![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
এক মর্মান্তিক বিদ্যাপীঠ জীবন,
সর্বশ্রান্ত কলমও এখানে অনর্গল আধ্যাত্ম আনন্দের কথা বলে।
অখন্ড প্রতাপ ঘেরা তুচ্ছ তর্কাতর্কি এবং জল
আশালতা চূর্ণ-বিচূর্ণ রঙে মিশে যায় বৈকালিক রোদের আভায়।
সয়ে গেছে সয়ে যায়
মর্মপীড়ায় তবু কিছু আচ্ছাদন লেগে থাকে লাল অনির্বাণ।
সূর্যসুরা শোকাচ্ছন্ন সরল জীবন
সফেদ কাপড়ের ভাঁজ, বিভাজিত অন্ধকারে আকুল উত্তাপ।
লোভ ডর ভেঙে চলা
অতন্দ্র শিক্ষালয়ে কেবল শিখেছি সুখ মানুষের বিগলিত সুখে।
২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৬
কয়েছ আহমদ বকুল বলেছেন: প্রাত্যহিক আনন্দের মতো প্রাচুর্যময় আপনার অক্ষর আলো, ভালো লাগলো!
২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
কয়েছ আহমদ বকুল বলেছেন: আপনার ভালো লাগার প্রতি শ্রদ্ধা .....
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লোভ ডর ভেঙে চলা
অতন্দ্র শিক্ষালয়ে কেবল শিখেছি সুখ মানুষের বিগলিত সুখে।
...................................................................................
বিগলিত সুখের সময়কাল ক্ষীণ,
সামনে বিস্তৃত আদিগন্ত দু:খের সাগর ।