নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক সংকটে বিএনপি খেলছে পিছনে থেকে, কিনতু কেন?

২৪ শে মে, ২০২৫ রাত ১০:২১

রাজনৈতিক নেতাদের দায়িত্বশীলতা শুধুমাত্র রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাঝে সীমাবদ্ধ থাকলে, ফ্যাসিস্ট আওয়ামীলীগ এখনও ক্ষমতায় থাকত। রাজনীতি গড়ে উঠে গণমানুষের পারসেপসনের উপর ভিত্তি করে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের পর একটি বিষয় পরিস্কার, বৈঠকের পরিবেশ অনেকটাই ফরমাল বা আনুষ্টানিক ছিল। বর্তমান চলমান রাজনৈতিক প্রেক্ষপটকে সামনে রেখে প্রধান উপদেষ্টাকে বিএনপির পক্ষ থেকে লিখিত দাবীনামা দেয়া প্রমান করে এ বৈঠক খোলা মনে ছিলনা। বিএনপির তিনটি দাবী মূলত সেনা প্রধানের দরবার হলে দেয়া ভাষণের অনুকরণ:
১) ডিসেম্বরের মধ্যে নির্বাচন ২) সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, ৩) দুই ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ।
সাংবাদিক ব্রিফিংয়ে বিএনপি নেতাদের বিশেষ করে সালাউদ্দিন সাহেব এবং আমির খসরু সাহেবের বডি ল্যাংগুয়েজ ছিল কিছুটা আক্রমনাত্নক।
এতে এখন অনেকটাই পরিস্কার বিএনপি, সেনাপ্রধান, এবং বিদেশী একটি এজেন্সির মধ্যে সমাঝোতা হয়েছে। এবং, বর্তমান এই সরকারকে টিকিয়ে রাখা বিএনপির প্রায়োরিটি নয়। তবে সরকার যদি টিকে থাকে বিএনপি তাকে ছাপের মধ্যে রাখবে। অরেকটি বিষয় পরিষ্কার বিএনপি জাতীয় সরকার মানবে না। এসরকারকে টিকিয়ে রাখা এখন অনেকটা জামাত-এনসিপিের প্রায়োরিটি।

হঠাৎ কেন এই সংকট? এর মূলে রয়েছে তিনটি কারণ: ১) আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে রাজনৈতিক ল্যান্ডস্ক্যেইপের পরিবর্তনের সম্ভাবনা রোধ করা ২) প্রভাবশালী শিল্পপতিদের স্বার্থরক্ষা ৩) বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঠেকানো।

৫ই আগষ্ট ২৪ এর পর বিগত ১০ মাসে বাংলাদেশের প্রসাষণ ব্যবস্থায় তেমন বড় পরিবর্তন আসেনি, শুধু কিছু ক্ষেত্রে বিএনপি এবং জামাতের নিয়োগ ব্যাতিত। প্রসাষনের অধিকাংশ ক্ষেত্রে বিএনপি, এবং বিশ্ববিদ্যালয় গুলোতে জামাত বিএনপি প্রায় সমভাবে পদগুলো বাগিয়ে নিয়েছে, এর বাহিরে সরকার ব্যবস্থায় তেমন পরিবর্তন আসেনি। সাম্প্রতিক কালে উপদেষ্টা আসিফ স্হানীয় সরকারে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন, বিএনপি এটিকে হুমকি হিসাবে দেখছে।

যেহেতু বিএনপি মধ্যম ডানপন্থি ( ডানপন্থিদের বামে, বামপন্থিদের ডানে) রাজনীতি করে এবং বিএনপির মাঝে প্রাক্তন বাম নেতারা প্রতিষ্টিত, বিএনপি তাই চায়না আওয়ামীলীগ রাজনৈতিক দৃষ্টপটের বাহিরে চলে যাক। বিএনপি তার রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দূর্বল আওয়ামীলীগকে চায়। বিএনপি মনে করে আওয়ামীলীগের অনুপস্থিতিতে ডানপন্থি রাজনীতির নেতৃত্ব জামাত-এনসিপি-এবি পার্টি বা এমন সহায়ক জোটের কাছে চলে যেতে পারে। আর তাহলে বিএনপি রাজনৈতিক ভাবে অপ্রাসংগিক হয়ে যাবে। এই সমীকরণ থেকেই বিএনপি আওয়ামীলিগের নিষিদ্ধ চায়না। আর এর ভিত্তিতেই সেনাপ্রধান, বিএনপি এবং পার্শ্ববর্তী একটি দেশের মধ্যে সমাঝোতা হয়েছে বলে মনে করি। এই সমীকরণে অবশ্যই বিএনপির তৃণমূল এবং নেতৃবৃন্দের এক অংশ অন্তর্ভুক্ত নয়। আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে রাজনৈতিক ল্যান্ডস্ক্যেইপের পরিবর্তনের যে সম্ভাবনা দেখা দিয়েছে তাকে রোধ করার জন্যই পর্যায়ক্রমে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের ৫টি বড় ব্যবসায়ী গোষ্টি যারা দানবীয় হয়ে উঠেছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তারা প্রচন্ড চাপে আছে। রাজনৈতিক সরকার আসলে এই চাপ তাদের জন্যে অনেকাংশে কমে যাবে, কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় রাজৈনৈতিক নেতাদের পকেট ভরার মাধ্যমে তারা সহজেই তাদের উপর চাপ কমাতে পারবেন, যেমন এসআলমের জন্যে আছ সালা উদ্দীন আর আমির খসরু।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৫ রাত ১০:৪৬

ফেনিক্স বলেছেন:



বাংলাদেশের ছাত্ররা প্রশ্নফাঁস না'করতে পারলে পাস করতে পারে না, ওরা কিভাবে দেশ চালায়?

আপনি দেশ চালাতে পারবেন?

২৪ শে মে, ২০২৫ রাত ১০:৫৪

সরলপাঠ বলেছেন: বিসিএস এর প্রশ্নপত্রও ফাঁস হয়। কেবিনেটে কারা থাকবে সেটি ভিন্ন বিষয়। তাহলে বিএনপি জাতীয় সরকারে একমত হোক!

২| ২৪ শে মে, ২০২৫ রাত ১০:৪৭

ঢাবিয়ান বলেছেন: নিউইয়র্ক টাইমসে এসেছে যে, শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আদর্শবাদী আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুজ্জীবনের স্বপ্ন জাগে। কিন্তু অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছেন।আন্তর্জাতিকভাবে সম্মানিত শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে দেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অন্যতম সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু এখন তিনি রাজনৈতিক ও সামরিক মহলের চাপের মুখে নিজেকে বাধাগ্রস্ত ও একঘরে মনে করছেন।প্রতিবেদনে আরও বলা হয়, সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ‘এই বছরই নির্বাচন হওয়া উচিত’ বক্তব্যে ড. ইউনূস বিরূপ প্রতিক্রিয়া জানান এবং এটিকেই তাকে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। তার ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষ এবং সেনাবাহিনীর কিছু অংশ তার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে।

বিএনপির বিশ্বাসঘাতকতা স্পষ্ট। সেনাপ্রধান খোলস ছেড়ে স্বরুপ ধারন করেছে। আওয়ামিলীগ দেশ ছেড়ে পালিয়েছে। দেশের ছাত্র জনতাকে আরেকদফা ঐক্যবদ্ধ হতে হবে বাকি দুই বাংলাদেশবিরোধী অপশক্তিকে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করতে।

২৪ শে মে, ২০২৫ রাত ১০:৫৭

সরলপাঠ বলেছেন: বিএনপির এই হটকারিতা দীর্ঘমেয়াদে বিএনপিকে ক্ষতিগ্রস্থ করবে। রাজনীতি গড়ে উঠে গণমানুষের পারসেপসনের উপর ভিত্তি করে।

৩| ২৪ শে মে, ২০২৫ রাত ১১:০৬

ঢাবিয়ান বলেছেন: বিএনপির এই হটকারিতা দীর্ঘমেয়াদে বিএনপিকে ক্ষতিগ্রস্থ করবে। রাজনীতি গড়ে উঠে গণমানুষের পারসেপসনের উপর ভিত্তি করে।

বিএনপি ভাবছে যে বিএনপি দ্বারা পুনর্বাসিত আওয়ামিলীগ তাদের তাবেদারী করবে এবং একই সাথে ভারতের সমর্থনে তারা চুরি দারি ইচ্ছেমত চালিয়ে যাবে!! এটা সম্ভব ?? =p~ !:#P জিয়াউর রহমানের করুন পরিনতি এবং চরম মাইর খেয়ে দেশ থেকে বিতাড়িত হয়েও তারেক রহমানের বুদ্ধিশুদ্ধির এতটুকু উন্নতি হয়নি।

৪| ২৪ শে মে, ২০২৫ রাত ১১:০৭

সৈয়দ কুতুব বলেছেন: দেশে কোনো রাজনৈতিক সংকট হয় নাই। আসিফ মাহমুদের কারণে পুরো এনসিপি আজ সমালোচনার মুখোমুখি ! সে দেশবিরোধী পিনাকি গং দের পারপাস সার্ভ করছে। খলিল আরেক এজেন্ট যার প্রতিটিই মুভমেন্ট সন্দেহজনক ! এগুলোকে বিদায় না করলে সামনে আরো বিপদে পড়বে।

বাংলাদেশের রাজনীতি তে পারসেপশন ম্যাটার করতো যদি এখন বিএনপির বিরোধী শক্তি আম্লিকের মতো কেউ থাকতো। বাকি দলগুলোর অবস্থা অতি নগন্য ! তাই এরা জাতীয় নির্বাচন চায় না। এদের যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তার আসল রূপ বের হয়ে যাবে।

এনসিপির নেতৃত্ব নাহিদ কে দিয়ে হবে না। আখতার কে দিলে ভালো হয়। আর মাহফুজ কে পদত্যাগ করিয়ে নাহিদ আবার আগের জায়গায় ফিরে যাক। মাহফুজ যদি আহবায়ক হয় দলের ওভারঅল ইমেজ বাড়বে। আসিফ কে কোনোভাবেই এনসিপিতে ডুকতে দেয়া উচিত হবে না। সে বিপদগামী !



২৪ শে মে, ২০২৫ রাত ১১:১৭

সরলপাঠ বলেছেন: এনসিপির নেতৃত্বে যেই আসুক এর তেমন ভবিষ্যত নেই বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত টিকে থাকলে। "বর্তমানে রাজনৈতিক সংকট নেই" - আপনার এই কমেন্টই যথেষ্ট আপনার রাজনৈতিক বোধ এবং পরিস্থিতির গভিরতা অনুধাবন করার ক্ষমতা বুঝার জন্য। ভাল থাকবেন।

৫| ২৪ শে মে, ২০২৫ রাত ১১:৪৯

নিমো বলেছেন: তা ছত্রাক আর জা-শি কি চৌকির তল থেকে খেলছে, আপনার মত?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.