![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
মাননীয় অসমাপ্ত পদ্যের পাঠিকা
একদিন অগ্নির মতো নির্ঘত হতো যে ব্যথানাশক
সকালের কলমে, তোমার ষোড়শকালে
দখিন গোলাপ সকল নিষ্ফল স্পর্শের ক্রন্দনে
তুমি যখন শিশু চোখে তাকিয়ে তাকিয়ে
করে দিতে বেঁচে থাকার বিনিময় ঝংকার,
এরপর লিখিনি আমি আর।
পাঠিকা স্বজন, এখন বন্ধ্যাদিন
প্রচ্ছন্ন ব্যর্থতা এসে বুভূক্ষ পাঁজরে
মসৃণ শাসনের মতো মুমূর্ষ কলমে জল খেলে,
করুণায় দুলতে দুলতে, ভুলতে ভুলতে কফিনের ঋণ
তোমার চেহারাগুচ্ছ শীতল ইথারে ঠেলে দিয়ে
সেই কবে মুছে দিয়েছি আমি আদর উপাখ্যান থেকে
তোমার স্বাচ্ছন্দের সব পবিত্র আয়াত।
আমার অক্ষর ছ্যাবলামোতে বৃথাই করেছ শহীদ
হে সত্য হে শক্তি তোমার এক যৌবনের বাতি,
নগ্ন নদী পথে একাকী হেঁটে হেঁটে অনন্ত বর্ষা চোখে
বাক্যহীন বাণীহীন শূন্য প্রস্থানে দেখি মেঘকালো রাতি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
কয়েছ আহমদ বকুল বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১২
সনেট কবি বলেছেন: সুন্দর লিখেছেন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
কয়েছ আহমদ বকুল বলেছেন: শ্রদ্ধা জানবেন .....
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
কয়েছ আহমদ বকুল বলেছেন: ভালবাসা ও শ্রদ্ধা অবিরাম প্রিয় রাজীব ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন প্রিয়, শুভ কামনা।