![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
যার চলে যায় সেই বোঝে ভাই
কে আর বুঝবে বল,
স্বজন হারানোর পাশে কে আছে
মোছাতে চোখের জল ?
কোল খালি করা বুক খালি করা
যে সব জনেরা কাঁদে,
রেখেছে ভাগ্য বেঁধে নাগপাশে
সে অদৃশ্য মৃত্যু ফাঁদে ।
বুক ফাটা রোল ভরায় বাতাস
চেতনা তবু না নড়ে,
তাই দেয় হানা মৃত্যুর পরোয়ানা
প্রতি পলে প্রতি ঘরে ।
আজি আমি হেতা কাল না রব
কালের করাল গ্রাসে,
ছেয়ে আছে মন এই যে জীবন
মারি ব্যাধি ঘাত ত্রাসে।
দুঃখ তারি আজি মোর করে নাও
বাড়াও হে বন্ধু হাত,
রও পাশে তারি করে আপনারি
আপন সয়ে সে আঘাত।
বাঁধ বাঁধো আজি মিলন শিকলে
না যেন আসে এ দিন,
মানুষের মাঝে মানুষ কে যেন
আর না হতে হয় হীন।
শফত করার দিন এসেছে
এসো রাখি হাতে হাত,
সুখ করে যেন পারিগো খেতে
দুখ করে রাঁধা ভাত ।
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৭
bakta বলেছেন:
সব গুলিকে ছড়া ভেবে দেখো না বন্ধু -
:-)
২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০
লেখোয়াড় বলেছেন:
এই জন্যই তো বললাম আপনার এই ছড়াটির মূল্য অনেক।
মানে ছড়াটির বক্তব্য।
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬
bakta বলেছেন:
সময় দিয়ে মূল্য যাচাই করেছেন - এর জন্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবাই কে নিয়ে।
৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯
আরজু মুন জারিন বলেছেন: যার চলে যায় সেই বোঝে ভাই
কে আর বুঝবে বল,
স্বজন হারানোর পাশে কে আছে
মোছাতে চোখের জল ?
চিরসুখী জন ভ্রমে কি কখন
ব্যাথিত বেদন
বুঝিতে কি পারে
কভূ আশীবিষে ধ্বংসেনি যারে ।
এই কবিতাটি কি পড়া? প্রিয় কবিতা। হ্যা অন্যের যন্ত্রনা কষ্ট সম্পূর্ন বোঝা আসলে কষ্টের।তবে মা সন্তানের কষ্টে আর ও বেশী কষ্ট পায় বা বলা যায় বুক দিয়ে সন্তানের যন্ত্রনা উপলব্দি করে। তিনদিন আগে আমার মেয়ে চেয়ার থেকে পড়ে গিয়েছিল।মাথা থেকে রক্ত বের হয়েছিল প্রচুর।ব্যান্ডেজ করে দেওয়ার পর ও স্বাভাবিক সুস্থ হয়ে গিয়েছিল।হাসছিল।আমি এখনও হাসতে পারছিনা।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৪
bakta বলেছেন:
হে দেবী । আপনার কন্যার প্রাপ্ত আঘাতে আমিও সমব্যাথী । খুব কষ্ট পেলাম তার এই দুর্ঘটনাটি শুনে । এখন কেমন আছে আপনার কন্যা । সাবধানে রাখবেন। ঈশ্বর-আল্লার কাছে তার সুরক্ষা ও শীঘ্র সুস্থতা কামনা করছি । তিনি যেন আপনার কন্যা কে সবসময় সুরক্ষিত রাখেন আর তারাতারি সুস্থ করে দেন।
ফিরে আসুক আবার হাসি আনন্দ আপনার বাড়ীতে । সকলেই ভালো থাকুন ।
৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪০
আরজু মুন জারিন বলেছেন: শপথ করার দিন এসেছে
এসো রাখি হাতে হাত,
সুখ করে যেন পারি খেতে
দুখ করে রাঁধা ভাত ।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৭
bakta বলেছেন:
দু:খের ভাত সুখ করে খেতে হয়। মানুষ বহু কষ্ট করে জীবিকা নির্বাহ করে । তার হাড়ভাংগা পরিশ্রমের বিনিময়ে দিনের শেষে সামান্য শাক-ভাত খেয়ে কত দু:খ নিয়েও সুখ করে খায় । তাহাই বলিলাম।
ভালো থাকুন আপনার সবাই কে নিয়ে । শুভেচ্ছা সতত ।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩
লেখোয়াড় বলেছেন:
ইচ্ছে মতন লিখছেন ছড়া
আজ খাওয়াবে ডালের বড়া।
মন দিয়ে কি শুনছিস তোরা
অকারণে তারা আজ স্বজন হারা।
.............. এই একটু ট্রেনিং দিয়ে গেলাম।
তবে আপনার এই ছড়াটির মূল্য কিন্ত অনেক।