![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
স্রোত নেমেছে গোর কবরে
করোনা রোগ ছাড়ছেনা
মানুষের এই নিধন কালে
মানবতা বাড়ছেনা
মারছে মানুষ অজানা রোগ
মারছে মানুষ পুলিশে
বাঁশখালিতে বিদ্ধ বুকে
স্বাধীন দেশের গুলি সে
ধর্ম রক্ষার নামে ভন্ড
রাজপথে দেয় পুত ঠেলে
সেখানেও সতের লাশ
এতো গুলি কই পেলে
গুলি করার মুরদ এতো
স্বাস্থ্য সেবায় আন্ডা সার
আর মেরোনা একটা গুলি,
কেউ যদি কয় পাল্টা মার?
স্বাধীনতার পঞ্চাশ বৎসর
জাতির পিতার একশ সাল
ভায়ের বুকে গুলি ঢালা
লালসবুজ আজ কেবল লাল
কেউ যদি হয় বিপদগামী
দেশদ্রোহী বা দশেরবাদ
আইন আছে তো, গুলি কেন
গুলিতে নেই মুজিববাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: বাস্তবমূখী কবিতা।