নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

একটি মোবাইলীয় পোস্ট।

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

সামসাং grand 2 কিনেছিলাম কয়েকদিন আগে। আইফোন কিনবো এই চিন্তা করে ৭ দিন পর মোবাইলটা বিক্রি করে দিয়েছি। এখন আর আইফোন 5s এর বাজেট হচ্ছেনা। নতুন কিনতে গেলে কমপক্ষে ৪৫-৪৬ হাজার লাগে। পুরাতন কিনতে পারি ৩০-৩৫ হাজারের ভেতরে কিন্তু যদি প্রব্লেম হয় কয়দিন পর আবার বিক্রি করে দিতে হবে। বেচা-কেনার এই যন্ত্রনা করতে আর ভাল লাগেনা। ২০-২৫ হাজারের মধ্যে একটা মোবাইল কিনবো।
এই বাজেটে কি মোবাইল কিনলে ভাল হয়? ক্যামেরা ভাল হতে হবে আর চার্জ বেশি থাকা চাই। সাজেস্ট করবেন প্লিজ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

খেলাঘর বলেছেন:

"কিন্তু যদি প্রব্লেম হয় কয়দিন পর আবার বিক্রি করে দিতে হবে।..."

-হায়রে মানসিকতা, অন্যের ক্ষতি হোক!

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

বাকি বিল্লাহ বলেছেন: হায়রে মানসিকতা, অন্যের ক্ষতি হোক!

প্রব্লেম হলে কি সেই সেট ইউস করবো?
সেট প্রব্লেম হলে সেই সেট ইউস করে কোনদিনও মনে সন্তুষ্টি আসবেনা।
নষ্ট অবস্থায়ই যে বিক্রি করবো তা কি করে সিউর হলেন?

হায়রে বাংলাদেশের মানুষ !
একমাত্র আমাদের দেশের মানুষই পারে পজিটিজ রেখে নেগেটিভটা নিয়ে আগে চিন্তা করতে।
আমরা শুধু সুযোগ খুজি কোথায় কারে ক্যামনে ...ওইটা দেয়া যাবে।

যে আমার কাছে বিক্রি করেছিল তার মানসিকতা কি ভাল ছিল?

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

খেলাঘর বলেছেন:

কমেন্টের উত্তর খারাপ হয়নি

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৮

বাকি বিল্লাহ বলেছেন: এর চেয়ে ভাল কিছু বলা আমি শিখিনি।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

মিজভী বাপ্পা বলেছেন: ব্রান্ডের ভিতরে স্যামসাং ব্যতীত সনির সেট গুলো দেখতে পারেন। এছাড়া মটো জি সেকেন্ড এডিশন টা ও খারাপ না। তবে নন-রিমুভাবল ব্যাটারী। আর নইলে মাইক্রোম্যাক্স ইউনিট ২ সেট টি দেখতে পারেন। ওটিজি আছে নাকি ওতে। দাম ৯৯৯৯টাকা।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১

বাকি বিল্লাহ বলেছেন: কম বেশ সব সেটই ব্যবহার করেছি। সনি "এক্সপেরিয়া ভি" এক্সপেরিয়া এস" এই ২টা মডেল অনেক আগেই ব্যবহার করেছি। ভিডিও কল অপশন না থাকায় আর চার্জের ফিডব্যাক খারাপ হওয়ায় সনির দিকে এখন আর ঝুকতে চাচ্ছিনা। মটো জির দাম কত?

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

মেকগাইভার বলেছেন: আপনার বাজেটের জন্য মটো জি সবচাইতে ভালো।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১

বাকি বিল্লাহ বলেছেন: দাম ??

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৮

আমার প্রিয় দেশ বাংলাদেশ বলেছেন: এইচটিসি ডিজায়ার ৮১৬ মডেলের সেট টা কিনতে পারেন। আমি নিজে এটা ব্যবহার করছি। খারাপ না ভালই লাগছে...

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৩

বাকি বিল্লাহ বলেছেন: চার্জ কেমন থাকে?

৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কম বেশ সব সেটই ব্যবহার করেছি। সনি "এক্সপেরিয়া ভি" এক্সপেরিয়া এস" এই ২টা মডেল অনেক আগেই ব্যবহার করেছি।

মুবাইল নিয়া গুতাগুতি করা কি ভাইর নিশা =p~ =p~ =p~

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৯

বাকি বিল্লাহ বলেছেন: হ ভাই এক মোবাইল বেশিদিন ভাল লাগেনা। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.