নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের চিন্তারা

কয়েছ আহমদ বকুল

কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

সতের মার্চ দুইহাজার বিশ

২০ শে মার্চ, ২০২০ রাত ১:৪১




আকাশ কতটা বড়?

রক্তস্রোত অথবা আশ্চর্য অন্ধকার যেমন প্রত্যাশার প্রহর গুনে
আকৃতি মানুষ তুমি, তেমন অহংকার
আকাশ বিশালতার চেয়ে পবিত্র এবং এক আলো অভিযান
তোমার শৈল্পিক মন, তর্জনীর বরফ ঝঙ্কার
লালসবুজ, একটি আপাত আনন্দ দেশ
আত্ম অভিমান লব্ধ চাবুকের শরীরে এক সতেজ শরাব।

এখানে, ছাপান্ন হাজার বর্গমাইলের ভেতরের সবটুকু প্রাপ্তি তুমি
সবটুকু সারিবদ্ধ বকুলের বিলাপ তুমি
প্রথা ভাঙা প্রহরীর প্রার্থনা প্রভাত তুমি
হে পিতা তোমাকে ধারণ করে বুকের বন্দরে
প্রত্যেক ডুবুরি খুঁজে প্রসারিত ঝিনুকের বিন্যস্ত সংলাপ
তুমিই সকল তমসা ভাঙা কল্লোল আনন্দ ধ্বনী সব।

আকাশ কতটা বড়?

একফালি ছিন্নভিন্ন স্বপ্নদেরে খুঁড়ে খুঁজে
অলৌকিক লাঙলে পিতা চাষ করে দিয়েছ তুমি সূর্য বাগান,
তুমিই আসমান পিতা, দীপ হতে আলো মতো তুমি বিচ্যুরিত।
প্রতিনিয়ত সকল বাঙালি বিবেকে তুমি উৎসব আনন্দ পিতা
তবে কেন শতবার্ষিক অহেতুক উল্লাস রঙে
ফিকে করে দেয়া সব তোমার সম্মান?

পৃথিবী কষ্টাক্রান্ত, মানুষের নদীতে ঢেউ মৃত্যু অবিরাম
তোমার বাংলাতেও দেখি আতংক উদ্বেগে মানুষ নীল
চোখে বুকে বৃষ্টি, ক্ষত। বিষণ্ণ, শরবিদ্ধ অস্থির মানুষেরা
কোলাহল প্রবণ নিথর অসহায় মানুষেরা ক্লান্ত বৈঠায়
মৃত্যুর দূরত্ব গুছাতে পিতা বিমূঢ় তাকিয়ে দেখে
সতের মার্চের নামে তোমার আদর্শ হয় লীন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ রাত ২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ,বেশ ভালো লাগলো

২| ২০ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪৮

সাগর শরীফ বলেছেন: ভাল লাগল!

৩| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.