নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের চিন্তারা

কয়েছ আহমদ বকুল

কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

হরি বলো রাম

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

হরি বলো রাম
আল্লাহ ঈশ্বর মাবুদ বলো
সকলের এক নাম রে
হরি বলো রাম বলো রে
ধর্ম নামে মানুষ মারা তাহারই বদনাম
হরি বলো রাম......
জন্ম তোমার হয়েছিল মানুষ রুপে ভাই
অতঃপর হয়েছ হিন্দু মুসলমান ঈসাই
স্রস্টার অস্থিত্ব যদি মনে কর এক
কেন তবে বাড়াও বিবেদ নাম নিয়া শতেক
আস্থিক নাস্তিক কাফের মুনি ডান হও কি বাম
তোমারে সৃজিছে যিনি বিচার ও তার কাম রে
হরি বলো রাম
আল্লাহ ঈশ্বর মাবুদ বলো সকলের এক নাম রে
ধর্ম তোমার জানা হলে পড়লে কোরান গীতা
তুমি তো জেনেছ সাধু কে তোমার বিধাতা
তোমার ধর্ম বড় হলে অন্যেরও সমান
ক্ষুদ্র তুমি করছ তোমায় করে ব্যবধান
ইংরেজি ফরাসী উর্দু ডাকিলে বাংলায়
তোমার প্রার্থনা তসবিহ শুনে যে খোদায়
তারে তুমি কেমনে বল কেবল তোমার শ্যামরে
হরি বলো রাম
আল্লাহ ঈশ্বর মাবুদ বলো সকলের এক নাম রে

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

স্রাঞ্জি সে বলেছেন:

কবিতায় ++

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

নজসু বলেছেন: লেখাটা সুর দিয়ে গানে রূপান্তর করলে খুব ভালো লাগবে মনে হচ্ছে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: এক ঈশ্বরকেই নানান নামে ডাকা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.