নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের চিন্তারা

কয়েছ আহমদ বকুল

কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে ব্যর্থ হয়ে রাষ্ট্র বিরোধীতা করতে হবে কেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৮

গাড়ি পোড়ানোর রাজনীতি শেষ,
পেট্রোল বোমায় মানুষ হত্যার স্মৃতি মানুষ ভুলেনি!

অপপ্রচার, গুজব আর মিথ্যাচার করে সাধারণ মানুষকে রাস্তায় নামানো যায়নি!

এই আল জাজিরা রাজনীতিও অনেক পুরাতন, শাপলা চত্বরে হাজার হাজার কাল্পনিক মৃতের পরিসংখ্যান এই আল জাজিরাই দেখাতে চেয়েছিলো!

এখন কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে আইএসআই এর প্রচ্ছন্ন সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাই বাংলাদেশের সরকার বিরোধী চক্রের সর্বশেষ চেষ্টা!

সরকারের সমালোচনা যোগ্য অনেক কাজ আছে, সরকারের স্বাস্থনীতি তার অন্যতম, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এমনকি বিভিন্ন স্থানীয় নির্বাচনকে নিয়েও সমালোচনার সুযোগ আছে! জনগণকে এসব যুক্তিসঙ্গত ইস্যুতে ঐক্যবদ্ধ করে আন্দোলন অতীতে হয়েছে, সম্ভব হলে এখনো হোক!

কিন্তু সেনাবাহিনীকে বিপথগামী হতে উৎসাহ দেয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র!

আর ধর্ম নিয়ে মিথ্যাচার করা রাজনীতি করা যাদের রক্তে মিশে আছে তারা কি আর ধর্ম রাজনীতি ছাড়তে পারে?

কোনভাবে ইসরাইলের সাথে বর্তমান সরকারের একটা কোনরকম সম্পর্ক মিথ্যেভাবে হলেও প্রতিষ্টিত করতে পারলে সংখ্যাঘরিষ্ট ধর্মপ্রাণ মুসলমানের দেশে আওয়ামীলীগ আর ক্ষমতায় থাকতে পারবেনা! হায়রে নাপাক চিন্তার নোংরা রাজনৈতিক দল! বাংলাদেশের মানুষ এখন জানে শেখ হাসিনার সরকারই একমাত্র সরকার যে সরকার সত্যিকার অর্থেই ধর্মকে গুরুত্ব ও সম্মান দেয়, ধর্ম নিয়ে রাজনীতি করেনা! একটি স্যাক্যুলার রাজনৈতিক দল হয়েও নির্দিষ্ট ধর্মের প্রতি তাদের এই আকর্ষণ ও মনোযোগ অবশ্যই সমালোচনার যোগ্য!

তোফায়েল জোসেফ, একজন যাবৎজীবন দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন, ২২ বৎসর জেলে খেটে ২০১৭ বা ১৮ সালে পর্যাপ্ত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে তিনি রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পান!

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে সমালোচনা হতে পারে, সেই সময়েও সেটা নিয়ে অনেকে কথা বলেছেন! বিরোধী দলগুলো রাজনৈতিক দেউলিপনায় এতটাই নিমজ্জিত ছিলো তা না হলে সাবেক এই ছাত্রলীগ নেতার এভাবে মুক্ত হওয়া নিয়ে তারা একটা হরতালও দিতে পারতো! কিন্তু আজ আল জাজিরায় এই প্রসঙ্গটেনে বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র বলার চেষ্টাকারী আমাদের রাজনৈতিক নোংরা পঁচা মানসিকতার দেশবিরোধী চক্রটির প্রতি কেবলই করুণা!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৩

রানার ব্লগ বলেছেন: বুঝতে হবে আপনাকে এটা রাজনীতি নয় এটা জাতি হিসেবে আমাদের অধঃপতন!!

আমরা সেই পলাশির মাঠে যেমন ছিলাম এই একাবিংশ শতাব্দীতে এসে ঠিক তেমনি আছি, কিছুই বদলায় নাই।

আমি আপনাকে অগ্রিম ভবিষ্যৎ বানি দিচ্ছি।

** তারেক ঢাকা আসবে, ফুলের মালায় তার চেহারা দেখা যাবে না।
** তারেক বাংলাদেশের প্রেসিডেন্ট হবে।
** বর্তমান সরকারের মধ্যে চোর ও তৈলবাজ ব্যাতিত সকলেই দেশ ত্যাগে বাধ্য হবে।
** দেশের বাজার ব্যাবস্থার অধঃপতন হবে।
** জামাত শিবিরের হত্যার রাজনীতি আবার পুরদমে শুরু হবে।
** অর্থনৈতিক অবস্থা করুনতর হবে।
** বাংলাদেশ ব্যাংক শুন্য হয়ে যাবে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা কম।১ নং মন্তব্যের সাথে দ্বিমত করছি।ক্ষমতা যারা নিবে( যদি নেয় ) তারা তারেকের বাবা।তারা তারেক কে কেন ক্ষমতার ভাগ দিবে।তারেক ছাড়া বাকি বিষয়গুলোর সাথে একমত।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৩৩

নূর আলম হিরণ বলেছেন: ১০মিনিটের একটা ডকুমেন্টারি টেনে টুনে ১ঘন্টা বানিয়ে এসব ওপেন সিক্রেট কয়েকটা ঘটনাকে দিয়ে ডকুমেন্টটিকে গারবেজ বানিয়ে ফেলেছে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সবাই একচোখা নীতিতে বিশ্বাসী!!

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
মাঝে মাঝে ভাল রিপোর্টিং করলেও আল জাজিরা প্রধানত আইএস তালেবান জংলিদের হয়ে কাজ করে।
মিশর মধ্যপ্রাচ্যের জামাত, মৌলবাদি ইসলামী ব্রাদার হুডের প্রবক্তা। আফ্রিকায় বোকো হারামজাদাদের এজেন্ট।
আলজাজিরার ফরমায়েসি নাটককে গুরুত্ব দেয়ার কোন কারন নেই।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭

সাসুম বলেছেন: এইটা একটা থার্ড ক্লাস মার্কা রিপোর্ট কোন সন্দ নাই। আসল ঘটনা ১০ মিনিট ও না, টাইনা টুইনা ১ ঘন্টা বানাইছে।

আর ঘটনার মূল মর্ম যা তা আমরা সবাই জানি, এসব নিয়ে ঘাটাঘাটি করে কচু টা হবে।

এর চেয়ে বড় ঘটনা আড়ালে চলে যায়।

মাঝখানে, দেশে ইউটিউব টা অফ করার দরকার। জব্বার স্যার এই কাজ টা যদি করে দিত। তাইলে, ওয়াজ ওয়ালা দের অত্যাচার কমত :D আহাজারী সাহেব এর সাধের চ্যানেল মানুষ খুইজা ফাইত না :D

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২০

আমি সাজিদ বলেছেন: আমি দেখিনি। তবে শুনেছি৷ সেনাপ্রধানের ভুলচুক ধরার সাথে রাষ্ট্র বিরোধীতার কি সম্পর্ক? রাষ্ট্র নিজের নিয়মে চলবে রাজনৈতিক দল তাদের নিয়মে চলবে তাই না ?

অফ টপিক - পোস্টের সাথে আপনার বদনখানির ছবিটা ভালো আসে নি। নাকের ফুটোগুলো ভীম হয়ে আছে। দাগ দাঁড়ি দেখা যায় মুখে। এডিট করে কি একটা সুন্দর ছবি দিবেন? পোস্টের সাথে নিজের ছবি না দিলে ভালো হয় কয়েছ ভাই।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২২

আমি সাজিদ বলেছেন: বাংলাদেশ এই মুহুর্তে মাফিয়া রাষ্ট্র না যারা বলে ওদের সামাজিক মানসিক অবস্থা নিয়ে আমার সন্দেহ।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: ৭ নং মন্তব্যের সাথে সহমত।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

নেওয়াজ আলি বলেছেন: এই রকম একটা না দশটা দেখালেও কিছু হবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.