নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

এমন দিনে আজাইরা টপিক নিয়া সবাইকে খানিকটা বিরক্ত করার জন্য দুঃখিত ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

নতুন একটা ওয়েবসাইট বানাবো ভাবছি, কি নাম দেয়া যায় ??
আপনাদের পরামর্শ চাই। সময় পেলে একটুখানি ঠু মেরে যাবেন প্লিজ।
এমন একটা নাম চাই যেটা শুনতে ইন্টারেস্টিং লাগবে।

এন্টারটেইনমেন্ট সাইট হবে। নাম হতে হবে এক্সক্লুসিভ ।

সবাইকে আগাম ধন্যবাদ।

মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



ওয়েবসাইট কি কাজে ব্যবহৃত হবে, সেটার সাথে নামের মিল থাকার দরকার; ওয়েবসাইট কি কাজে ব্যব হৃত হবে?

কি কি টেকনোলোজী ব্যবহার করছেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

বাকি বিল্লাহ বলেছেন: ভাই বিষয়বস্তুর সাথে নামের মিলের কোন দরকার নাই । আপনি নাম দেন... অদ্ভুত টাইপ কিছু হলে ভাল হয়।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নাম দিন 'উদ্ভট'। সাথে ডবলু ডবলু ডবলু আর ডট কম তো থাকছেই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

বাকি বিল্লাহ বলেছেন: এটা অলরেডি হয়ে আছে

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

মহা সমন্বয় বলেছেন: আমি গত কাল রাতে একটা ডোমেইনের কথা ভাবছি.. আপনাকে বললে যদি আপনার পছন্দ হয় আর কিনে নেন ? তাহলে তো পরে আর আমি ওই নাম পাব না।
থাক তবুও বলি মনে হয় আপনার পছন্দ হবে না..
No access
এরকম হবে- http://www.noaccess.com

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

বাকি বিল্লাহ বলেছেন: হাহা খারাপ না...। কিন্তু অদ্ভুত কিছু হল না :)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

গেম চেঞ্জার বলেছেন: থাউকা ডট কম ;) ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

বাকি বিল্লাহ বলেছেন: থাউকা?? কেমন নাম হইল?? :(

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাহলে নাম দিন 'মাইনকা চিপা'।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

বাকি বিল্লাহ বলেছেন: মন্দ না।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

শাহাদাত হোসেন বলেছেন: থ্যাবড়া.কম।হিনানিনা.কম।লুলা.কম।দিলেচোট.কম।
মাসকলাই.কম।বুড়াবুড়ি.কম ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

বাকি বিল্লাহ বলেছেন: আহরে ভাই পচন্দ হইচে :)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

শাহাদাত হোসেন বলেছেন: :P :-P

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কোন কিছু পছন্দ না হইলে, 'ধুরবাল ডট কম' দিতে পারেন! ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

বাকি বিল্লাহ বলেছেন: াল একটু বেশি বেশি হয়ে যায়না??

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: গেলেও কিচ্ছু করার নেই, কারণ এদিকে ভাল না লাগার ব্যাপারটাও তো দেখতে হবে? তাছাড়া কেউ জিগাইলে কইবেন, ঐটা আরবি ভার্সন। ঢুকলেই নেকি....... :`>

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

বাকি বিল্লাহ বলেছেন: হুরু... :)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

মহা সমন্বয় বলেছেন: এ দেখি ব্যাপক অদ্ভুত নামের ছাড়ছড়ি... বহুত গবেষণা করে আমি আর একটা নাম খুঁজে বের করছি আর তা হল- হাউকাউ.কম :-P
এইবার আপনার পছন্দ হবেই। =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

বাকি বিল্লাহ বলেছেন: Sorry, hawmaw.com is taken .... এতো গবেষণা করে দিলেন তারপরেও হল না :)

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

আলমগীর হোসাইন আরমান বলেছেন: copypasteorg

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

বাকি বিল্লাহ বলেছেন: বড় হয়ে যায় অনেক।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আরজু পনি বলেছেন: http://www.activethakbo.com
/:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

বাকি বিল্লাহ বলেছেন: হেহে খারাপ না :)

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

আরাফআহনাফ বলেছেন: নিজেই তো ভালো নাম দিয়ে দিলেন। "হুরু"
হুর.কম দিয়ে দেন ভাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

বাকি বিল্লাহ বলেছেন: খালি নাই ভাই।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: লাস্ট সাজেশন্স, পছন্দ না হইলে কিন্তু খবর আছে....... X((

www.duregiyamor.com

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

বাকি বিল্লাহ বলেছেন: হেহেহে...... পচন্দ হইছে কিন্তু ইতু বড় কিনো?? :)

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

আরাফআহনাফ বলেছেন: হুর.কম ১৯৯৯ সাল থেকে! ! !

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: biplobbangla.com

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৩

রাশেদ রাহাত বলেছেন: :P :P :P দিতে পারেন... "দেইখা পালাইছি কইলাম"

Www.deikhapalaicikoylam.com



:P =p~ =p~ :-P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

বাকি বিল্লাহ বলেছেন: অনেক বড়

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কুতুব এ আঁতেল ডট কম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

বাকি বিল্লাহ বলেছেন: কুতুব এ আঁতেল??? ;)

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

আলোরিকা বলেছেন: নাই কাজ তো খই ভাজ ............. ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

বাকি বিল্লাহ বলেছেন: অনেক বড় হয়ে যায়।

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

রানার ব্লগ বলেছেন: চিৎপটাং ডট কম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

বাকি বিল্লাহ বলেছেন: বাংলায় এই নামে ওয়েব হইলে কিন্তু ভালই হইতো :)

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

হাসান মাহবুব বলেছেন: রিস্কি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

বাকি বিল্লাহ বলেছেন: Sorry, risky.com is taken :(

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনি তো প্রত্যেকেরে নিয়া ওভার দ্য বাউন্ডারি মারতেছেন...
ওপরে জমাকৃত প্রস্তাবগুলো এবং আবেদনকারীদের হাল দেখে... উৎসাহ পাচ্ছি না :(

দিতে পারেন..... এই আর কি ডট কম

চুদুরবুদুর তো মনে হয় দখল হয়ে গেছে... তাই না? বুঝেন আমাদের মেতা সৃজনশীলদের দিনকাল কত খারাপ! :(

দিয়ে দিন... জীবনে আছে কী ডট কম
অথবা... হুদাহুদি ডট কম
অথবা... নাম দিয়া কাম কী ডট কম

একটু লম্বা হলে কী সমস্যা। নতুনত্ব চাইলে... আর মজা লইতে গেলে তো একটু লম্বা হতেই পারে।

অতএব.... আসেন মজা লই ডট কম
আনন্দবাংলা ডট বিডি

দেখুন কান্ট্রি ডোমেই 'বিডি' পাওয়া যায় কিনা। তাহলে যেকোন নাম দিতে পারবেন... সেটি ইউনিক হবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

বাকি বিল্লাহ বলেছেন: সত্যি বলছি জীবনে খুব কম কমেন্ট পড়ে আমি এতোটা হাসছি...... দেখি আপনার দেয়া নামগুলোর মাঝে একটা দেয়া যায় কিনা। অনেক অনেক ধইন্যা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

বাকি বিল্লাহ বলেছেন: মজালই এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু বুকড, হুদাহুদি এটাও বুকড ।
:(

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মেতা= মতো
ডোমেই= ডোমেইন

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

জাহিদুল হক অমি বলেছেন: বাথরুম সিঙ্গার.কম দিতে পারেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

বাকি বিল্লাহ বলেছেন: হেহে ;)

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: প্রস্তাবিত নামগুলো পড়ে হাসতে হাসতে শেষ!
ফাইনালি কি নাম দিলাম জানাইতে ভুইলো না

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

বাকি বিল্লাহ বলেছেন: হাহা... আমি গতকালকে থেকে হাসছি ;) হ্যা জানাবো

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: সবাই এত নাম দিল আমিও একটা বলি,

হিমুরাইজ ডট কম

ফাইনালি কি নাম রাখবেন আশা করি শেয়ার করবেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

বাকি বিল্লাহ বলেছেন: অবশ্যই :)

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

বিজন রয় বলেছেন: আচ্ছা নাম দেন..... ইন্টারেস্টিং.কম...।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

বাকি বিল্লাহ বলেছেন: Sorry, interesting.com is taken :(

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: rejected_injections

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

বাকি বিল্লাহ বলেছেন: এইডা কি হইল?

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: সরি সরি সরি। আমার ফ্রেন্ড একটা এই নামে আছে। আমি তারে মনে করছিলাম। এক্সট্রিমলি সরি

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

অগ্নি সারথি বলেছেন: মজা লইতে আইছিলাম। কিন্তু সিরাম হলু না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

বাকি বিল্লাহ বলেছেন: পোস্ট কিন্তু মজার জন্য ছিল না, সিরামের আশা করা ভুল। একটা নাম অন্তত দিয়া যাইতেন।

৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

মহা সমন্বয় বলেছেন: হারাম.কম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

বাকি বিল্লাহ বলেছেন: Sorry, haaram.com is taken :(

৩২| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০

এহসান সাবির বলেছেন: তাহলে কোনটা ফাইনাল হল বাকি ভাই?

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

বাকি বিল্লাহ বলেছেন: পছন্দের লিস্টে আছে, দিলেচোট ডটকম/ জীবনে কি আছে ডটকম

এখনো কমপ্লিট করি নাই। শেষ হলে এটা নিয়ে অনেক বড় একটা পোস্ট দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.