নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্যfacebook.com/bharshammyo

ভারসাম্য

facebook.com/bharshammyo

ভারসাম্য › বিস্তারিত পোস্টঃ

ঈদ মুবারক!

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১১

লক্ষ্যটা ঠিকমত নেই আর

উপলক্ষ্যের তবু নেই শেষ;

উপলক্ষ্যই আজ লক্ষ্য সবার

লক্ষ্য হয়েছে নিরুদ্দেশ।



হাতে হাত, কোলাকুলি আছে ঠিক

মনে মনে মিল নেই কোন দিক।



এক দিকে আছে শুধু ফিরনি,সেমাই -

নতুন জামা আর ভুঁড়িভোজ;

আরেক দিকে আছে মলিন পোষাক

অনাহারী উৎসব হররোজ।



লক্ষ্য ছিল যে করা সমতা বিধান

উপলক্ষ্যে হয় আরো বৈষম্য নির্মাণ।



উপলক্ষ্যেরও বেলা কাটবে

সাম্যের দিন কি তবু আসবে?

লক্ষ্য সুদূরে আজ যদিও

স্বপ্নের হয় না তো অবসান।



একা একা লক্ষ্যটা স্বপ্নই

তবু উপলক্ষ্যে করি সংযম।



সংযত স্বপ্নের এ পথে

পথিকেরে জানাই সুস্বাগতম!



ঈদ মুবারাক!

মন্তব্য ৫৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩২

শেরজা তপন বলেছেন: হুম ঠিক বলেছেন! ঈদ মোবারক

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০২

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

তবে সহমতের পাশাপাশি, উপলক্ষ্যের আয়োজনে সংযমী থাকা গেলে আরো ভাল। এখনই যদিও লক্ষ্যের পথে সহযাত্রী হয়ে উঠবার সম্ভাবনা নেই, তবে প্রত্যেকে আলাদা আলাদা ভাবেও যদি সংযমী হয় এবং লক্ষ্যটাকে স্বপ্ন হিসেবেও বাঁচিয়ে রাখতে পারে, তাহলে একদিন হয়তো সুদূরের লক্ষ্যটি অনেক কাছেই চলে আসতে পারে।

শুভকামনা নিরন্তর।

২| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০০

না পারভীন বলেছেন: ঈদ মোবারক :)
কবিতার সাথে সহমত :)

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

কবিতায় মেনে নেয়া বিষয়গুলো, নিজেদের জীবনেও বাস্তবায়িত হোক আরো বেশি বেশি আর স্বপ্নকে লক্ষ্যের কাছে নিয়ে আসুক, এই কামনা করছি।

৩| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৩

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

কাজের মান ধরে রাখতে, কাজের পরিমানে সংযম আর চিন্তা ও আলোচনায় বেশি সময় দিতে পারার শুভকামনা রাখছি। ;)

এখনই না হোক, সংযম ধরে রেখে একদিন নিশ্চয়ই লক্ষ্যের সেই পথে সহযাত্রী হতে পারি আমরা সবাই, এই স্বপ্নটুকু বেঁচে থাকুক।

শুভকামনা আরো একবার।

৪| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

ভারসাম্য বলেছেন: শুভেচ্ছা সাবির ভাই।

শুভকামনা সব সময়ের জন্য।

৫| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

কলমের কালি শেষ বলেছেন: হুম... কথা সত্য । এইরকম দেখেও না দেখা বাস্তবতার মধ্য দিয়েই আমরা জীবন চলি ।জেগে থাকার ঘুমের সকাল কখনো হয় না । :(
ঈদ মোবারাক ।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৯

ভারসাম্য বলেছেন: দারুণ বলেছেন। ঘুমের সময়ও আমরা জেগে থাকার চেষ্টাই করছি বেশি, যেই জাগরণে কোন প্রাণ নেই, হতাশা ছাড়া।

জীবনধারনের অপরিহার্য ক্ষেত্রগুলিতে চাহিদার জোগান নুন্যতম মাত্রায় ঘটলেও তা পাবার মাঝে যেই প্রশান্তি, প্রাচুর্যের মধ্যে তা নেই, কষ্ট ছাড়া। এই প্রশান্তির মাঝে কোন অহম নেই, ঈর্ষা নেই, একরাশ কৃতজ্ঞতা ছাড়া। এই প্রশান্তি শুধু নিজে কিছু পেলেই অর্জিত হয় না, আশে-পাশের সবাই একই মাত্রায় পেলেই হয়।

ব্যাক্তিপর্যায়ের সংযমী আচরণের মাধ্যমে সামষ্টিক লক্ষ্যপূরণ সুনিশ্চিত হোক, এই শুভকামনা রাখছি।

ভাল থাকুন।

৬| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

রাজিব বলেছেন: এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৭

ভারসাম্য বলেছেন: হুম, সেটাতো করাই উচিৎ, কিন্তু এক্ষেত্রেও আমরা সংযমের ব্যাপারটি ভুলে যাই বেশি। ফোনে বা ভিডিও-কথপোকথনে আমরা দূরে অবস্থান করা প্রিয়জনদের সাথে ঘন্টার পর ঘন্টা এমনভাবে কাটিয়ে দেই, যা লক্ষ্যের চেয়ে উপলক্ষ্যকেই অনেক বেশি বড় করে তোলে।

ধন্যবাদ আপনার সচেতনতামূলক মন্তব্যের জন্য। শুভকামনা।

৭| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৩

ইমিনা বলেছেন: তবুও ঈদ মোবারক :) :)

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪০

ভারসাম্য বলেছেন: :)

ঈদ মুবারাক, তবুও।

শুভকামনা ঈদ পরবর্তী বাকী সময়ের জন্যও।

৮| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের শুভেচ্ছা রইল।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

যাপিত জীবনের দুর্বিসহ চাপের মধ্যে চলে আসা উৎসব পর্ব, চাপ আরো বাড়িয়ে তোলে যদিও, তবে সংযমী মাত্রায় উৎসব পালন, কিছু সময়ের জন্য চাপ লাঘবেও সহায়ক।

আপনার এবং আপনার পরিবারের সবার জন্য শুভকামনা রইল। বিশেষ করে, অসুস্থ সবার দ্রুত আরোগ্য কামনা করছি।

৯| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো পদ্য। ঈদ মুবারক।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। পদ্য জিনিসটিই যদিও একটু হালকা ধরনের লেখা, তবে ভাবের প্রশ্নে আমার বোধ বলে যে, যে কোন উপলক্ষ্যেরই বাইরের দিকটাই আসলে হালকা, পেছনের লক্ষ্যটাই আসল। লক্ষ্য আজ হারিয়ে গিয়েছে উপলক্ষ্যের ভেতর থেকে। তাই উপলক্ষ্যের উৎসবে খুব বেশি উৎফুল্ল হতে পারি না।

পদ্যের পাশাপাশি, আমার এই সীমাবদ্ধতাকেও কেউ ভাল লাগার চোখে দেখতে পেলে লেখায় কিছুটা সার্থকতা অনুভব করি।

অনেক ভাল লাগল আপনার কথা। ভাল থাকুন। ঈদ মুবারাক তো পদ্যেই জানিয়েছি। ;)

১০| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল বলেছেন। দেরিতে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব।:)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

ভারসাম্য বলেছেন: দেরী নয় তো! নীচে দেখুন ঈদের পঞ্চম দিনের শুভেচ্ছা বিনিময় হচ্ছে। ;)

আমারই বরং জবাব দিতে দেরী হচ্ছে। আসলে গ্রামে এসেছি। এখানে থ্রী-জি নেই, টু-জিও অনেক স্লো। তাই নেটে কাজ করাটাই অনেক কঠিন।

ঈদের ষষ্ঠ দিনের শুভেচ্ছা। :p

শুভকামনা আসলে সব সময়ের জন্যই। ভাল থাকুন। :)

১১| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার ছন্দ। তাতে চমৎকার কথকতা।


বাংলাদেশের টিভি চ্যানেলের হিসেব অনুযায়ী ইদের চতূর্থদিনের শুভেচ্ছা ;)

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

ভারসাম্য বলেছেন: সংযম পেরিয়ে এবার ত্যাগের উপলক্ষ্য এসে গিয়েছে। উপলক্ষ্যই শুধু, সম্পদের মায়া ত্যাগ, ভোগের মায়া ত্যাগের লক্ষ্যের বদলে চলে কে বড় গরু আর কে দামী ছাগল এই অহংকারের মায়া বাড়ানোর উপলক্ষ্য।

তবুও শুভেচ্ছা ও শুভকামনা। ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে উঠুক সবার জীবন। ঈদ মুবারাক। :)

১২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:১০

রঙ তুলি ক্যানভাস বলেছেন: টিভির হিসেবেতো এখনো ঈদ চলছে.।.। ঈদের ৫ম দিনের শুভেচ্ছা :)

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭

ভারসাম্য বলেছেন: আরেক হিসেবে আরেকটা ঈদও চলে এসেছে। আপনাকেও শুভেচ্ছা নতুন ঈদের। :D

বিসর্জনের কথা ভাবতে গিয়ে আবার ব্লগ ত্যাগের কথা ভাববেন না যেন। বরং ভূতটাকে বিসর্জন দেয়ার কথা ভাবতে পারেন। :P

ভাল থাকুন। ঈদ মুবারাক! :)

১৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

সায়েম মুন বলেছেন: লেট ঈদ মোবারক। 8-|

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮

ভারসাম্য বলেছেন: অগ্রীম ঈদ মুবারাক! :P

ভাল থাকুন। শুভকামনা। :D

১৪| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা ভাল হয়েছে ,খুশি মোবারক ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। আসন্ন বিসর্জনের ঈদেও পরিবেশ ভাল থাকুক। ঈদ মুবারাক! :D

১৫| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঈদ মোবারক :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। আবারও ঈদ মুবারক! :D

১৬| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২

দ্বৈত দহন বলেছেন: তারপরেও ঈদ মোবারক

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৮

ভারসাম্য বলেছেন: তার আগেও ঈদ মুবারক ( ঈদ উল ফিতর), তার পরেও ( ঈদউল আযহা ) ঈদ মুবারক! :D

শুভকামনা। :)

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

লুবনা ইয়াসমিন বলেছেন: আসছে ঈদউল আজহার ঈদ মোবারক। রোজার ঈদের শুভেচ্ছা থেকে নিজেকে বঞ্ছিত হতে দেখে খারাপ লাগছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১২

ভারসাম্য বলেছেন: বঞ্চনা আসলে আমাদের নিজেদের বোঝার ভুলের কারনেই হয়। সেটা যখন বুঝে ফেলাও হয়ে যায়, তখন আর খুব বেশি খারাপ লাগারও কিছু নেই।

শুভেচ্ছাজ্ঞাপনের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকেও। ভাল থাকুন। :)

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

একলা ফড়িং বলেছেন: কোথায় হারালেন? ফিরে আসুন জলদি, আমরা ভারসাম্যহীন হতে চাই না!!!


ঈদ মোবারক :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭

ভারসাম্য বলেছেন: হারাই নি, তবে হারাবো হয়তো। হারিয়ে দেয়া নয়, হারিয়ে যাওয়া। হেরে যাওয়াও নয়। এভাবেই একটা ভারসাম্য হয়তো থেকেই যাবে, আমি যদি নাও থাকি। :D

দিলাম একটা কিল! :P

কিল মানে, শুভেচ্ছা জানালাম। ভাল থাকুন। ঈদ মুবারাক! :)

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০০

ইমিনা বলেছেন: গত রমজানের ঈদ নিয়ে লেখা পোস্টের পর আর কোন পোস্ট পাই নি। কি আর করা, এক পোস্টেই দুই ঈদের শুভেচ্ছা জানানো ছাড়া উপায় নাই :(

ঈদ মোবারক ...

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

ভারসাম্য বলেছেন: আপনি তো তবুও আগের মন্তব্যের উত্তর যথাসময়েই পেয়েছিলেন, কয়েকজনের রোজার ঈদের শুভেচ্ছা মন্তব্যের উত্তর দিয়েছি এই ঈদে এসে। মানে হল, লেখাতো দূর, মন্তব্যের উত্তরও ঠিকঠাক দেয়ার সুযোগ কমই পেয়েছি। :#>

তবুও ঈদ মুবারাক! :D

২০| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৫

না পারভীন বলেছেন: ঈদুল আযহা ২০১৪ এর শুভেচ্ছা রইলো। রোজার ঈদের পর আর কিছু লিখনি... আমিও না, কি লিখব খুঁজে পাইনা।

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৪

ভারসাম্য বলেছেন: আপনি তো তবুও লেখার বিষয়বস্তু খুঁজে পান না, আমি সময়-সুযোগই খুঁজে পাই না। /:)

ভাল থাকুন। শুভকামনা নিরন্তর।

২১| ০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

ছবিঘর বলেছেন: গত রমজানের ঈদ নিয়ে লেখা পোস্টের পর আর কোন পোস্ট পাই নি। কি আর করা, এক পোস্টেই দুই ঈদের শুভেচ্ছা জানানো ছাড়া উপায় নাই :(

ঈদ মোবারক ...

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

ভারসাম্য বলেছেন: কপি-পেস্ট মন্তব্য! :P

ভাল থাকুন। ঈদ মুবারক! :)

২২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

খেলাঘর বলেছেন:


অর্থনীতি আমাদের আলাদা করে ফেলেছে, ঈদ আর এক করতে পারবে না।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

ভারসাম্য বলেছেন: অর্থই সব এনার্খীর মূল। :P

হাউকাউ করে লাভ কী? ;)

নীতিহীন অর্থনীতি আর লক্ষ্যহীন উপলক্ষ্য একই প্রায়। গুহামানবদেরও নীতি ছিল, অর্থ ছিলনা, অর্থ ব্যাবস্থাই ছিল না তখন।

মানুষের জীবনটা শুধু খেল-তামাশা নয়। হতে পারে না। খেলাঘর ভাঙবেই একদিন। নীতিরই জয় হবে।

শুভকামনা। :)

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৩

খেলাঘর বলেছেন:

ভালো, আরেক ঈদ এসে যাচছ্ে!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৫

ভারসাম্য বলেছেন: ঈদের আগে শীতের উপলক্ষ্যও এসেছে। কেউ খাবে পিঠে-পুলি, কেউ ঝাড়বে ফাঁকা-বুলি। বঞ্চিতের মিছিলে পুলিশের গুলি। শুধু অর্থনৈতিক সাম্য ( যদিও বাস্তবে অসম্ভব) সব কিছুকে এক করতে পারবে না। এক হবার মত একটিমাত্র অখন্ড সত্যই থাকতে পারে কেবল, যে সত্যকে অনেকে ধারন করার পরেও, তার ব্যাখ্যা নিয়ে দ্বিধাবিভক্ত। লক্ষ্যে যদিও বিভক্তি নেই, উপলক্ষ্যই বিভক্তি তৈরী করছে। উপলক্ষ্য বাদে, লক্ষ্যের প্রকাশও অসম্ভব। সব মিলিয়ে বলা যায়, যদিও কোন কিছুর পক্ষেই এখন আর সব কিছুকে এক করতে পারা প্রায় অসম্ভব, কিন্তু তারপরেও কোন না কোন উপায় অবলম্বন করতেই হবে। ধন্যবাদ।

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

এহসান সাবির বলেছেন: নতুন লেখা কই?

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬

ভারসাম্য বলেছেন: দিয়েছি একটা। :D

ধন্যবাদ ও শুভকামনা।

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

নীল-দর্পণ বলেছেন: শীত মুবারক !

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৮

ভারসাম্য বলেছেন: আগুন চাই। :P

শুভকামনা। :)

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভকামনা।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যও। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.