![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
এই যে ভাই মোমবাতি
জ্বলেও তুমি গলছো না,
কারনটা কি খুলে কেন
কাউকে তুমি বলছো না ?
সবাই দেখে মোমবাতিটা
জ্বলছে সারা দিন ই
ফুরায় না তা যতই জ্বলে
কোন সে মোমের ইনি ।
জানতে বড়ো সাধ হয় গো
বলবে কি ভাই খুলে -
এমন বাতি কোথায় পাবো
কোন দোকানে গেলে ?
ভবিষৎ করতে আলো ওগো
রাখবো সারা দিবস জ্বেলে,
এমন মোমের বাতি যে গো
হাতের কাছে পেলে ।
০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০
bakta বলেছেন: ধন্যবাদ জানাই সেলিম ভাইকে। ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা। সুপ্রিয় মোমবাতিকে জ্বলতেই দেখি সবসময় ।মোমবাতি ভাইয়ের জন্য শুভকামনা । আর কবিতায় ভাললাগা ।