![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
গভীর রাতে দেখেছিলাম
ভালোবাসা কে কাঁদতে,
আবার দেখেছি প্রভাতে
আশায় সে ঘর বাঁধতে ।
দেখেছিলাম জমাট বাঁধা
দুই আঁখির জল ধারা,
আবার দেখেছি সে দুই নয়নে
প্রেম অপরূপ মনোহরা।
দেখেছি হৃদয় ভাঙ্গতে আবার
শুনেছি যে ভাঙ্গার শব্দ,
মন কে দেখেছি প্রিয়তমা লাগি
হতে যে করুন স্তব্ধ ।
শুনেছি নিঠুর মায়াবি রাতে
সে প্রাণের আর্তনাদ,
একাকীত্বের করাল ছোবল
হতে বাঁচিবার সাধ ।
দেখেছি স্বপ্ন টুটতে রাতে
নাগপাশে বেঁধে ছলনায়,
পুতুল খেলার ভালোবাসার
দুলিয়ে সে দোলনায় ।
হৃদয়-পরাণ ভাঙ্গার খেলায়
মাতিয়া সে কোন রঙ্গিনি,
পরম মমতায় ফেলে ধাক্কায়
স্বপ্নে দেখা সে সঙ্গিনী ।
নীরবে কাঁদে পরান তারি
নিষাদি প্রেমের খেলায়,
দেখেছি ভালোবাসাকে কাঁদতে গোপনে
গভীর নিশুতে বেলায় ।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬
bakta বলেছেন:
সব কি সবার ভালো লাগে ভাই
সব তো সবার জন্য নয়,
তবুও ভাবি সবই আমার
ভেবে যে দেখার নাই সময়।
ধন্যবাদ রইল অনেক।
২| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৮
আরজু মুন জারিন বলেছেন: গভীর রাতে দেখেছিলাম
ভালোবাসা কে কাঁদতে,
আবার দেখেছি প্রভাতে
আশায় সে ঘর বাঁধতে । :!>
এত সুন্দর ছন্দময় কবিতা
কে লিখে। ........
আমার বক্তা দেবা দা
অনেক সুন্দর। আজ দেখি অভিভূত হওয়ার দিন
অনেক ভাল লাগা বক্তা দেবা। .
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২১
bakta বলেছেন:
ভালো যদি লেগেই থাকে
মুখ ফুটে তারে বলি,
কঠিন হয়ে সোজা পথে
চিরকাল আমি চলি ।
অভিভূত যদি হয়ে থাকেন
সে যে পরম প্রাপ্তি,
জগৎ জুড়িয়া আছে দেখি
চেয়ে ভালোবাসার ব্যাপ্তি ।
অনেক ভাল লাগা আরজু দেবী। ভালো থাকুন সদাই ।
৩| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৯
আরজু মুন জারিন বলেছেন: দেখেছিলাম জমাট বাঁধা
দুই আঁখির জল ধারা,
আবার দেখেছি সে দুই নয়নে
প্রেম অপরূপ মনোহরা।
এত ছন্দ
মনোহরা
পাও কোথা থেকে
আসলে চমত্কার ছন্দময় কবিতা।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৪
bakta বলেছেন:
পাইগো আমি মনের থেকে
হরেক রকম ছন্দ,
লুকিয়ে যে জন দেয় যে আনি
একটুকু নাই সন্দ ।
আপনার অনেক ভাল লাগার জন্য ধন্যবাদ আরজু দেবী। ভালো থাকুন সদাই ।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
লেখোয়াড় বলেছেন:
আবার সেই ছবি, আবার সেই ছড়া।
++++++++++++++++++++++++++