারো ধারনা এই কারনেই রিফিউস হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে জমা নিল কেন? অযথা আমার কতগুলো সময় নষ্ট হল।

৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৫

ভোরের সূর্য বলেছেন: পাসপোর্ট জমা নেয়া মানেই কিন্তু ভিসা দিবে এমন কোন নিশ্চয়তা নাই। ওরা জাস্ট ফর্ম জমা নেয়ার সময় ফরমালী দেখে নেয় কিন্তু জমা নেয়ার পর আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা এপ্লিকেশন নাম্বার ইনপুট দিয়ে সব ইনফরমেশন দেখে নেয়। তখনই ওদের চোখে ভুলগুলো ধরা পরে।

[email protected] এটা আপনার মেইল আইডি। ভাই খুঁজে দেখেন আপনার কাছে আমার মেইল আইডি আছে। আপনাকে আমি মেইল দিয়েছিলাম অনেক আগে। এখন আপনি ভুলে গেলে আমার কি করার আছে।

কিছুদিন আগে দেখলাম নেপালের ইনফরমেশন চেয়েছেন। গিয়েছেন কি? খুব সুন্দর একটা দেশ। সম্ভব হলে দেখে নিয়েন।

২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৩

বাকি বিল্লাহ বলেছেন: পাসপোর্ট জমা নেয়া মানেই কিন্তু ভিসা দিবে এমন কোন নিশ্চয়তা নাই এটা মানি কিন্তু কাগজে কোথাও ঝামেলা থাকলে অবশ্যই তা জমা নেয়া উচিত না ।

ওই মেইলটা অনেক আগের অপেন করলেই দেখি আজে বাজে মেইলে ভরা তাই অপেন করিনা। কষ্ট করে আমার
[email protected] এটাতে একটু আওয়াজ দিয়েন।

যাবো যাবো করে পাসপোর্ট তো আবার নতুন করে নিলাম যাওয়া আর হল কই? ভেবেছিলাম ইন্ডিয়া থেকে এসেই যাবো।

৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১৬

রেজা এম বলেছেন: এখন আপনি কোথায় আছেন ?

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৩

বাকি বিল্লাহ বলেছেন: অফিসে :P

৫| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ভুল অবশ্যই ছিলো, নাহলে ভিসা না দেবার কোন কারন নেই। আমার কলিগ আলসেমি করে পাসপোর্ট সাইজের ছবিকে টেনে-টুনে ডিভির মতো স্কয়ার সাইজ বানিয়েছিলো। আমরা সবাই ভিসা পেয়েছিলাম, সে বাদে।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০২

বাকি বিল্লাহ বলেছেন: Countries visited last 10 years- এখানে দেশের নাম না লিখে ১ লিখছি। এই একটা ভূল ছিল কিন্তু জমা নিল কেন এটাই আমার দুঃখ

৬| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬

লিখেছেন বলেছেন: কোন ব্যাপার না, একদিন এমন সময় আসবে যখন পা ধরে ভিসা দিবে আর আগের কৃতকর্মের জন্য মাফ ছাবে

২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

বাকি বিল্লাহ বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.