![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, শুনলে কেন একাত্তর
তোমাদের খুব গা জ্বলে হে, রাজাকারের ভাবপুত্তর
দেশে অনেক ইস্যু আছে উপহাস বা বিরোধে
মুক্তিযোদ্ধা প্রজন্মতে দাঁত কেলানো কোন শোধে
কোটা কিংবা সম্মানী কী এমনিতে পায় যোদ্ধা-বীর
অস্ত্র ধরে বিজয় এনে লালসবুজে উচ্চ শির
দেশ স্বাধীনের পঞ্চাশ শেষে তোমরা আজও কুলাঙ্গার
সুযোগ পেলেই শেয়াল হাসি, ছিঃ প্রজন্ম রাজাকার
কেউ কি তোমরা হিসাব কষ দুর্নীতি আর চুরিতে
ছিঁচকেরা সব ধনী হলো নিত্য ভুরি ভুরিতে
তোমরা কি কেউ প্রশ্ন তুলো শিক্ষানীতির বৈষম্য
রাজনীতিতে গোপাল ভাঁড়ের কেন চলে কু-রম্য
তোমরা কি কেউ স্বাস্থ্য সেবার নিশ্চয়তার তুলছো রব
মুক্তিযোদ্ধার কোটা ভাঙতে কুকুর তোমরা ঐক্য সব
সরল অংকে হিসাব মেলাও এক হরতালে ক্ষয় কত
দেশ সুবিধা নেবার মতো মুক্তিযোদ্ধা নয় এতো
অবকাঠামো উন্নয়নে যে পরিমাণ লোপাট হয়
মুক্তিযোদ্ধা সম্মানী তার এক শতাংশের সমান নয়
কৃতঘ্ন ঠোঁট তোমাদের খুব এড়িয়ে সকল অন্যগান
নিত্য বাক্যে লিখে চলে মুক্তিযোদ্ধার অপমান।
মুক্তিযোদ্ধা ,মুক্তিযুদ্ধ শুনলে যাদের চোখ হয় লাল
প্রশাসনেও আছে কিছু নাপাক বীর্য, হায় কপাল।
কয়েছ আহমদ বকুল
২১/০৪/২০২১
প্যারিস
২| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পরাজিতরা প্রতিশোধ নিবার কথা কখনো ভুলে না।
৩| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪১
নেওয়াজ আলি বলেছেন: অনন্য উপস্থাপন
৪| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়ে গেছে ৫০ বছর হয়ে গেছে। মুক্তিযোদ্ধা যেমন কমেছে, তেমনি রাজাকারও কমেছে।
তবে, ভুয়া মুক্তিযোদ্ধা আর নতুন পয়দা নেওয়া রাজার বহুত আছে।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
পুরো প্রশাসনই মুক্তিযোদধা বিরোধী।