নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের চিন্তারা

কয়েছ আহমদ বকুল

কেবল এই সত্যটুকু জেনো, মানুষ হয়ে জন্ম আমাদের ধর্ম করেছে বন্য

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

মুনিয়া বিষয়ক যন্ত্রণা

০২ রা মে, ২০২১ ভোর ৫:৫৩




মগজ পঁচা, অর্থলোভী চাটুকারে ঘিণ
দেহের মতো বিক্রি করে অক্ষর রাত্রদিন
সাংবাদিক তার নাম
শিরোনাম বেশ বদলে দেয় টিস্যুপতির খাম।

একটি মেয়ে, কাঁচা মেয়ে, করুণ মেয়ে একা
অপবাদের গ্লানি মুঁছে লিখলো রক্ত লেখা,
শাহ আলমের ছেলে
মুনিয়া তাঁর পায়ের চিহ্ন আঁকলো তোর কপালে।

কোথায় সত্য, কি যে সত্য, সত্য মানুষ জানে
সত্য কেবল পাচ্ছেনা ঠাঁই পুলিশ মামার কানে
কোটির অংকে টাকা
অসম্ভব তাই খুঁজে পাওয়া খুনি আনভীর কাকা।

মুনিয়ারা খুব মরতে জানে, মরে মরে শোধ
কত মুনিয়া মরলে রাষ্ট্র ফিরে পাবে বোধ,
মুক্তিযোদ্ধার মেয়ে
হারিয়ে গেল, লালসবুজ তা দেখবে কেবল চেয়ে?

নাকি কতক সাংবাদিকের মতো আমার দেশ
বসুন্ধরার টাকার নিচে রইবে নিরুদ্দেশ,
পুলিশ কী নয় পিতা
মেয়ে হত্যার বিচারে তার বুক কইবে না কথা?

পীর হাবীব বা মিলনেরও ঘরে মুনিয়া আছে
এক হত্যার বিচার হলে, অন্য সকল বাঁচে
আসুন ঐক্য হই
পুরুষ আমরা পিতা ও ভাই, কেবল পশু নই।

কয়েছ আহমদ বকুল
প্যারিস
০২/০৫/২০২১

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২১ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুনিয়াও লোভী ছিলো কিন্তু তাই বলে অপরাধীর নামই উঠে আসবে না জনতার সামনে এ কেমন বিচার :(

২| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: মেয়েগুলি হয়ত বোকা, হয়ত লোভী, হয়ত উচ্চভিলাসী, হয়ত পরিস্থিতির স্বীকার কিংবা হয়ত অভাবের তাড়নায় এই অন্ধকার পথে পা বাড়ায়। কিন্ত সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই মানুষ। বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.