নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের চিন্তারা

কয়েছ আহমদ বকুল

কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

অন্তরজুড়ে করমপুর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪০



সম্পূর্ণ ব্যক্তিগত অভিমান এবং
চার নম্বর সীমান্ত ইউনিয়নের অন্তর্গত
আমার সোনাগাঁও নির্নিমিত্ত এই আমাকে
আমার একাকিত্ব, আমার সরলপন
আমার সংহারপ্রবণ বেপথ
প্রতর্ক উচ্ছাসের মতো বাঁচিয়ে রাখে

মানুষের মন থেকে মানুষ মুছে যায়
সহসা আকাশও রঙ বদলে হাসতে শিখে খুব,
অথচ আমার গ্রাম আমার পূবের নদী
নদী ভরা প্রিয়তর জল, ভাসা জলে ভাষা খোঁজা
অঙ্গার আষাঢ় আমি
প্রত্যহ পরমাত্মীয় পবিত্র জন্মঘর
নীলের যন্ত্রণায় খুঁজে পুরাতন নৈকষ্য আদর

প্রয়োজন পতঙ্গের মতো পরগত
তবুও তো আমারে গণনায় রেখে সুচেতা স্বপ্ন আঁকে
আমার অন্তর কাঁপা প্রশ্বাস প্রান্তরে বন্ধ প্রিয় করমপুর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার একাকিত্ব, আমার সরলপন
আমার সংহারপ্রবণ বেপথ

...................................................................
মানুষের মন, রং বদলায় যখন তখন

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.