![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
অন্ধস্রোত
এতো যে অন্ধকারের দিকে হাত বাড়াচ্ছি অবিরাম
কতটুকু বেঁচে না থাকলে অন্ধকারের প্রতি মানুষের এমন মায়া হয়?
অপেক্ষা অনন্তের সমান
দূরের প্রাচুর্য্য সকল ধীরে ধীরে হচ্ছে দৃশ্যমান,
অথচ নদীপথ, পাহাড়, সমতল করে একাকার
যে পথে হাঁটছি আমি সরল খোঁপার সন্দানে
প্রয়োজনে অপ্রয়োজনে সব চিন্তক সোনারচান
ভাবিছে, ভেবে ভেবে নিপাত যায়
সে পথ ভুল পথ, আমি নাকি অন্ধস্রোতে ভাসি অবিরাম।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৯
সনেট কবি বলেছেন: সুন্দর
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: অন্ধ স্রোত থেকে আলোতে আসাই ভালো।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৬
স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল।
সকাল সকাল কবিতায় মুগ্ধতা ছড়িয়ে গেল