নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

সমন্বয়ক, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে কেন এত অপপ্রচার (সাময়িক পোস্ট)?

২৭ শে জুলাই, ২০২৫ রাত ১২:৪৪


শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। নির্বাচনের নামে পুতুল খেলেছেন। স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়েছে মেধাবীরা। এর নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে আমরা আদর করে সমন্বয়ক ডাকি। শেখ হাসিনা সরকারের লোকজন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, শত শত মানুষকে গুম করেছে, দেশটাকে বেচে দিয়েছে। সেই ডাকাতদের হাত থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি।

কিন্তু তারপরও দেশ থেকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হচ্ছে না। এগুলো কারা করছে? আওয়ামী লীগের লোকেরাই করছে। মির্জা ফখরুল গণমাধ্যমে বললেন, আগে এক লাখ টাকা করে যেখানে ঘুস দেওয়া লাগত, সেখানে ৫ লাখ দেওয়া লাগছে। মিডিয়াগুলো যদিও বিএনপি নেতাকর্মীদের কথাই বলছে, কিন্তু আমরা তো জানি এগুলো অপপ্রচার। বিএনপি ফেরেশতাদের দল। তারা এসব কাজ করতেই পারে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুকিয়ে এসব করে বিএনপির ঘাড়ে দায় চাপাচ্ছে।

মির্জা ফখরুল বলছেন, দেশে দক্ষিণপন্থিদের উত্থান ঘটছে। আওয়ামী লীগের অবর্তমানে কারা বিরোধীদল হতে পারে- এমন প্রশ্নে ফখরুল বলেছেন জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন হতে পারে। দুষ্টু লোকেরা বলছে, উনি দক্ষিণপন্থিদের উত্থান নিয়ে চিন্তিত অথচ জামায়াত, ইসলামি আন্দোলনকে বিরোধীদলে চান? স্ববিরোধীতা হয়ে যায় না? উনার মতো সজ্জন লোকের এমন দ্বিচারি মনোভাব মানায়? দুষ্টু লোকেরা বোঝে না রাজনীতি করতে হলে এমনে বলতে হয়।

দুষ্টু লোকেরা মির্জা সাহেবের মেয়ের জামাই ফাহামকে নিয়েও ট্রল করছে। উনি বলেছেন, তারেক রহমানের আয় নিয়ে প্রশ্ন করার অধিকার কারও নেই। ঠিকই তো প্রশ্ন করবেন জয়ের উপার্জন নিয়ে, টিউলিপের দুর্নীতি নিয়ে, শেখ হাসিনার নির্মমতা নিয়ে। দেশনায়ক তারেককে নিয়ে প্রশ্ন করা যাবে না। জিয়ার সময় বিদ্রোহ হয়েছে, শত শত সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছে, একাত্তরে জামায়াত পাকবাহিনীর দোসর হয়ে লাখ লাখ মানুষ মেরেছে- সেসব নিয়ে প্রশ্ন করা যাবে না। বিদ্রোহ করলে ফাঁসি হয় জানা কথাই। পাকিস্তান ভাঙার চেষ্টা করলে দেশপ্রেমিক জামায়াত কি বসে থাকবে? দোষ দিতে হবে শুধু শেখ হাসিনাকে। কোটা সংস্কারের নামে সরকার পতনের আন্দোলন করলেও শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। জিয়া বা জামায়াত কী করেছে সেসব ভাবলে হবে না। মনে রাখতে হবে আওয়ামী লীগ মানেই বাকশাল। আর স্বাধীনতাবিরোধী জামায়াতের রাজনীতির সুযোগ করে দেওয়াই হলো বহুদলীয় গণতন্ত্র। কথা বলতে হবে শুধু আওয়ামী লীগের অপকর্ম নিয়ে।

আপনাকে বুঝতে হবে শেখ মুজিব দেশপ্রেমিক ছিলেন না। দেশপ্রেমিক ছিলেন গোলাম আজম। যদিও লোকজন বলে উনি সাতবার সৌদি আরবকে অনুরোধ করেছেন বাংলাদেশকে স্বীকৃতি না দিতে। উনি চাননি পাকিস্তান ভাঙুক। তাতে কী? উনি চাননি দেশটা ভারতের হাতে চলে যাক। আপনাকে বারবার বলতে হবে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। তাদের আটক করেছে শেখ হাসিনার সময় রেখে যাওয়া পুলিশ। তারা বলছে, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। বখশিশকে চাঁদা বলছে এরা। এদের ট্রস ট্রস করে মারা উচিত না?

ফ্যাসিস্ট শাম্মী পলাতক থাকায় তাঁর স্বামীর কাছে এই বখশিশ দাবি করা হয়। কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে। আজ রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালংকার আনতে। সে সময় বাড়ির ফ্যাসিস্টের অনুসারী লোকজন পুলিশে খবর দিলে সেখানে গিয়ে সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ঘটনাটি তদন্ত করে দেখছি। আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছি। কত বড় সাহস? ওই সমন্বয়কদের স্বরাষ্ট্র উপদেষ্টা, এনসিপি প্রধান নাহিদসহ বড় বড় লোকের সাথে ছবি আছে, তাও কেন তাদের আটক করা হবে? তারা দেশ স্বাধীন করেছে না? তাদের কি এসব সুযোগ-সুবিধা প্রাপ্য না?

সবশেষে খবর অভিযুক্ত সবাইকে বৈবিছা ও বাগছাস থেকে থেকে বহিষ্কার করা হয়েছে। কত বড় নিমকহারাম বাঙালি। ভাবা যায়?

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫০

সৈয়দ কুতুব বলেছেন: ক্রাউডফান্ডিংকে চাঁদাবাজি বলা‌র তীব্র নিন্দা জানাচ্ছি। =p~

২৭ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেটাই তো কথা। ফ্যাসিস্টের দোসররা অপপ্রচার চালাচ্ছে।

২| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ১:২৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: এগুলি বিচ্ছিন্ন ঘটনা! নতুন বন্দোবস্তের জন্য টাকা লাগবে না?

২৭ শে জুলাই, ২০২৫ রাত ১:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এসব ষড়যন্ত্র। ক্রাউড ফান্ডিং আর ডোনেশনকে এভাবে দেখলে চলবে না।

৩| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৮:০০

ইপিআর সৈনিক বলেছেন:



মেধাবী ও ৩৬শে জুলাইর ২য় স্বাধীনতার মুক্তিযোদ্ধা জল্লাদগণ।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবিতাটা ভাল্লাগছে।

৪| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৩৪

এভো বলেছেন:

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।

৫| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৫৮

আমি নই বলেছেন: বাংলাদেশের মানুষের চরিত্রইটাই এমন। সুযোগ পাইলে ছারেনা। সুযোগ পাইলে আপনিও ছারবেন না। ছাত্রনেতা, সমন্বয়ক এরা ফেরেস্তা নয় আপনার আমার মতই মানুষ, সেই মানুষ যারা সুযোগ পাইলেই ২০০ টাকার সিএনজি ভারা ২০০০ টাকা দাবী করে, ৩৫ টাকার পানি করে ৩০০টাকা।

শেখ হাসিনাতো নিজেকে সবচাইতে বড় দেশ প্রেমিক দাবী করতেন, তিনি শেখ মুজিবের মেয়ে, তার দলে বড় বড় মুক্তিযোদ্ধা আছে, তার দল মুক্তিযুদ্ধের সব চাইতে বড় সংগঠক, দেশের একটা বড় অংশের সমর্থন পায়। এত কিছুর পরেও লাভটা কি হয়েছে?
উনি কি ভোট চুরি করেন নাই, উনার নেতা কর্মিরা কি চোর ছিল না, টাকা পাচারকারি, ক্ষমতালোভি ছিলোনা?

অনেক পরিবর্তন আশা করা হয়েছিল, দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় হলো পরিবর্তন হয় নাই। তার মানে এই নয় পরিবর্তনের চেষ্টাও করা যাবে না।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গু সব মাছই খায়, দোষ হয় পাঙাশের।

অনেক পরিবর্তন আশা করা হয়েছিল, দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় হলো পরিবর্তন হয় নাই। তার মানে এই নয় পরিবর্তনের চেষ্টাও করা যাবে না। আমি নিজে সবসময় চাইতাম আওয়ামী লীগ-বিএনপির বাইরে কোনো নেতৃত্ব গড়ে উঠুক। ২০০৭ সালে ইউনূস যে দল গঠন করেছিলেন, তখনও আমার মৌন সমর্থন ছিল। তখন প্রশাসনও শক্ত অবস্থানে ছিল। এখন সুযোগই নাই সৎ নেতৃত্ব গড়ে উঠার। কাউকে বিশ্বাস করার সুযোগ নেই। ফেরেশতারাই একসময় ইবলিশ হয়ে উঠে।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:

৬| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫২

ঢাবিয়ান বলেছেন: এত অস্থির হবেন না। অভিযুক্ত সবাইকে বৈবিছা ও বাগছাস থেকে থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ এখন এই বহিষ্কৃত আসামীদের নিয়ে হাজতে ভরবে না মামলা বানিজ্য করবে সেটা পুলিশের বিষয়।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরা দিনদিন কী হয়ে উঠেছে, তাদেরই সঙ্গী উমামার ফেসবুক পোস্ট পড়লেই বুঝবেন। যদিও আপনি এদের নিয়ে এখনও আশাবাদী।

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:

৭| ২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এমন ভয়ের পরিবেশে রায় তো দূরের কথা, আদেশই–বা কে দেবে: সারা হোসেন

৮| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১২

ঢাবিয়ান বলেছেন: উমামা সচিবালয়ে গিয়ে ধরা খেয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তাকে এনসিপিতে নেয়া হয় নাই তার খুব রাগ। যাই হোক আমি এনসিপিকে নিয়ে এখন পর্যন্ত আশাবাদী এই কারনে যে, এই ছেলেগুলোর বিক্রি হবার প্রচুর সুযোগ সেই হাসিনা পলায়নের আগেও ছিল , এখনও আছে। নব্বই গনআন্দোলনের নেতা আমান, অভি, নিরুর কথা মনে আছে? তারা সবাই বিক্রি হয়ে গিয়েছিল আন্দোলনের সফল পরিসমাপ্তির পর। এনসিপি এখন পর্যন্ত যেভাবে জনগনের স্বার্থে কথা বলছে , দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তা এই দেশে জবাব্দিহিতার একটা ধারা সৃষ্টি করেছে। তাদের পথ সভায় যে ধরনের বক্তব্য তারা দিচ্ছে তা জনগনের মনের কথাই। হাসনাত গতকালও বলেছে যে, একজন সরকারী চাকুরের বেতন ৩০ হাজার হলে সে কিভাবে ৪০ হাজার টাকার বাড়ি ভাড়া করে থাকে? এই প্রশ্নগুলো যত বেশি রাজনৈ্তিক মাঠে, ময়দানে, টকশোগুলোতে আলোচিত হবে , তত বেশী মঙ্গল এই দেশের।

২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওই তো বললাম, আপনি এদের নিয়ে এখনও আশাবাদী। এটা সত্যি যে এই ছেলেগুলোর বিক্রি হবার প্রচুর সুযোগ সেই হাসিনা পলায়নের আগেও ছিল, এখনও আছে। তখন হলে এখনকার সুযোগ মনে হয় না পেত। এদের লাইফস্টাইল খেয়াল করে দেখুন কী উন্নতি হয়েছে। সাহসী বক্তব্য দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন আছে।

৯| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এইসব চোর,বাটপার, ছিনতাইকারীদের জন্য কোন অনুকম্পা দেখানোর দরকার নাই। সোজা ক্রসফায়ারে দাও ।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেড়ায় খেত খায়। ওদের জায়গায় গেলে আপনি-আমিও মনে হয় না সৎ থাকব।

১০| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবই ঠিক আছে তবে আপনি কি অস্বীকার করতে পারেন যে হাসিনা ক্ষমতা কুক্ষিগত করে রাখেনি, হাজার হাজার কোটি টাকা পাচার হয়নি, শত শত মানুষ গুম হয়নি, ভারতের কাছে দেশ বিক্রি করেনি?

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুরুতে তো বললামই। অস্বীকার করতে যাব কেন? ভাগ-বাঁটোয়ারা পেলে না হয় অস্বীকার করতে পারতাম। এখন যারা ভাগ-বাঁটোয়ারা পাচ্ছে, তারাই কেবল সব অপকর্ম দেখেও না দেখার ভান করছে।

১১| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



গুষ দেওয়া ও নেওয়া দূটোই গুনাহ।

২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঘুস তো শখ করে কেউ দেয় না। বিপদে পড়েই দেয়। অবশ্য কেউ কেউ অসৎ উদ্দেশ্য সাধনের জন্যও দেয়।

১২| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: এইসব তথাকথিত সমন্বয়কদের ক্রস ফায়ারের আগে চাপকে পশ্চাৎদেশের চামড়া তুলে নেয়া হোক।

২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার দশা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত।

১৩| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:২০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: এখন সুযোগই নাই সৎ নেতৃত্ব গড়ে উঠার। কাউকে বিশ্বাস করার সুযোগ নেই। ফেরেশতারাই একসময় ইবলিশ হয়ে উঠে।

একমত, এর জন্যে অবস্যই বিগত সরকারের অনেকটা অবদান আছে। বিগত সরকারের হাজারো অপকর্মের মাঝে একটা অপকর্মের কথা কেউ বলেনা, আর তা হলো জনগনের নৈতিকতাকেই শেষ করে দিয়েছে। টাকা-পয়সার ক্ষতি সামলে ওঠা সম্ভব কিন্তু নৈতিকতা হারালে মনে হয়না আর রিকভার করা সম্ভব।

২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিগত সরকারের হাজারো অপকর্মের মাঝে একটা অপকর্মের কথা কেউ বলে না, আর তা হলো জনগণের নৈতিকতাকেই শেষ করে দিয়েছে। টাকা-পয়সার ক্ষতি সামলে ওঠা সম্ভব, কিন্তু নৈতিকতা হারালে মনে হয় না আর রিকভার করা সম্ভব। সহমত। যে প্রজন্ম গড়ে উঠেছে, এদের আদব-লেহাজেরও বড় অভাব। এর দায়ও অবশ্যই বিগত সরকারের। সব বাদ দিয়ে হলেও শিক্ষাব্যবস্থা আর নীতি-নৈতিকতার বিষয় নিয়ে গভীরভ‍াবে কাজ করা উচিত ছিল।

১৪| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার দশা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত।

আপনার শেয়ার করা লিঙ্কটি ঠিকমতো কাজ করছে না :( তবে সংবাদটা আমি পড়েছি অন্য সাইটে। ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত

২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিউজ সরিয়ে ফেলেছে মনে হয়। এখন প্রথম আলোর লিঙ্ক দিলাম।

১৫| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: সমস্ত চাঁদাবাজদের গ্রেফতার করা হোক।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধরা পড়ছে কিছু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.