![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
বেকার ছেলেকে পাড়ার লোকে
বলছে ডেকে "ওরে"
বলবি কবে যাবি দুরে
বাপের হোটেল ছেড়ে ?
আর কতদিন বাপের হোটেল
করবে সেবা তোর ?
বাবাও যে তোর কিস্যু কয় না
ভুগবি জীবন ভোর।
পারিস যদি এখন থেকে
কিছুর চেষ্টা কর,
সময় থাকতে যা চলে যা
সব ফেলে তোর ঘর।
সব বাবারাই কিছুদিন
তার বাবার হোটেলে কাটান,
তারপরেতেই নিজেই একদিন
হোটেল খোলেন সটান ।
বাবার বাবারা তার বাবারা
বংশ পরাম্পর,
একই রকম চলছে খেলা
চলছে নিরন্তর।
নিয়ম মেনে আমিও তাই
বেশ কিছুদিন ছিলাম,
হটাৎ করে নিজেই একদিন
হোটেল খুলে নিলাম।
এই হোটেলে ছোট্ট শিশু
অথিতি হয়ে আজ,
হাসি আনন্দে সবার মাঝে
করছে সে বিরাজ।
এই ভাবেই তো চলছে বিশ্বে
হোটেল হোটেল খেলা,
কান্না হাসি আসা যাওয়া
ভবের হোটেল মেলা।
-----*****-----
১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৪
bakta বলেছেন: ধন্যবাদ যেনী ভাই, আপনাদের ভালোলাগাই আমার প্রেরণা। ভালো থাকুন সবসময় ।
২| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এই ভাবেই তো চলছে বিশ্বে
হোটেল হোটেল খেলা,
কান্না হাসি আসা যাওয়া
ভবের হোটেল মেলা।++
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৩১
bakta বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ,
আপনার দেওয়া প্লাস আমার গ্লাসে (মাথায়)।
ভালো থাকুন সবসময় ।
৩| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:২৪
হাসান বিন নজরুল বলেছেন: ভাই আমাকে খোঁচা দিলেন বুঝি
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:২৯
bakta বলেছেন: না ভাই...........আপনাকে খোঁচা দিই নাই...নিজেরেই নিজে খুঁচাইছি। ভালো থাকুন সবসময় ।
৪| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২০
এসব চলবে না..... বলেছেন: কবি সাহেব, চালায়ে যান। আপনের সাথেই আছি। ভালো লাগছে।
১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
bakta বলেছেন: লাগলে ভালো লাগবে ভালো
খারাপ কি আর লাগে,
এসব কিন্তু চলবে না আর
থাকতে হবে আগে।
৫| ২০ শে জুন, ২০১৪ রাত ২:৪১
পিয়ালী দও বলেছেন: খুব ভাল
২০ শে জুন, ২০১৪ সকাল ১০:১৬
bakta বলেছেন: ভালো লাগলে ভালো লাগবে
নতুন লেখার আশা জাগবে।
ধন্যবাদ পিয়ালী................খুব খুব ভালো থেকো.......কিন্তু।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৯
যেনী বলেছেন: দারুন লিখেন ভাই অাপনি-----অনেক ভাল হয়েছে - চালিয়ে যান।