![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
ঝরে গেলে একেকটি সবুজপাতা, নীলচে অথবা কালো
ছাই হওয়া কারো ঠোঁটের উঠোনে নীভে গেলে লাল আলো
বংশী পুড়ানো মন
গুনেগুনে দিন নিপাত করা, আমার আর কতক্ষণ
প্রবল ফাগুনে প্রজাপতি জলে উল্লাসে ভাসমান
তারায় নিকানো জোৎস্না জঞ্জালে প্রত্যুষা আসমান
ডেকে ডেকে কয় গুনি
তোমার অনন্ত ডাকিছে তোমারে, সময়ে লও শুনি
মূর্ধা মুর্ছনা মুহুর্মুহু সূর্যাস্ত শ্মশানে বাজে
মৃত আমিই লুকায়ে রয়েছে ফুটন্ত আমিটির ভাঁজে।
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: মনে হয় বেশীদিন বাঁচব না । বড় জোর তিন মাস । কঠিন অসুখ হবে । প্রথম মাসে শুকিয়ে যাবো । দ্বিতীয় মাসে মাথার সব চুল পড়ে যাবে । তৃ্তীয় মাসে সব দাঁত পড়ে যাবে । তারপর আমি শেষ । বিদায় ।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মৃত্যু নিয়ে ভাল কবিতা।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
মীর সাজ্জাদ বলেছেন: মৃত্যুই চিরায়ত, মৃত্যুই সত্য। ভালো লাগলো আপনার মৃত্যু নিয়ে লেখা দারুন অভিব্যক্তি।