নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের পুনরাবৃত্তি

২৬ শে জুলাই, ২০২৫ রাত ১০:৫০

১- সেকালে বাংলার আপামর জনতা দ্বীন মজুর, শ্রমিকের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ ও পৈতৃক সম্পত্তিতে রুপান্তরিত করেছে। শেখ পরিবার ও আওয়ামীলীগ নেতা কর্মীরা জেলে বসে ও আগরতলা থেকে হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান কারিগর।

একালে- ২৪ ছাত্র জনতার ও তরুণদের আন্দোলন ও প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র, প্রবাসী শ্রমিকের আত্মত্যাগের অর্জিত বিপ্লব গিলে খাওয়াদের নাম কথিত সমন্বয়ক। আত্মগোপনে ও জেলে বসে এই আন্দোলনের ইমাম হচ্ছে নাহিদ ইসলাম  আর মাহফুজ হচ্ছে মাস্টার মাইন্ড।

২- সেকাল ১৯৭৮ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিংস পার্টি বিএনপি প্রতিষ্ঠা করে। জিয়াউর রহমানের ব্যাক্তিত, মেধা, সততা দিয়ে তিনি দলকে বড় করেন যোগ্য ব্যক্তিত্বদের দলে টানেন।

একালে ইন্টেরিমের ছত্র-ছাড়ায়;  ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কিছু পোলাপান দিয়ে কিংস পার্টি এনসিপি প্রতিষ্ঠা করেন। তারা সভা-সমাবেশ শেষে অবস্থান করে সরকারি সার্কিট হাউজগুলোতে; নিরাপত্তা জান-মালের  হুমকি থাকলে উঠে পড়ে আর্মির বিভিআরে।

৩- সেকাল দেশ স্বাধীনের পর আইন-শৃঙ্খলা ভঙ্গুর অবস্থার সুযোগে মুজিব বাহিনী ভিন্নমত দমন-পিরন, হত্যা লুণ্ঠন করে নৈরাজ্য সৃষ্টি করেছিল। হাজারী, কাদের সিদ্দিকী, ওসমান পরিবার এর উদাহরণ।

আর একালে হাসিনার তীর্থভুমি দিল্লি সফরের পর আইন শৃঙ্খলা অবনতিতে কথিত সমন্বয়ক, বিএনপি,‌জামাত কর্মীরা সচিবালয়ে ট্রান্সফার বাণিজ্য, চাঁদাবাজি, হত্যা, লুটপাট, দখলবাজি, নিয়ে ব্যস্ত।  


৪-সেকাল: ৯৬ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ধ্বংশ করে বিএনপি পুনরায় ক্ষমতায় আসে। আইনশৃঙ্খলা বাহিনী,‌ আমলাদের অসহযোগিতা আর রাজনৈতিক দলগুলোর আন্দোলনে পরবর্তীতে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

একাল: বিএনপির দেখানো পথে ২০১৪ তে এসে আওয়ামী সফল হয়। বিএনপির ভুল থেকে শিক্ষা নিয়ে আইনশৃঙ্খলা ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে দীর্ঘদিন ক্ষমতা ভোগ করে।  

৫-সেকাল: নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছাত্রলীগের সভাপতি শীর্ষস্থানীয় নেতা কর্মীরা জাঁকজমকপূর্ণ জীবন, চলফেরা, গাড়ী, ফ্লাট আলিশানি জীবন ভোগ করে। অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হলে, উপহার পাওয়া, পরিবারিক উওরাধিকার, ৭১ এর স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলে পাশ কাটিয়ে যায়।

একাল: ঢাকা ইউনিভার্সিটিতে মানবতার জীবন যাপন করা কথিত সমন্বয়কদের ২৪ এর পর বাড়িয়ে উঠান থেকে পুর্ব পুরুষের গুপ্তধন উদ্ধার করা হয়। অর্থের উৎস জানতে চাইলে সেই চিরায়িত উওর উপহার, পারিবারিক উওরাধিকার এর জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে পাশ‌ কাটিয়ে যাওয়া।

স্বাধীনতার পর ইহাই বাংলাদেশর রাজনৈতিক চিত্র। চক্রাকারে মাধ্যমে ঘুরে ফিরে এভাবে পরিচালিত হচ্ছে দেশ; বিপ্লব-অভ্যুত্থান হাজারো শহীদের রক্ত বিক্রি করে খাচ্ছে ক্ষমতাশালীরা।নিকট ভবিষ্যতে বিএনপির যদি ক্ষমতায় আসে আর জামাত যদি আশানুরূপ আসন না পায়; কে জানে হয়তো মুক্তিযুদ্ধের শক্তি আর রাজাকারের মধ্যে আরেকটি রাজনৈতিক ঐক্য দেখতে পারে দেশবাসী‌।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৩

সৈয়দ কুতুব বলেছেন: এদেশের জনগণের কপাল বেশ ভালো। পলিটিকাল দলগুলো জনগণকে কে কার চেয়ে বেশি সেবা দিতে পারবে তা নিয়ে মারামারি করে। :>

২৬ শে জুলাই, ২০২৫ রাত ১১:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ব্লগে মোটামোটি ই সবাই নিজস্ব রাজনৈতিক পরিধি,‌ দৃষ্টিভঙ্গি, প্লট থেকে দেশে চলমান কার্যক্রম ঘটনাগুলো কে বিশ্লেষণ করে। নিরপেক্ষ ব্লগার নাই বললে চলে। আপনি দেখলাম এর ব্যাতিক্রম; নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেন, ব্যাখ্যা দেন। কিছু ব্লগার না বুঝেই আপনাকে শুধু ট্যাগিং করে। আপনি একজন‌ নিরেট ভদ্রলোক কুতুব সাহেব।

২| ২৬ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৩

কাঁউটাল বলেছেন: আওয়ামী কাল ভার্সেস নন আওয়ামী কাল - একটা তুলনা করেন। নাইলে শুধু একাল সেকাল করলে ফোকাস ধরে রাখা যাবে না।

২৬ শে জুলাই, ২০২৫ রাত ১১:৫১

কলিমুদ্দি দফাদার বলেছেন: আওয়ামীলীগ এখন অতীত, শেখ পরিবার মৃত। আলাদিনের চেরাগ না পাইলে আগামী দশ বছর অন্তত আওয়ামীলীগ ফিরে আসার সুযোগ নাই। নতুন করে কোন দল যাতে আওয়ামী লীগের কুকীর্তি ছাড়ায়ে যাইতে না পারে; আপনে এইদিকে খেয়াল রাখেন।

৩| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৮:০৩

ইপিআর সৈনিক বলেছেন:



২য় প্যারা:

আমাদের প্রবাসী শ্রমিকেরাও "২য় স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন"?

২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: রেমিট্যান্স শার্ট ডাউন, দুবাই আবুধাবি তে রাজতন্ত্রের বিধিনিষেধ ভেংগে মিছিল প্রতিবাদ।

৪| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৩৫

এভো বলেছেন:

২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: নিঝুম উগ্র আওয়ামী লীগার; তৃতীয় শ্রেনীর উদ্দিষ্ট। আওয়ামীলীগের একাংশ নির্বাসনে যাওয়ায়; এখন পদ-পদবী পাওয়ার আসায় বসে আছে। আওয়ামী লীগের ক্ষমতার প্রাইম টাইমে ও সে দেশে আসতো লুকিয়ে, ফেসবুক মন্তব্য থাকতো অফ।

৫| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৪১

ঢাবিয়ান বলেছেন: এই ধরনের পোস্ট কেবলই পতিত স্বৈরাচারের স্বার্থই সংরক্ষন করবে।লীগের পাহাড়সম অপরাধের দায়মুক্তি হিসাবে কাজ করবে।

বৈষম্য বিরোধি ছাত্র সংগঠন আকাশ থেকে পড়া এলিয়েনদের কোন সংগঠন নয় যে , সেখানে খারাপ ব্যক্তিবর্গের থাকতে পারার কোন সম্ভাবনা নাই। আমাদের দেখতে হবে যে এনসিপি , বাগছাস বা বৈবিছা সংগঠন কারো অপকর্ম আড়াল করার চেষ্টা করছে কিনা বা সমর্থন দিয়ে তাকে শেল্টার দিচ্ছে কিনা যেটা আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক দলেরা করে থাকে। পত্রিকায় দেখলাম -

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুই সংগঠন পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শনিবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হলো।
অন্যদিকে, বাগছাস দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। গঠনতন্ত্রের ধারা ৩.১ অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশনায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।


নাহিদ ইসলাম বরাবরই বলে এসেছেন, দলের যে কারো বিরুদ্ধে অভিযোগ এলেই আমাদের জানাবেন আমরা দ্রুত ব্যবস্থা নিব। বাংলাদেশের মত ভয়াবহ মাফিয়া দূবৃত্তায়নের রাজনৈ্তিক কালচারে নাহিদদের এই যে দলীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত এটাই আমরা দেখেছি কে কবে?

২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: নাহিদ ইসলাম বরাবরই বলে এসেছেন, দলের যে কারো বিরুদ্ধে অভিযোগ এলেই আমাদের জানাবেন আমরা দ্রুত ব্যবস্থা নিব। অভিযুক্ত চাঁদাবাজি খবর প্রকাশ হওয়ার পর বিএনপি থেকে বহিষ্কারের লাইন‌ পড়ছে। ছাত্রলীগ নেতা ২০০০ কোটি আত্মসাতের মামলায় জেলে গেছে,‌ চাঁদাবাজির অভিযোগে রাব্বানীকে ছাত্রলীগ সভাপতি পোষ্ট থেকে সড়ায়ে দিছে। নাহিদ ও বহিস্কার করে ব্যাতিক্রমী কি উদাহরণ সৃষ্টি করলো? এনসিপির জিন্দা পীরের দুর্নীতি, নারী কেলেঙ্কারি, উপদেষ্টাদের এপিএসদের দুর্নীতি নিয়ে রিপোর্ট আসতে এত বিলম্ব হচ্ছে কেন? একটা দলের শীর্ষস্থানীয় নেতাদের সৎ- বৈধ আয়ের উৎস থাকলে তৃনমুল কর্মীরা চাঁদাবাজির করার সাহস পায়? নাহিদ,‌সারজিস, হান্নানরা যা করেছে কর্মীরা সেটাই অনুসরণ করেছে‌। এখানে তো নতুন দিনের বন্দোবস্ত কিছু দেখতে পারছি না?
এই ধরনের পোস্ট কেবলই পতিত স্বৈরাচারের স্বার্থই সংরক্ষন করবে।লীগের পাহাড়সম অপরাধের দায়মুক্তি হিসাবে কাজ করবে। এনসিপি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে। ক্ষমতার সামান্য বলয়ে থেকেই তারা ধরাকে সড়া জ্ঞান করেছে, আওয়ামীলীগের মত ১৭ বছর ক্ষমতায় থাকলে কি হবে!!!

আপনাকে আমি আগে বলেছিলেন; এরা জুলাইকে বিক্রি করে দিয়েছে। খালেদ মুহিউদ্দীন এর মত সাংবাদিক যারা ১৭ বছর হাসিনার ক্ষমতাকে প্রশ্নের সম্মুখীন করেছেন, এনসিপি এখন তাঁকে ও ট্যাগ দিচ্ছে। খালেদ মুহিউদ্দীনদের দেশে অনেক সোর্স আছে; মন্ত্রনালয়, মিডিয়া হাউজ জেলা শহরের বন্ধু-বান্ধব আছে। তারা দেখছে নতুন বন্দোবস্তের মুলা ঝুলিয়ে এনসিসি নেতারা কিভাবে পয়সা কামিয়ে নিচ্ছে‌। তবে খারাপ লাগছে জারা তাসনিম মেয়েটার জন্য; উচ্চ শিক্ষিত, ভদ্র পরিবারের এই মেয়েটা নিশ্চিত ক্যারিয়ার বিসর্জন দিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছিল পরিবর্তনের লক্ষ্যে। কে জানতো নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই টাউট গুলোর সাথে থেকে এই মেয়েটার আত্মসম্মান বিসর্জন দেওয়া লাগতে পারে।

৬| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২২

ঢাবিয়ান বলেছেন: আমাদের যে রাজনৈ্তিক কালচার তাতো একদিনে বদলে যাবে না। রাজনৈ্তিক দলের নেতারা কোণ ইংকাম না করে রাজার হালে গুলশান বনানিতে থাকবে , লন্ডন আমেরিকায় টাকা পাচার করে সেখানে ছেলে মেয়েদের পড়াবে, মিলিয়ন ডলারে বাড়ি কিনে বেগম পাড়া গড়বে , অসুস্থ হলেই সিঙ্গাপুরে দৌড়াবে আমরাতো এসব দেখেই অভ্যস্ত। সেখানে এনসিপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে অন্তত দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে দেখছি আমরা। এটাই বা এই দেশে কবে ছিল ?

তাসনিম জারা , মাহমুদা মিতু , তাসনুভা জাবীনদের মত ডাক্তার ছাড়াও এনসিপিতে প্রচুর উচ্চশিক্ষিত মানুষ আছে যারা এই আপনাদের মত বর্নবাদী নয় যে কোণ মানুষকে '' নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা '' হিসাবে ট্রীট করে। বৈষম্যে বিরোধি আন্দোলনের মুল শ্লোগানইতো ছিল বৈষম্যের বিরুদ্ধে। তাসনিম জারারা আপনাদের মত সো কলড ভদ্রলোকদের খুব পীড়া দিচ্ছে বোঝা যায়।

২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১০

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনাকে জুলাই আন্দোলন গুড় খাওয়া বা কোন রকম সুযোগ-সুবিধা প্রাপ্ত ব্যাক্তি হিসেবে মনে হয় নাই। আপনার এনসিপি ফোবিয়া আর দলন্ধতা দেখে সত্যিই বিস্মিত না হয়ে পারছি না!!! আচ্ছা আপনি কি উমামা থেকে ও বড় জুলাই যোদ্ধা? অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে অনৈতিক কর্মকাণ্ড, এনসিপির জুলাই স্পিরিট থেকে সরে আসার কথা সে অনেক দিন থেকে বলে আসছে। এখন বলেন উমামা বিক্রি হয়ে গেছে খালেদ মুহিউদ্দীন এর মত?

সেখানে এনসিপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে অন্তত দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে দেখছি আমরা। এটাই বা এই দেশে কবে ছিল ? বিএনপি কি চাঁদাবাজির অভিযোগে বহিস্কার করেছে না, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজির অভিযোগে কি রাব্বানী কে ছাত্রলীগের সভাপতি পদ থেকে সরানো হয় নাই? আপনি কিসের দলীয় ব্যাবস্থার কথা বলছেন? এটা কী এদেশে নতুন? দলীয় সেল্টারে প্রভাব খাটিয়ে সব দলের কর্মীরাই চাঁদাবাজি করে। ইহা বাংলাদেশে ওপেন সিক্রেট। এখানে এনসিপি নেতা-কর্মীদের দায় মুক্তির সুযোগ নেই। চাঁদাবাজি করে ধরা খেলেই যদি পুরাতন রাজনৈতিক কালচার এর দোহাই দেন তাহলে আবার নতুন বন্দোবস্তের কথা বলেন কেন???

আর হ্যাঁ আমি বর্নবাদী। কারন আমি যখন দেখি আমার নর্থসাউথ, ব্রাক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইয়ের লাশ বিক্রি করে হান্নান, নুরু,‌সারজিসের মত টাউটারা রাজনীতিকতে ব্যবসা করে খায়, গায়ে হাওয়া লাগায়ে ঘুরে বেড়াই, ইহা আমাকে পিঁড়া দেয়। এইসব কোটা, সরকারী চাকরী, নেতা হয়ে টাকা কামানোর খায়েশ প্রাইভেট ইউনিভার্সিটি পোলাপাইনের নাই। এরা নিজেদের মানবিক মূল্যবোধ, বিবেকের তাড়নায় থেকে আন্দোলন সমর্থন করেছে। হান্নান, নুরুরা ভালোমত জানে তাদের যেই যৌগতা রাজনীতি বাদে চাকরি তো দুরের কথা ঢাকার রাস্তায় পাঠাও চালায়ে খাইতে হবে।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন: "এনসিপিতে বৈষম্যের কোন ঠাঁই নাই"

৭| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২২

সৈয়দ কুতুব বলেছেন: আমি শুরু থেকে বলে এসেছি আমলা , বিজনেস মেন ও লিগ দমাতে গিয়ে এনসিপি তাদের কাছে বেচা গিয়েছে। এরা কোনো চাকুরি করে না । যদি সরকার বলে যাও তো এই আমলা কে আমরা দমাতে পারছি না তোমরা আমাদের হয়ে দমন করো। কেুউ বিনা লাভে সে কাজ কেন করতে যাবে ? এনসিপিও যাবে না । যেখানে টাকার হাতছানি সেখানে নিজেকে লোভ থেকে বাচিয়ে রাখা কঠিন।

ইউনুস সাহেব তাদের সরকারে ঢুকিয়ে খারাপ করে ফেলেছেন। তদবির, নিয়োগ বিজনেস সব শিখে গেছে তারা । রেল ডিপারটমেনট পুরো লুটেপুটে খাইতেসে তারা । সব কমিটি থেকে এরা কমিশন খায় ।

ইউনুস সাহেব কেন তাদের দল করতে বললেন ? তিনি কিছু task নিয়ে দেশে এসেছেন যাতে ইন ফিউচারে কেউ আর শেখ হাসিনা হয়ে উঠতে না পারে । তিনি তো পলিটিকাল দলগুলোর সাথে জোর খাটিয়ে পারবেন না । তাই তিনি যা করতে চান সেটা এনসিপি কে দিয়ে বলান। সব কিছুর আসলে ভালো খারাপ দিক আছে। এনসিপি খারাপ দিকে বেশি ঝুকে পড়েছে।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন: ইউনুস সাহেবের কি প্লান সেইটা ওনি ভাল জানে। তবে এনসিপি কে বাড়তি সুযোগ সুবিধা দিয়ে উনি নিজের ক্ষমতায় দীর্ঘায়িত করার ব্যবস্থাকে জটিল করে তুলছেন। জুন-জুলাইয়ের নির্বাচন না দিলে তিনি বিএনপির বাঁধার সম্মুখীন হতে পারে। রাজপথে বিএনপি কে ফেস করতে এনসিপির ডাকে মনে হয় না এখন আর কেউ রাস্তায় নামবে?

আর এনসিপির অনৈতিক কর্মকাণ্ড, বেফাঁস মন্তব্য দিন‌ যত যাবে এরা মানুষের মন থেকে আরো উঠবে। আওয়ামী লীগের প্রচার করা ডিপ স্টেট থিওরি,‌আমেরিকান ক্যূ; এনসিপির অপকর্মের জন্য আরো জোড়ালো হবে। এনসিপি নিজেদের পরিশুদ্ধ না করলে রিফাইন আওয়ামী লীগ আবার ফিরে আসবে‌ সময়ের সাথে।

৮| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো লিখেছেন তবে সব বিষয়ে সহমত পোষন করতে পারছিনা।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। দ্বিমতের জায়গাগুলো ব্যাখ্যা করলে আমি ও নিজেকে পরিশুদ্ধ করতে পারতাম। আমি ও ভুল-ভ্রান্তির উদ্ধে নই!

৯| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৬

এভো বলেছেন: নিঝুম উগ্র আওয়ামী লীগার; তৃতীয় শ্রেনীর উদ্দিষ্ট। আওয়ামীলীগের একাংশ নির্বাসনে যাওয়ায়; এখন পদ-পদবী পাওয়ার আসায় বসে আছে। আওয়ামী লীগের ক্ষমতার প্রাইম টাইমে ও সে দেশে আসতো লুকিয়ে, ফেসবুক মন্তব্য থাকতো অফ।

এটা কি আপনার তার দেওয়া তথ্য প্রমাণের জবাব ? এখানে প্রত্যেক দাবিকে তথ্য প্রমাণ সহ উত্থাপন করা হয়েছে ।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন: ৫ তারিখে পর দেওয়া এক সাক্ষাৎকারে জয় ভারতের রিপাবলিক বাংলায় বলেছেন হাসিনা পদত্যাগ করে ভারতে গেছেন; নিঝুম বলছে তিনি পদত্যাগ করেনি, জোর করে পাঠানো হয়েছে! আর খবরের সোর্সের এতোটা অভাব হয়নি, যে নিঝুম মজুমদার এর মত একজন উগ্রবাদীর তথ্য প্রমাণ দেখা লাগবে; ধন্যবাদ।

১০| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.