নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের চিন্তারা

কয়েছ আহমদ বকুল

কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

মা আমার ঈশ্বর খোদা যীশু

২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯

মা আমার ঈশ্বর খোদা যীশু
➖➖➖➖➖➖➖♦️



কোন কোন রাতে হঠাৎ মা
পড়ার টেবিলে এসে আমার পাশে বসে থাকতেন মূর্তিমান
বই হাতে নিতেন এটা ওটা,
আমার মা পড়তে জানতেন না
অথচ আমাকে পড়ার এক অসাধারণ ক্ষমতা ছিলো তাঁর
এবং আমিও পড়ে নিতাম চোখ।

মা আমাকে পড়তেন চুলে হাত বুলিয়ে
অথবা কাঁধে আমার নুইয়ে দিয়ে মাথা,
স্নেহোন্মাদ আমার বুকের শহর এভাবে শীতল করতেন মা
এভাবেই আমিও শিখে নিতাম জীবনের স্বর।

যখনই এলোথেলো যখনই ক্লান্ত হই স্রোতে
তাবৎ তর্কাতীতে মা আমাকে প্রমত্ত আলোতে নিয়ে টেনে
সংগোপনে শিখিয়ে যান বেঁচে থাকার রীতি
পবিত্র আযানের মতো নিমিষেই পূতঃ করেন শ্বাস।

আমার আনন্দ মা, আমি মায়ের পথভোলা শিশু
পৃথিবী বিভ্রম দৃশ্য, মা আমার ঈশ্বর খোদা যীশু।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

রাশিয়া বলেছেন: ঈশ্বর, খোদা বা যীশু - কোনটিই আল্লাহর আসমাউল হুসনার অন্তর্ভুক্ত নাম নয়। তাই কবি শিরক করেছেন - এরকম ভাবার কোন কারণ এখানে নেই।

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.