![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
শুনেছি শান্তি যমুনার পাড়ে
সাগরের তলদেশে,
আবার শুনেছি শান্তি রয়েছে
নীল আকাশের শেষে ।
আবার শুনেছি হাটে বাজারে
বেসাতিও হয় লাখে,
সেথায় মেলে শান্তি কলস
বেজায় যে দাম হাঁকে ।
কেউ বা বলে শান্তি শশ্মানে
সেথা পেতে পারো দেখা,
এমন শান্তি চাইলে পাবেই
উঁহু, সেখানে পাবে হে ছ্যাঁকা।
আমিও খুঁজছি কোথায় শান্তি
দেখি কার বাড়ীতে আছে,
শান্তি কি ভাই আম পেয়ারা
যে ধরবে বাগান গাছে ?
মনের জন্য খুঁজি শান্তি
ঘরের জন্যও খুঁজি,
শান্তি খুঁজতে খতম হল
আমার জমানো পুঁজি।
বেকার ভাইয়ের মনের শান্তি
চাকরিতে নাকি আসে,
বিবাহিতে শান্তি তখনই আসে
বউ যদি ভালো বাসে।
ছেলে যদি হয় বদ ঘেনঘেনে
মেয়ে হলে সব মাটি,
কলহের জেরে যাই সব ছেড়ে
জমি জমা বসত বাটি।
স্বর্গেও নাই নরকেও নাই
শান্তি যে ডুমুর ফুল,
নাই ধ্যানে নাই ত্যাগে শান্তি
সব মিছে সব গুল ।
তাবিজ মাদুলি জলপোড়াতে
পায় নাকি লোকে শান্তি,
শান্তির খোঁজে চোখটি বুজে
নেমে আসে ধেয়ে ক্লান্তি।
আসলে শান্তি মনের ফসল
মনকে করিলে আবাদ,
ধনকে রাখিলে জনের ঘরে
শান্তি ভাগাবে বিবাদ ।
চরম শান্তি পরম শান্তি
ওম শান্তি ওম,
শান্তি চাইলে শান্ত হো জাও
কভি খুশি কভি গম ।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৯
bakta বলেছেন:
হে দেবী কেমন আছেন ? আমার ব্লগপ্রাসাদে আপনার শুভাগমনে ধন্য হলুম তার সাথে পেমুম অপার শান্তি ।
শান্তি দানে শুভেচ্ছা জানালাম প্রাণ ভরে। ভালো থাকুন সবসময়।
২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১
আরজু মুন জারিন বলেছেন: মনের জন্য খুঁজি শান্তি
ঘরের জন্যও খুঁজি,
শান্তি খুঁজতে খতম হল
আমার জমানো পুঁজি।
খুজতে হবেনা শান্তি
মনটা কর যদি স্থির
পবিত্র হৃদয় যেন
মন্দির কাবাঘর
ধৈর্য্য বিশ্বাস আর
সততা ভালবাসায় ।
ভাল লেখা দেবা।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১১
bakta বলেছেন:
মন মোর আছে স্থির
তবু নাহি পাই শান্তি,
আশার ফাঁদে কাঁদায় কে যে
সব কি আসলে ভ্রান্তি ?
ভালো থাকুন সবসময়।
৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩
আরজু মুন জারিন বলেছেন: চরম শান্তি পরম শান্তি
ওম শান্তি ওম,
শান্তি চাইলে শান্ত হো জাও
কভি খুশি কভি গম
+++++++++্
কথাটি আমার ও
দিয়েছ তুমি বলে।
ধন্যবাদ দেবা বক্তা।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৭
bakta বলেছেন:
প্লাস পেয়ে ধন্য দেবী
আপনার হাত হতে,
পেলাম মলম উপশমের
লাগিয়ে মনের ক্ষতে।
দেবীর মনের কথা কেন যে
বক্তার ও মনে আসে,
জানি নে গো তার কারণ টা কি
সেটাই তো মনে ভাসে।
ধন্যবাদ আরজু দেবী । ভালো থাকুন খুব খুব খুব........। সদা শান্তিতে বিরাজিতা হোন ।
৪| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৮
জাফরুল মবীন বলেছেন: ‘শান্তি’ ‘শান্তি’ করে চিল্লাইলে
কী শান্তি পাবেন ভাই?
মনের শান্তি মনের মাঝেই
তৈরী করতে হয়।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯
bakta বলেছেন:
হে ভাই মবীন জাফরুল
খেয়েছো কি ভাই জামরুল ?
শান্তি লাগি কে না ছুটিছে
তুমি আমি আর ভীমরুল।
শান্তিতে থাকুন ভাই । ভালো থাকুন সদা ।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৮
আরজু মুন জারিন বলেছেন: শুনেছি শান্তি যমুনার পাড়ে
সাগরের তলদেশে,
আবার শুনেছি শান্তি রয়েছে
নীল আকাশের শেষে ।
শান্তি আছে মায়ের কোলে
প্রিয়ার আচলে
শিশুর হাতের বাধনে
স্বল্প চাহিদায় মনের পরিতৃপ্তিতে ।
চমৎকার কবিতা বক্তা দেবা
অনেক ভাললাগা
শুভেচ্ছা তার সাথে
ভালবাসা।