নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্যfacebook.com/bharshammyo

ভারসাম্য

facebook.com/bharshammyo

ভারসাম্য › বিস্তারিত পোস্টঃ

অনুভব

০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৮

একটু একটু করে ঘুণপোকা খেয়ে চলে

ভঙ্গুর আমাদের এ কাঠের শরীর,

একটু একটু করে শুকিয়ে যায় জল

ক্ষীন স্রোতধারা এই জীবন নদীর।



একটু একটু করে পোড়ায় সে পুড়ে যাওয়া মন

আমিও পোড়াই তারে মাঝে মাঝে কেন অকারণ!



একটু একটু করে আমরণ মরছি সবাই

এতটা মরেও তবু কেন আরো বেশি মরতেই চাই!



মরতে মরতেও বেঁচে থাকা জীবনের সামান্য বোধ,

মাঝে মাঝে নেয় বড় মধুর মায়াবী প্রতিশোধ!



প্রতিশোধ নিয়ে বলে

আরেকটু কম মরতে যদি আগে,

কত কি পারতে পেতে

এখনও বেঁচে থাকা এই জীবনের ভাগে।



মেনে নিয়ে বলি,

পাইনি যা তা না হয় নাইবা পেলাম,

যা দিয়েছ তাই নিয়ে

মরণের কাছে আজ হার মানলাম।



এমন হেরেও পাই এ জীবনেই স্বর্গের সুখ

এমনি প্রতিশোধেও ভালবাসা ভরায় এ বুক।

এমন ক্ষমায় পাই আরেকটু বাঁচবার আশা

প্রায়শ্চিত্ত শেষে আবারও ফিরে আসে একই ভালবাসা।

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মেনে নিয়ে বলি,
পাইনি যা তা না হয় নাইবা পেলাম,
যা দিয়েছ তাই নিয়ে
মরণের কাছে আজ হার মানলাম।

এমন হেরেও পাই এ জীবনেই স্বর্গের সুখ
এমনি প্রতিশোধেও ভালবাসা ভরায় এ বুক।
এমন ক্ষমায় পাই আরেকটু বাঁচবার আশা
প্রায়শ্চিত্ত শেষে আবারও ফিরে আসে একই ভালবাসা।


চমৎকার অনুভব। ১ম স্তবকটা অসাধারণ।

বিষয় নির্বাচনে মুন্সিয়ানা দেখে মুগ্ধ হলাম।

শুভেচ্ছা অভী আসলাম ভাই।

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৫

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

আমি জানি না যে, বিষয়বস্তু পরিষ্কার হয়েছে কি না? আমার দিক থেকে এটি স্রষ্টার পক্ষ থেকে পাওয়া অনন্য ভালবাসার প্রতি কৃতজ্ঞতা হিসেবেই লেখা। উপলক্ষও একটা আছে।

আবারও ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

২| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


মরণের কাছে হার মানতেই হয়... :( :( :(

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:২০

ভারসাম্য বলেছেন: আগেই আত্মসমর্পন করে নিলে, সেটা হয়তো আর হার হয় না। সেটাই প্রকৃত জীবন। যত দেরীতে উপলব্ধি ঘটে, হারের ব্যাবধান ততই বাড়তে থাকে। তবুও চুড়ান্ত দেরীর আগেও যদি উপলব্ধি ঘটে যায়, সেটাই জয়।

অনেক ধন্যবাদ। শুভকামনা আপনি ও আপনার কাছের মানুষদের জন্য।

৩| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


ওরে ভাই খেয়াল করিনি আজকে যে আপনার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা।

জলদী কেকের ব্যবস্থা করেন। !:#P !:#P !:#P

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ কান্ডারি।



রোজার দিন, তাই জলদী করি নি। :P

আসলে বিশেষ কোন আয়োজনের কিছুও ছিল না। তবু মা বানালো কেইকটা। কী আর করা!

যাই হোক, ভার্চুয়ালী ব্যাবস্থা করে লাভ কি আসলে? আগামীতে একচ্যুয়ালীই ব্যাবস্থা করার ইচ্ছা রইল। ভাল থাকুন অবিরাম।

৪| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রায়শ্চিত্ত শেষে আবারও ফিরে আসে একই ভালবাসা ..দারুন বলেছেন ।

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৪

ভারসাম্য বলেছেন: সত্যিকারের ভালবাসা অটুট সব সময়। আমরাই মায়ার ছলনে মিছে ভালবাসার মোহে ভুলে যাই যে, কী পরম ভালবাসার আশ্রয়ে কত ভাল ভাবে বেঁচে আছি আমরা।

দারুন ভাবে বলতে পেরেছি কি না, জানি না। তবে কিছু কিছু সময়ে এই ভালবাসার অনুভব দারুন ভাবে অনুভূত হয়।

পরম ভালবাসার অনুভবে ভাল থাকুন সব সময়। শুভকামনা।

৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন । ভালথাকবেন সবসময় ।

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

আপনিও ভাল থাকুন নিরন্তর।

৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪১

না পারভীন বলেছেন: "বয়স আমাদের দেয় পরিপূর্ণতা, একেকটা জন্মদিনে পাই সেই সুখের বারতা, তোমাকে অনুভব করি আরো কাছে -হে মৃত্যু আমার। হেপিবাড্ডে :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১২

ভারসাম্য বলেছেন: শুধু বয়স বাড়লেই পূর্ণতা আসে না। পরিপূর্ণতা আসে অনুভবে। বয়সের সাথে অনুভূতি অবশ্য পূর্ণতার অনুগামী, কিন্তু পার্থিব সামর্থ কমতে থাকে। একেকটি জন্মদিনে সুখের চেয়েও তাই দুঃখই বেশি। তবু মৃত্যুর নৈকট্য যদি অনুভবে প্রশান্তি আনে, সেটাই পরম প্রাপ্তি।

মরণ রে,
তুঁহু মম শ্যামসমান।
মেঘবরণ তুঝ, মেঘজটাজুট,
রক্ত কমল কর, রক্ত অধর-পুট,
তাপ-বিমোচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান।
তুঁহু মম শ্যামসমান।
মরণ রে,
শ্যাম তোঁহারই নাম!
চির বিসরল যব নিরদয় মাধব
তুঁহু ন ভইবি মোয় বাম,
আকুল রাধা-রিঝ অতি জরজর,
ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর।
তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,
তুঁহু মম তাপ ঘুচাও,
মরণ, তু আও রে আও।


অনেক ধন্যবাদ ডা. না.পা. । শুভকামনা।

৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: একটু একটু করে পোড়ায় সে পুড়ে যাওয়া মন
আমিও পোড়াই তারে মাঝে মাঝে কেন অকারণ!


মধু !! মধু!!


ভাইয়া শুভ জন্মদিন :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৯

ভারসাম্য বলেছেন: শুনতে মধু, বাস্তবে গরল। কেন যে তবু মধু ভেবে পান করে যাই আকন্ঠ, অকারণে! :(

প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হোক। প্রকৃতই মধুময় হয়ে উঠুক সবার জীবন । মরণে সূচিত হোক পরম মধুময় মহাজীবন।

অশেষ ধন্যবাদ মহামহোপাধ্যায়। শুভকামনা।

৮| ০৬ ই জুলাই, ২০১৪ ভোর ৫:১৮

জাফরুল মবীন বলেছেন: বিশেষ দিনে অসাধারণ কবিতা।অনেক ভালোলাগা জানিয়ে গেলাম এবং সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা “শুভ জন্মদিন”... :) :) :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৪

ভারসাম্য বলেছেন: দারুন কমপ্লীমেন্ট!

ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা, প্রিয় জাফরুল মবীন ভাই। ভাল থাকুন অবিরাম, সবাইকে নিয়ে, সবকিছু নিয়ে। :)

৯| ০৬ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৫০

দুঃখী__ বন্ধু বলেছেন: কবিতাটি কিন্তু খুব ভাল লেগেছে। এরকম উদাসী টাইপের কবিতা কেন যেন ভাল লাগে।
আবারো শুভ জন্মদিন। প্রতিটি দিন পূণ্যের ভিতর কাটুক :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৯

ভারসাম্য বলেছেন: দুঃখ নয়, উদাস হউন। অতঃপর অনুভবের বারিধারায় সিক্ত হোক, প্রশান্ত হোক জীবন।

আবারো ধন্যবাদ আপা। নিরন্তর শুভকামনা।

১০| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৫

আমিনুর রহমান বলেছেন:




শুভ জন্মদিন অভি !:#P !:#P !:#P

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ জেসন ভাই।

শুভকামনা। :)

১১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: একটু একটু করে ঘুণপোকা খেয়ে চলে
ভঙ্গুর আমাদের এ কাঠের শরীর,
একটু একটু করে শুকিয়ে যায় জল
ক্ষীন স্রোতধারা এই জীবন নদীর।


প্রথম চার লাইন অসাধারণ!

শুভ জন্মদিন! শুভ জন্মদিন! !:#P !:#P !:#P !:#P

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪১

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ ইফতি ভাই।

কবিতার লাইন উপলক্ষ্য মাত্র। অনুভবের আলোয় জীবন হয়ে উঠুক অসাধারণ সবার।

ভাল থাকুন সারাক্ষণ। শুভকামনা।

১২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভালো লেগেছে কবিতা আর কবিতার বিসয়বস্তুর উপলব্ধি ।
আপনি নিয়মিত লিখছেন , আরও ভালো লাগলো ।

শুভ জন্মদিন !

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৭

ভারসাম্য বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া আপনি। :D

নিয়মিত হচ্ছি কি না, বলা যাচ্ছে না, তবে কিছু কিছু উপলক্ষ্যে একটুতো সাড়া দিতেই হয়।

ভাল থাকুন অদ্বিতীয়া...
সব সময়। :)

১৩| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৮

নীল-দর্পণ বলেছেন: রুহ্‌ টা বলছে কেক খা, নসিব বলছে অফ্‌ যা :(

যাই নামাজ পড়ে দোয়ায় বসে যাই একচুয়াল দাওয়াতের কার্ড যাতে পাই B-)) :P

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:০০

ভারসাম্য বলেছেন: আপনিতো ব্যাপক মারফতি কমেন্ট করলেন একটা। কেইকের লেখাগুলো রুহ আফজা দিয়ে লেখা, বলেছিলাম মনে হয়। তবে সে জন্য না, এই লেখার বিষয়বস্তুর সাথে আপনার মন্তব্যের দারুন মিল আছে। আমাদের রুহ ( আসলে নাফস) কত কিছুই চায়। অধিকাংশ চাওয়াই সঠিক নয়। কিন্তু নাফসের মায়ায় আমরা সেসব চেয়ে, না পেয়ে অথবা পেয়ে পেয়ে অবিরাম পুড়িয়ে চলেছি আমাদের জীবনবোধকে। অকারণেই। অথচ আমাদের নসীব আসলে ভালই, নসীবে যা আছে তা ভালর জন্যই। এই অনুভব যদি ঘটে, তখন নসীব যদি কিছু খেতে বলে তাও ভাল, অফ যেতে বললে, তাও।

বার্থ-ডে'র দাওয়াতের জন্য কার্ডতো সাধারণতঃ করা হয় না। উপহার হিসেবে হয় হয়তো। যদিও কার্ড-কেইক এসব বড় কিছু না, আন্তরিক ভালবাসাই সব। তবু নসীবে যদি থাকে, আগামীতে হয়তো অফ যেতে হবে না। ;)

অনেক ধন্যবাদ মুক্তা ভাইয়া। ভাল থাকুন সারাবেলা। :)

১৪| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে কবিতা।

শুভ জন্মদিন।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:০২

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় হামা। :D

শুভকামনা সব সময়।

১৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:০৩

না পারভীন বলেছেন: ওটা কার লেখা? আহা বেশ ভাল লাগলো! এটা কিনে কোন গান? কোন লিংক আছে?

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৩

ভারসাম্য বলেছেন: ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের একদম প্রথম দিককার লেখা। ভানুসিংহ ছদ্মনামে লিখেছিলেন তিনি, যা 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্যগ্রন্থে 'মরণ রে' কবিতায় পাওয়া যাবে। এছাড়া কবির নিজস্ব সংকলন 'সঞ্চয়িতা' -এ কবিতাটি আছে, যদিও কবিতাটিকে কবি নিজে সার্থক কবিতা হিসেবে স্বীকার করেন নি, কেবল ইতিহাসের ধারা রক্ষার স্বার্থে তাঁর সংকলনে স্থান দিয়েছেন বলেছিলেন।

এটি সংগীত হিসেবে সুরারোপ করে যান নি হয়তো কবি। তবে পরে কেউ কবিতাটিতে কোন সুর দিয়ে গেয়েছে কি না, বলতে পারব না।

আপনার জন্য পুরো কবিতাটি দিচ্ছি।

মরণ রে

মরণ রে,
তুঁহু মম শ্যামসমান।
মেঘবরণ তুঝ, মেঘজটাজুট,
রক্ত কমল কর, রক্ত অধর-পুট,
তাপ-বিমোচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান।
তুঁহু মম শ্যামসমান।
মরণ রে,
শ্যাম তোঁহারই নাম!
চির বিসরল যব নিরদয় মাধব
তুঁহু ন ভইবি মোয় বাম,
আকুল রাধা-রিঝ অতি জরজর,
ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর।
তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,
তুঁহু মম তাপ ঘুচাও,
মরণ, তু আও রে আও।
ভুজপাশে তব লহ সম্বোধয়ি,
আঁখিপাত মঝু আসব মোদয়ি,
কোরউপর তুঝ রোদয়ি রোদয়ি,
নীদ ভরব সব দেহ।
তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,
রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি,
হিয় হিয় রাখবি অনুদিন অনুখন,
অতুলন তোঁহার লেহ।
দূর সঙে তুঁহু বাঁশি বজাওসি,
অনুখন ডাকসি, অনুখন ডাকসি
রাধা রাধা রাধা।
দিবস ফুরাওল, অবহুঁ ম যাওব,
বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব,
কুঞ্জবাট'পর অবহুঁ ম ধাওব,
সব কছু টুটইব বাধা।
গগন সঘন অব, তিমিরমগন ভব,
তড়িত চকিত অতি, ঘোর মেঘরব,
শালতালতরু সভয় তবধ সব,
পন্থ বিজন অতি ঘোর --
একলি যাওব তুঝ অভিসারে,
যা'ক পিয়া তুঁহু কি ভয় তাহারে,
ভয় বাধা সব অভয় মুরতি ধরি,
পন্থ দেখাওব মোর।
ভানুসিংহ কহে -- ছিয়ে ছিয়ে রাধা,
চঞ্চল হৃদয় তোহারি,
মাধব পহু মম, পিয় স মরণসে
অব তুঁহু দেখ বিচারি।


অনেকটা চর্যাপদ বা পরবর্তী ব্রজবুলি ভাষার স্টাইলে লেখা। কবি নিজে এটাকে খুব একটা ভাল না বললেও, আমার কাছে ভালই লাগে পড়তে। কেউ সুর দিয়ে গাইলেও হয়তো খারাপ লাগত না শুনতে। আপনিই চেষ্টা করে দেখুন না! ;)

১৬| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৩

এহসান সাবির বলেছেন: একটু একটু করে পোড়ায় সে পুড়ে যাওয়া মন
আমিও পোড়াই তারে মাঝে মাঝে কেন অকারণ!


দেরিতে হলেও শুভেচ্ছা।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২০

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ জানাতেও দেরী হল। :!>

শুভকামনা সব সময়ের জন্য।

১৭| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩

সায়েম মুন বলেছেন: আপনার অনুভবটা অনুভব করলাম। বেশ!
আশা রাখি ভাল আছেন। শুভকামনা থাকলো।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩

ভারসাম্য বলেছেন: আপনি যে সত্যিই অনুভব করতে পেরেছেন, এটাও অনুভব করছি।

আছি ভালই। আপনিও ভাল থাকুন।

অনেক ধন্যবাদ।

১৮| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৮

আরজু মুন জারিন বলেছেন: একটু একটু করে ঘুণপোকা খেয়ে চলে
ভঙ্গুর আমাদের এ কাঠের শরীর,
একটু একটু করে শুকিয়ে যায় জল
ক্ষীন স্রোতধারা এই জীবন নদীর।

সামুর সব কবি দেখি বেশ আধ্যাতিক ভাবে থাকে আমার ই মত। এইজন্য বেশ একাত্বতা অনুভব করছি। চমত্কার কবিতা। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম কবিকে ,কবিতায়। ধন্যবাদ কবি।

১৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৮

আরজু মুন জারিন বলেছেন: একটু একটু করে ঘুণপোকা খেয়ে চলে
ভঙ্গুর আমাদের এ কাঠের শরীর,
একটু একটু করে শুকিয়ে যায় জল
ক্ষীন স্রোতধারা এই জীবন নদীর।

সামুর সব কবি দেখি বেশ আধ্যাতিক ভাবে থাকে আমার ই মত। এইজন্য বেশ একাত্বতা অনুভব করছি। চমত্কার কবিতা। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম কবিকে ,কবিতায়। ধন্যবাদ কবি।

২০| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৮

আরজু মুন জারিন বলেছেন: একটু একটু করে ঘুণপোকা খেয়ে চলে
ভঙ্গুর আমাদের এ কাঠের শরীর,
একটু একটু করে শুকিয়ে যায় জল
ক্ষীন স্রোতধারা এই জীবন নদীর।

সামুর সব কবি দেখি বেশ আধ্যাতিক ভাবে থাকে আমার ই মত। এইজন্য বেশ একাত্বতা অনুভব করছি। চমত্কার কবিতা। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম কবিকে ,কবিতায়। ধন্যবাদ কবি।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩১

ভারসাম্য বলেছেন: আমি আসলেই একটু আধ্যাত্মিক ভাবের দিকে চলে গিয়েছি। আপনার প্রোপিক দেখে অবশ্য আধ্যাত্মিক ঘরানার মনে হয় না আপনাকে। তবুও যদি একাত্মতা অনুভূত হয়, সেটার পরিচর্যা করুন।

অনেক ধন্যবাদ। অশেষ শুভকামনা।

২১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৬

সায়েদা সোহেলী বলেছেন: অনুভবে অনুভব ছোঁয়াতে গিয়ে মৃত্যু কেই ছোঁয়া হয় যেন বারেবার ,

"মৃত্যু " এই জীবনের এক অন্তিম অনুভূতির নাম , , ,
এক অনিবার্য সত্যের নাম! !


কবিতায় +++ আর কবি সাম্যকে শুভেচ্ছা :)


আধ্যাত্মিকতা নাকি এটাই বাস্তবতা অভী?

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৭

ভারসাম্য বলেছেন: আধ্যাত্মিকতা আসলে অনেক ভারী কোন প্রপঞ্চ নয়। খুবই সহজ, সুন্দর ও সবচেয়ে শুদ্ধতম সত্য। মৃত্যু অনিবার্য। সেটাই আমাদের মানব চৈতন্যের শেষ নয়, নতুন এক শুরু, যে শুরু কেমন হবে সেটা নির্ভর করে আমাদের বর্তমান পার্থিব জীবনধারার উপর, এটা শুধু জানা নয়, অনুভব করতে পারাই আধ্যাত্মিকতা।

এর চেয়ে বড় বাস্তবতাও তো কিছু নেই! কাজেই এ শুধু আধ্যাত্মিকতাই নয়, বাস্তবতাও। :)

অবশ্য আপনার প্রশ্নের ধরনে আমার ব্যাক্তিজীবনের বর্তমান অবস্থা সম্পর্কে আরেকটু নির্দ্দিষ্ট করে কিছু জানতে চাওয়ার ইংগিত আছে, যা কবিতার পোস্টে বা এই ব্লগ পরিসরে না দেয়াই ভাল। বিকল্প ব্যাবস্থাও তো আছে। ;)

ধন্যবাদ অনুভব করতে চাওয়ার জন্য। শুভকামনা নিরন্তর।

২২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:২২

সায়েদা সোহেলী বলেছেন: পরকাল বা পরজীবনে বিশ্বাস আছে আমরা বলি ঠিক ই কিন্তু তার সঠিক অনুধাবন করতে পারি ক'জনা ? আমাদের সকল পরিচয় শুধু মৌখিক স্বীকৃতিতেই সিমাবদ্ধ্য হচ্ছে দিন কে দিন ।

আমার কাছে আধ্যাত্মিকতা বলে সত্যি কিছু নেই , যদি নিজেকে কোন নাম পরিচয়ে পরিচিত করতে হয় যথাযত বাস্তবিক প্রকাশ অবশ্যই থাকতে হবে অন্তত চেষ্টাটা করতেই হয় , নইলে যে " মেড ইন জিঞ্জিরা " ;) ট্যাগ লাগাতে হয় নামের পাশে ।

হুম ইঙ্গিত কিছুটা ছিল তবে ব্যক্তি কেন্দ্রিক নয় , সার্বজনীন ই :)
হুটহাট কারও ব্যক্তি জীবনে ঢুকে যাওয়ার অভ্যাস/ বদঅভ্যাস টা এখনও রপ্ত করতে পারিনি সাম্য /:) :|

( তবে আমি ভালো শ্রোতা নিরাপদ সিন্দুক টাইপ ,কেউ কিছু সেভ করতে চাইলে মাইন্ড করি না :) B-)

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৯

ভারসাম্য বলেছেন: " মেইড ইন জিঞ্জিরা" ট্যাগের ব্যাপারটা বুঝি নি আসলে। :#>

আমিও কম নিরাপদ নই। তবে কেবল নির্বাক শ্রোতা নই। আমার অবস্থা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের মত। কেউ কিছু সেইভ করতে চাইলে, মাইন্ডতো করিই না, সেভিংস এর নিরাপত্তা সহ মুনাফার নিশ্চয়তাও দেই। ;)

নিশ্চয়তা অবশ্য নিজের ক্ষমতায় না, উচ্চতর অথরিটির কাছ থেকে প্রাপ্ত ক্ষমতাবলে দেই, যেই অথরিটির সাথে আবার সবারই যোগাযোগের সুযোগ আছে মধ্যবর্তী কোন মাধ্যম ছাড়াই। কাজেই আমার ব্যাপারে উপরে বলা কথাও বিশেষ কিছু না। সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য, যদি অনুভবের ইচ্ছা থাকে, প্রচেষ্টা থাকে।

জীবনেই স্বর্গীয় অনুভব অনুভূত হোক সবার, এই শুভকামনা সব সময়, সবার জন্য। ভাল থাকুন। :)

২৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১২

সায়েদা সোহেলী বলেছেন: বাংলাদেশের মার্কেট গুলো তে যে সব নামীদামী বিদেশী ব্রান্ডের কসমেটিকস পাওয়া যায় তার অধিকাংশই তৈরী হয় জিঞ্জিরা নামক ঢাকা জেলার এক এলাকায় । । আর তার প্যাকেটিং এর কাচাঁমাল সংগ্রহ হয় সারা বাংলাদেশ থেকে পারদর্শী ফেরিওয়ালাদের মাধ্যমে :||

আমি তো নির্বাক শব্দটি একবারও ব্যবহার করিনি /:) নির্বাক শ্রোতার চাইতে যে মিরোর ই ভালো বক্তার জন্য!

ডাইরেক্ট কানেকশান যেটা থাকার তা আছে , থাকবে কিন্ত যেখানে এতো এডভান্স মধ্যবর্তী অথরিটি চতুর্দিকে , তার টুকটাক যাচাই বাছাই না করলে কি চলে! !? ;) :http://dewanbagsharif.org/B

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:০৭

ভারসাম্য বলেছেন: মেইড ইন জিঞ্জিরার ব্যাপারটি এবার কিছুটা পরিষ্কার হলেও এখনো কিছু অস্পষ্টতা রইল। তবে যতটুকু বুঝলাম, সেখান থেকে বলি, নামী-দামী ব্র্যান্ডের বাইরেও কিন্তু অনেক কোয়ালিটি প্রোডাক্টও হচ্ছে। আবার শুধু ব্র্যান্ড নেইম দিয়েই কোয়ালিটি পুরো নিশ্চিত হওয়া যায় না। তার সাথে নকল প্রোডাক্ট যা 'মেইড ইন জিঞ্জিরা' অভিধায় ভূষিত করলেন, তার উপদ্রবতো আছেই। আর প্রোডাক্টটি যদি হয় ন্যাচারাল কিছু নিয়ে, তখন বরং আর্টিফিসিয়াল ব্র্যান্ডিং দ্বারাই সেটার কোয়ালিটি নিয়ে সন্দিহান হয়ে পড়তে হয়। নিজের লালন-পালন করা গরুর দুধ এর কোয়ালিটি নিয়ে আমার আস্থা যা থাকবে, ডানো/নিডো এর উপর তা থাকবে না যদি তা সত্যিই মেইড ইন ডেনমার্কও হয়। এখন কথা আসতে পারে, আমি না হয় আমার নিজের পণ্যে নিজে আস্থা রাখতে পারি, অন্য কেউ কিভাবে রাখবে। এখানে ব্র্যান্ডিং এর একটা গুরুত্ব থাকতে পারে যে, অমুক গোয়ালার দুধ ভাল, অমুকেরটা ভাল না। কিন্তু তার চেয়েও ভাল সমাধান হল, যদি ভাল দুধ নিজেই চিনতে পারা যায়। তখন দুধ যেখানকারই হোক, সেটা নিজে যাচাই করেই ভালটা বেছে নেয়া যায়। আর সেটা যখন কেউ পারেই তখন অবশ্য তাকে অন্য কোন গোয়ালার দারস্থ হবারই বিশেষ প্রয়োজনই পড়ে না। একটু চেষ্টায় সে নিজেই নিজের জন্য উৎপাদন করে নিতে পারে তা। যেহেতু মূল ফর্মূলা একটাই এবং সেটা নির্দ্দিষ্ট কারো জন্য পেটেন্ট করা না, সবার জন্য উন্মূক্ত সার্বজনীন একটা ব্যাপার এবং এটাই একমাত্র পথ। তবে এটা ঠিক যে, নিজেই ভাল কিছু উৎপাদন করে উপভোগের জন্য, অভিজ্ঞ ও সৎ কারো গাইডলাইন ফলো করা যেতে পারে। একই ফর্মূলা বাস্তবায়নে ভিন্ন ভিন্ন গাইডলাইনের অস্তিত্ব থাকতে পারে। অবশ্য সেটাও প্রধান গাইডের পথেই হওয়া চাই। অনেক বলা হল, শুধু যা বাকী রইল তা এই ব্লগ পরিসরে দেয়া উচিৎ নয়।

যাই হোক, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও কোন ব্র্যান্ডেরই অনুসারী নই এখনো, নিজেও কোন ব্র্যান্ড ডেভেলপ করতে পারি নি, চাইও না সেভাবে। তবে গাইড হিসেবে যখন যা সুবিধা ও যৌক্তিক মনে হয় গ্রহণে কুন্ঠিত নই, গাইড প্রদানেও নই। অবশ্য সামর্থ এখনো কম, চেষ্টায় ত্রুটিও কম আর সদিচ্ছা শতভাগ। :)

আমিও কিন্তু আপনাকে নির্বাক বলি নি, নিজে যে শুধু নিষ্ঠাবান কিন্তু নির্বাক শ্রোতা নই, সেটাই বলেছি। আমি নিজেকে লৌহ-সিন্দুকের চেয়ে, সেইভিংস অ্যাকাউন্ট ভাবি এটাই বলেছি। ;)

মধ্যবর্তী অথরিটি এতই অ্যাডভান্সড যে, তাদের ভাষায় মূল অথরিটিই নাকি তার পেছনে মিছিল করে। :P

আমার ভাই সর্টকাট রাস্তার ( যা চলে গেছে ভুল গন্তব্যে) দরকার নাই। পথ যত আকর্ষনীয়ই মনে হোক তা যদি ভুল গন্তব্যের রাস্তা হয়, সেই পথে চলতে আমার বয়েই গেছে। ;)

আপনার মন্তব্যে অনেক অনেক ভাল লাগা। শুভকামনা সব সময়।

২৪| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৩

সায়েদা সোহেলী বলেছেন: http://dewanbagsharif.org/ :!>


২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:০৯

ভারসাম্য বলেছেন: :P

২৫| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৭

সায়েদা সোহেলী বলেছেন: মেইড ইন জিঞ্জিরার ব্যাপারটি এবার কিছুটা পরিষ্কার হলেও এখনো কিছু অস্পষ্টতা রইল X( X( X((

রোজায় কি ব্রেইনের কার্যক্ষমতা কমে গেছে নাকি !!?? /:) :| :(

" মেইড ইন জিঞ্জিরা " আর সরল অর্থ হচ্ছে উপড়ে এক ভিতরে আরেক , আইমিন মোড়ক প্রকাশ করছে এক জিনিস কিন্তু বাস্তব কাজ কর্ম এ প্রকাশ পাচ্ছে অন্যকিছু । যেমন , আব্দুল গফুর আর জন এলেক্স এর জীবন যাপন নিশ্চই এক হবে না ??



তবে সাম্য যে যতকথাই বলুক না কেন রে ভাই আমি নেক্সট টাইম দেশে গেলে অবশ্যই এই মহান গোয়ালা /গাভী র দর্শন করিতে যাইব .।.।।। তিনি কি এমন শর্টকাট বক্তব্য দেয় বা জাদু জানে তাহা গলধকরন করিয়া সকলে মানুষ হইতে মৌমাছি তে রূপান্তরিত হইয়া তাহার ভক্তকুলে নাম লিখাইছে !!!! :-B B-)

( মিছিল না করিলেও একটা চুলের কাঁটা সাথে লইয়া যাইবো , যাহা দিয়া বেলুন ফুটাইতে খুব ই আনন্দায়ক ;) :P =p~ !:#P )

শুভকামনা

২৩ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫০

ভারসাম্য বলেছেন: অস্পষ্টতা থেকে যদি আরো অনেক কিছু স্পষ্ট হতে থাকে, তবেই সেই অস্পষ্টতাও সৌভাগ্যের।

সেই মহান গাভীর (!) দর্শন না পাইলেও তার কিছু উটের দর্শন একদা পাইয়াছিলাম। :P

তার মত আরো অনেক গাভী/ষাঁড় ছড়িয়ে আছে বাংলার পথে-প্রান্তরে। আবার সত্যিকারের গোয়ালাও কিছু কিছু এখনও আছে, যাদেরকে বিশেষ কোন নাম পরিচয়ে পাবেন না। পাবার খুব বেশি প্রয়োজনও নেই, যদি নিজের অন্তরেই ভাল ভাবে দৃষ্টি দেয়া যায়। আলোর উৎস সবার ঘরেই আছে। আছে পথ চলার পরিপূর্ণ কিন্তু একটু অস্পষ্ট হয়ে যাওয়া গাইডলাইনও। এই অস্পষ্টতাও যৌক্তিক। নইলে মানুষের শ্রেষ্ঠত্ব প্রশ্নসাপেক্ষ হয়ে যায়। এইটুকু প্রচেষ্টা কেউ যদি করে, তবেই তার পথচলা সার্থক হতে পারে।

দেশে না এসেও সেরকম অনেক গোয়ালার সাহচর্য্য পেলেও পেতে পারেন যে কোন সময়। পেলেও, রেডিমেইড সল্যুশন এর আশা না করাই ভাল। নিজেই নিজের আত্মার খোরাক উপার্জন করে নিতে হবে সবাইকে। গন্তব্যে পৌঁছানো বড় না, সঠিক পথে সঠিকভাবে চলতে পারাটাই সব। চলতে হবে নিজেকেই, অন্যকেউ বড়জোর কিছু তথ্য ও কৌশল শেয়ার করতে পারে কেবল। আর সেই মহান গাভীদের মত যারা বলে, তারাই পৌঁছে দেবে গন্তব্যে তাদের এক কথায় উপেক্ষা করে যাওয়াই ভাল। তবুও যদি একান্তই কৌতুহল থাকেই, সতর্কতার সাথে সেটা মেটানোই ভাল। শুধু চুলের কাঁটায় কি অতবড় বেলুন ফুটবে? ;)

শুভকামনা রইল আপনার পরবর্তী সফরের জন্য। :)

২৬| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৭

সায়েদা সোহেলী বলেছেন: ব্রো সঠিক ভাবে ব্যবহার করতে জানলে একটা আলপিনেই যথেষ্ট :)


বাকি কথা গুলোর সাথে সহমত

অগ্রিম ঈদ শুভেচ্ছা রইলো অভি

২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৫:০৮

ভারসাম্য বলেছেন: সেটাই, কিন্তু কথা হল, বেড়ালের গলায় ঘন্টা পড়াবে কে? তারপরও যদি বেলুন ফুটাতে পারবেন বলেই মনে করেন, আলপিন সাপ্লাইয়ের ভার আমি নিলাম। ;)

শুভকামনা। :)

২৭| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

ইমিনা বলেছেন: আপনার সব কবিতাই অসাধারন। পড়ার পর কেমন যেন একটা মুগ্ধতা অনুভব করি
:) :) :)

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৯

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

শুধু কবিতা নির্ভর মুগ্ধতা নয়, মুগ্ধতা বিরাজিত হোক জীবনবোধের প্রকৃত অনুভবে।

শুভকামনা সব সময়ের জন্য।

২৮| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৪

অপ্রত্যাশিত আমি বলেছেন: কবিতা পড়ার পর, আমার সব সময় ভালোই লাগে। কিন্তু আপনার কবিতাটি একটু বেশি ভালো লেগেছে।

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫১

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

প্রত্যাশিত প্রশান্তি প্রাপ্তি ঘটুক সবার জীবনে।

শুভকামনা নিরন্তর।

২৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ঘুনে ধরা মন...
পুড়ে যাওয়া মন..

"এতটা মরেও তবু কেন আরো বেশি মরতেই চাই!

মরতে মরতেও বেঁচে থাকা জীবনের সামান্য বোধ,"

মরার আগেও কিছুমানুষ কতবার যে মরি!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪

ভারসাম্য বলেছেন: আমরা কেন জানি ক্ষয়ে যেতে, পুড়তে, পুড়ে পুড়ে মরতেই ভালবাসি! এ এক দুর্নিবার মায়াজাল। মরতে মরতেও একেবারে শেষ বেলায় এসে হলেও, এই মায়া-বিভ্রম কাটিয়ে উঠতে পেরেছি অনেকটাই, এটা আমার জন্য অনেক শান্তিপ্রদ।

সবার জীবন শান্তিময় হয়ে উঠুক। শুভকামনা। :)

৩০| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার ! শুভেচ্ছা :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। সবার জীবন শান্তিপূর্ণ হোক। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.