নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ফিলিপাইন ভিসা সংক্রান্ত তথ্য দরকার।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৬

কেমন আছেন সবাই? ব্লগে আসা হয়না অনেকদিন হল। ১ বছরের প্রবাস জীবনের ইতি টানলাম। খুব খুব বাজে অভিজ্ঞতা ছিল। সময় নিয়ে শেয়ার করবো।

আপাতত ফিলিপাইন ভিসা সংক্রান্ত তথ্য প্রয়োজন। ভিসা করে এমন অসংখ্য এজেন্সি রয়েছে আমি জানি কিন্তু রিসেন্টলি কেউ ভিসা করেছেন বা বিশ্বস্ত কাওকে পেলে ভাল হয়। আফ্রিকা থেকে চলে আসার স্ট্যাম্প ছাড়া পাসপোর্ট কোন ভিসা নাই। ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু? কারো জানা থাকলে প্লিজ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৭

কেএসরথি বলেছেন: কবে আসলেন বাংলাদেশ? শুভ কামনা।

৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫

বাকি বিল্লাহ বলেছেন: ৩ মাস প্রায়। অনেক তো যন্ত্রণা সয্য করলাম। আর পারছিলাম না। কেমন আছেন? আপনার আর নতুন পোস্ট দেখিনা ব্যাপার কি? একটা বিষয়ে আপনার সাথে একটু পরামর্শ ছিল মেইল আইডি বা ফেবু আইডি দেয়া যায়? আমারটা bakibillah56@gmail,com

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

শামীম সরদার নিশু বলেছেন: দুঃখিত সঠিক তথ্য দিতে পারছিনা।

শুভকামনা রইল আপনার জন্য।

৩| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৫

জে আর সিকদার বলেছেন: ভিসা সংক্রান্ত কি তথ্য জানতে চান, বলুন। আমি গত মার্চ মাসে টুরিষ্ট ভিসা করেছি।

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

বাকি বিল্লাহ বলেছেন: কি কি ডকুমেন্ট লাগে এবং প্রসেস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.