![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
একবুক হাঁড় কাঁপা বাতাসের খেলা
~~~~~~~~~~~~~~~~~~~~
জেনে রেখো নিশ্চিত
একদিন একরাশ অমীমাংসিত দীর্ঘশ্বাস থেকে আমার মৃত্যু হবে
কোন কালেই কালো বুকের মাঠময় মৃদু কাঁকর
অথবা হরিণ খেলার গোপন তৃণ অনিঃশেষ ছাড়া
তুমি তেমন ছিলে না কোন আপন বিশেষণ
অথচ কেমন কেমন করে যেন দুরন্ত চোখের তুমি হয়ে গেলে নীল
যতটা তোমাকে জানি ততটাই চিনি শূন্যতা
খেরোখাতা পুড়ে ছাই, নালিশের কাবিনে জল
জলেরা খিস্তি খেয়ে হাঁটে অনুপম
বিভ্রাটে নতশির অনিন্দ্যসুন্দরের লোভ
এখনো অস্পষ্ট আমি
চিৎকার থেমে যায় তুমি নামের, শ্রমের আড়ালে ঢেকে চোখ
একবুক হাঁড় কাঁপা বাতাসের খেলা
আমাকে নির্ঘুম রেখে জানান দেয় বেঁচে থাকা কঠিন শোষণ!
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সাইন বোর্ড বলেছেন: অনবদ্য, ভাবনার গভীরতা এবং প্রকাশের স্টাইল অনেক ভাল লাগল ।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
সনেট কবি বলেছেন: সুন্দর
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লিখেছেন।