নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের চিন্তারা

কয়েছ আহমদ বকুল

কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

আমি সেই রোপন গ্রামের ছেলে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৭



খ্যাতিতে ভীত খুব
চিরদিন পুষেছি বুকে লাঙ্গলের ব্যামো,
আমি এক সুচিহ্ণিত রোপন গ্রামের ছেলে
অরণ্য বাতাসের মতো অবিরত আমি যার
সকল গাছের পাতার তীর্যক কাঁপন হয়ে বাঁচি।


আমার কোন অন্তরঙ্গ বন্ধু আপন নেই
দেন দরবার বারবার ইচ্ছে কিংবা দোষের বশে করে
শূণ্যতে রেখেছি স্থিত শুভ মিত খাতা
আমি তাই সকলের
রাস্তায় বেরুলে খুব অবিশেষ ভীড়ে হই লীন।

আমিও তো অবিশেষ, অখ্যাত করুনা কুজন
রোপন গ্রামের ছেলে, ক্ষেত কৃষি ভুলি নাই
এখনো হাতের কোদাল অক্ষর জমিনে ঠেলেটুলে
স্বপ্ন দেখি নিদারুন
মমতার সেই গ্রামে নিভৃত ঘাসের সকাশে গেঁথে রবো সুতো।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: পথ চলতে হবে, থেমে থাকা যাবে না - আমরা সবাই পথিক

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১০

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমিই সেই রোপণ গ্রামের ছেলেকবিতার নামটা আমার কাছে খুব ভাল লেগেছে।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা।।।
গ্রামের ছেলে
মাটি বালি গায়ে
সবুজ প্রাণের অরণ্য
মন জোয়ারে ভেসে আছি
আমি রোপণ গ্রামের ছেলে ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

মনিরা সুলতানা বলেছেন: শিরোনামে ভালোলাগা !

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

জুন বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.