নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্যfacebook.com/bharshammyo

ভারসাম্য

facebook.com/bharshammyo

ভারসাম্য › বিস্তারিত পোস্টঃ

বনবাস!

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

প্রদীপ জ্বেল না আর

জ্বালিয়ে দাও,

আগুন জ্বালিও না

আগুনে জ্বালাও।



যে দীপ দেয় না বেশি আলো

আলোর চেয়ে দেয় বেশি কালি

সে দীপেই আলো পেতে

আরও কত দেবে তেল-পানি!



আগুন যেহেতু আছে,

প্রদীপে আগুন নয়,

আগুনে প্রদীপ দাও;

দীপকেই কর আজ আগুন-জ্বালানী।



প্রদীপ শিখা নয়,

জ্বালো আজ আগুন মশাল

আগুনের উত্তাপ আনবে ফাগুন

এই ভরা শীতের বেলায়।



প্রদীপ-কালিতে আজ সব কিছু কালো

আগুনেই উত্তাপ, আগুনেই আলো,

দীপের বদলে তাই আগুন-মশাল জ্বালো

ঘর যদি পুড়ে যায়, সেও তবু ভাল।



বন পুড়েছে, মন পুড়েছে

ঘরের মায়া কী!

পোড়া মনে মনেতে আজ

আগুন এনেছি।



মেকী আলোর বাতি

কেন জ্বালাও দিবা-রাতি!

সভ্যতাটাই অসভ্য যে,

এখনো বোঝ নি?



সভ্যতার এ ঝুল-কালিতে

আলো বিহীন ঝাড়-বাতিতে

কবর-শীতল এ শান্তিতে

ধুঁকবে কত কাল?



তাই তো আমি দীপ জ্বালি না

তাই তো আমি ঘর ছেড়েছি

আগুন নিয়ে বসে আছি

জ্বালাব মশাল।



মন পোড়া সব মানুষগুলো

ঘরের মায়া ছাড়,

পোড়া বনের মাঝেই আবার

বনের বসত গড়।



থাকুক পড়ে সব

চল মড়ার মাঝে

করি আবার

জীবন অনুভব!



উৎসর্গঃ ইমিনা

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

নীল-দর্পণ বলেছেন: "যে দীপ দেয় না বেশি আলো
আলোর চেয়ে দেয় বেশি কালি
সে দীপেই আলো পেতে
আরও কত দেবে তেল-পানি!"
******
আশায় ই তো দেয়, লাভের চেয়ে ক্ষতি হবে ভেবেই দেয়/ ক্ষতির কথা মাথায় থাকে না !

=========
আগুন যেহেতু আছে,
প্রদীপে আগুন নয়,
আগুনে প্রদীপ দাও;
দীপকেই কর আজ আগুন-জ্বালানী।

*****

আগুনে প্রদীপ.....!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

ভারসাম্য বলেছেন: কী যে দিন পড়ল! এতদিন পর কিছু লিখলাম, কেউ পড়ে না। :(

শেষে ডেকে এনে পড়ালাম আপনাকে। যা বলেছেন, তা নিয়েও নতুন করে কিছু বলার নেই।

শীত মুবারাক! :P

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১

ইমিনা বলেছেন: আমি ধন্য হয়ে গেলাম। এমন অসাধারন একটা কবিতা কেউ একজন আমাকে উৎসর্গ করলো তা ভাবতেই ভালো লাগছে। এই প্রথম কেউ আমায় তার পোস্ট উৎসর্গ করলো :)

ধন্যবাদ জানাবার ভাষা জানা নাই আমার। তাই আমার হাসির মাঝেই মুগ্ধতা বুঝে নিয়েন :) :)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

ভারসাম্য বলেছেন: আমি তো বরং কিছুটা বিব্রতবোধ করছি এই ভেবে যে, এমনই একটা লেখা আপনাকে উৎসর্গ করলাম, যে লেখার পাঠকই নেই তেমন, যাও বা কয়েকবার পঠিত হয়েছে, মন্তব্য একেবারেই নেই। লেখা ভাল হলে নিশ্চয়ই আরেকটু বেশি সাড়া পড়তে পারত। অবশ্য ব্লগীয় মিথষ্ক্রিয়ার দিক থেকেও অনেক বেশি অসামাজিক হয়ে পড়েছি, ইদানীং কারো পোস্টেই তেমন কিছু বলা হয় না তেমন, এটাও একটা কারন হতে পারে।

কারন যাই হোক, যেহেতু সাড়া কম, সেহেতু উৎসর্গ করতে গিয়ে আপনাকে একটু ছোটই করা হয়ে গেল কিনা ভেবে কিঞ্চিৎ বিব্রত বোধ করছি। তবে লেখা যদি ভাল নাও লাগে, উৎসর্গের কলংক লাঘবে, নিজ গরজেই, এই পোস্টের একটু মার্কেটিং করে দেখতে পারেন। :P

আসলে লিখি না অনেক দিন। সময়, সুযোগ, মন-মানসিকতা কিছুই অনুকূলে নয় লেখালেখির জন্য আমার ক্ষেত্রে। কিন্তু আপনার বর্ষপূর্তী পোস্টে, আমাকেও কিছু লেখার জন্য দায়গ্রস্ত করে দিলেন, সাথে সময়ের প্রতিকূলতা কিছুটা কাব্যভাবও এনে দিয়েছিল। তারই ফসল, এই দুর্বল প্রচেষ্টা। তবুও যদি এটা নিয়ে কিছুটা মুগ্ধতা ঘটেই থাকে আপনার ক্ষেত্রে, আমার লেখা সার্থক। এবার মনে হয় আবার লম্বা সময়ের জন্য আরেকটা শীতনিদ্রায় যাওয়া যায়, কী বলেন? :D

অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভকামনা। :)

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪

অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লেগেছে লিরিকটা !

মন, বন, ঘর সবই যদি পুড়ে যায় তাহলে তো ফিনিক্স পাখি হতে হবে জীবন অনুভব করার জন্য !

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

ভারসাম্য বলেছেন: জীবনতো পোড়ে নি, কিছু পুড়লেও ভষ্ম হয়ে যায় নি এখনো। যাদের গিয়েছে তারা নিশ্চয়ই আবার ফিনিক্স পাখির মতই জেগে উঠবে একদিন। আমাদের জীবন পুড়লে, আমরাও। :)

ভাল লাগলো ফিনিক্স পাখির উপমা।

ধন্যবাদ। শুভকামনা।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০০

এহসান সাবির বলেছেন: ৩য় ভালো লাগা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!! ধন্যবাদ!!! :D

শুভকামনা। :)

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

জুন বলেছেন: কবিতায় আর উৎসর্গে অনেক ভালোলাগা ভারসাম্য :)
+

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

ভারসাম্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দিদি।

শুভকামনা সব সময়ের জন্য। :)

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: "মেকী আলোর বাতি
কেন জ্বালাও দিবা-রাতি!
সভ্যতাটাই অসভ্য যে,
এখনো বোঝ নি? "-আসলেই সভ্যতাটাই অসভ্য।

আপনার লিখালিখিতে কিছুটা মরিচা পড়েছে বলে মনে হল আমার কাছে .।।।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০

ভারসাম্য বলেছেন: আর লেখালেখির মরিচা! জীবনেই যে মরচে পড়েছে, ছাড়াতে অনেক আগুন লাগবে। :P

আগে কি মরিচাবিহীন মসৃন মনে হয়েছে আমার লেখা? আমি অবশ্য কখনোই সেভাবে চেষ্টা করি নি লিখতে, মানে সাহিত্য হিসেবে লিখতে চেষ্টা করি নি বিশেষ কিছু। তাৎক্ষণিক বা সমসাময়িক অনুভূতিকে লেখার মাঝে ধরে রাখতে চেয়েছি। আসলে জীবনের মরিচাগুলো মনে হয় লেখার মাঝেও ভর করেছে। ব্যাপার না খুব একটা। পড়েছেন এবং কিছু বলেছেন এজন্য ধন্যবাদ অনেক। তবে আমার লেখা তখনই কিছুটা সার্থক হবে, যখন লেখায় বলা কথাগুলো অন্য কারো বা কারো কারো অনুভূতিকে সমৃদ্ধ করবে।

ভাল থাকুন। শুভকামনা। :)

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১

ইমিনা বলেছেন: আপনি আসলেই অসামাজিক হয়ে গিয়েছেন। সেই কবে পোস্ট দিয়েছেন, এর মাঝে আবার হারিয়েও গিয়েছিলেন :( :(

আমি তো বরং চেয়েছিলাম আমার জন্য উৎসর্গকৃত কবিতা আমাকে ছাড়া অন্য কেউ না দেখুক, না পড়ুক। কেমন যেন একটা নিজ নিজ ভাব আছে তার মাঝে ;)

তবে এখন মনটাকে বড় করে নিয়েছি। সবাই কবিতাটা দেখুক এবং পড়ুক। তাহাদের ভালোলাগাটুকুও আমি অনুভব করে নিব।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৪

ভারসাম্য বলেছেন: হারাই নি তো! চলে যেতে চেয়েছিলাম অনেক আগে, এখনো চাই, তবে বলে-কয়েই যেতে চাই। চলে যেতে পারি যে কোন সময়, তবে ঠিকানা জানিয়েই যাব হয়তো, পালিয়ে যাব না।

পোস্ট দেয়া বা না দেয়ার সাথে ব্লগীয় সামাজিকতার সম্পর্ক খুব কম। আমার সমস্যা হল, অন্য পোস্টে খুব একটা মন্তব্য করা হয় না এখন আর, নিজের পোস্টেও মন্তব্যের জবাব দিতে অনেক দেরী হয়ে যায়। তবে এখনো নিয়মিতই আসি এখানে, পড়িও যথাসাধ্য এবং সেটা অনলাইনে থেকেই। কাজেই হারিয়ে যাই নি এখনো। :D

মন বলে আসলে কিছু নাই, এটা মানুষের স্ব-স্ব বিশ্বাসজাত চেতনার একটা ছায়া ছাড়া কিছু নয়। চেতনাটাই আসল, তার ছায়াটাই মন। আলোর কৌণিক দিক পরিবর্তন করে যেমন ছায়ার হ্রাস-বৃদ্ধি ঘটানো সম্ভব, তেমনি মূল বস্তুর আকার-আয়তনে হ্রাস-বৃদ্ধি ঘটলেও ছায়া এমনিতেই সমানুপাতিক হারে বড় বা ছোট হয়ে যায়। মানুষের চেতনা আসলে অসীম, কাজেই তার ছায়া বা মনের বিস্তৃতিও অসীম। সমস্যা হল, চেতনার অসীমত্বের নাগাল আমরা ঠিক মত পাই না, পেতেও চাই না। ছায়া দিয়েই কায়ার মাপ নির্ধারণ করি, করতে চাই। ছায়াকেই আসল ভেবে বসি।

উপরের শেষ অনুচ্ছেদে বলা কথাগুলো কিছুটা আধ্যাত্মিক ঘরানার, গভীর ভাব-তত্ত্বের অংশ, তাই কথাগুলোকে আপাততঃ উপেক্ষা করে যাওয়াই শ্রেয়তর হতে পারে। তবে আমলে নিতে চাইলে, যথেষ্ট গুরুত্বের সাথেই নেয়া উচিৎ, হালকাভাবে নয়। আসলে এটাও আমার অনেক বেশি অসামাজিক হয়ে ওঠার বড় একটা কারণ। :P

মন বড় করুন আরো। মানে হল, অন্যদের ডেকে নিয়ে এসে পড়ান। :D

ভাল থাকুন অনেক বেশি। :)

৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৫

খেলাঘর বলেছেন:


মনে হয়, ভালো কিছু লিখেছেন; অনেকে ভালো ভালো কিছু বলছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

ভারসাম্য বলেছেন: কী যে বলেন! হাউকাউ কবিতা। এনার্খী .. :P

ধন্যবাদ। শুভকামনা। :)

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

সপ্নাতুর আহসান বলেছেন: এক কথায় চমৎকার

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা সব সময়। :)

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

আলোরিকা বলেছেন: বন পুড়েছে, মন পুড়েছে
ঘরের মায়া কী!
পোড়া মনে মনেতে আজ
আগুন এনেছি।....মনে হচ্ছে এবার বৃহওর স্বার্থে আগুন নেভাতেই বড় ধরনের আগুন জ্বালাতে হবে...কবিতার ভাববস্তু বড়ই চমৎকার ,গাঁথুনিতে আরেকটু পরিমার্জন দরকার...শুভকামনা...:-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

ভারসাম্য বলেছেন: আর মরিমার্জন! /:) /:)

ভাবটাও কেবল চমৎকারত্বের জন্য নয়, অংশগ্রহণমূলক হওয়া উচিৎ। আগুন নিয়ে বসে আছি, পাই না মশাল। :(

অনেক ধন্যবাদ উপলব্ধি নিয়ে পড়বার জন্য। আলোরিকা মানে কী? আলোড়িকাও হয়ে উঠুন, মানে আলোড়ন তুলুন লেখায়। :D

শুভকামনা নিরন্তর। :)

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

মায়াবী রূপকথা বলেছেন: আপনার ব্লগে এসেছি নাকি মনে নেই। তবে লেখাটা বেশ ভালো। অভিমানী। অভিমান একটা অদ্ভুত সুন্দর অনুভুতি, তাইনা?

এই পোস্ট না, আপনার দেয়াল নামের আরেকটা পোস্টে দিতে চেয়েছিলাম কমেন্ট টি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

ভারসাম্য বলেছেন: আমারও মনে নেই এসেছিলেন কিনা! অভিমান একদম নেই। দেয়াল ভাঙার দেয়ালেও দেয়াল তুলে দিয়েছি! এ দেয়াল অভিমানের নয়, আত্মরক্ষার। :D

ধন্যবাদ। শুভকামনা।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

মহামহোপাধ্যায় বলেছেন: মুগ্ধপাঠ!! ভালোলাগা রইল :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ!! শুভকামনা রইল। :)

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

শায়মা বলেছেন: আগুনের পরশমনি জ্বালাও প্রাণে.......


ইমিনামনির জন্য লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাইয়া।:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

ভারসাম্য বলেছেন: ইমিনামনির জন্য নয়, তবে ইমিনামনির কারনে। ;)

দাও ফিরিয়ে সেই অরণ্য, লহ এ নগর ... :P

শুভকামনা। :)

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯

সায়েদা সোহেলী বলেছেন: কবিতায় পেট্রোল বোমার গন্ধ, নাকি কবিতা থেকেই ই পেট্রোল বোমার উতপত্তি !! ------ দন্দে আছি #:-S

কবিতা পাঠে মস্তিষ্কে এই মন্তব্য ই উকি দিচ্ছিল , উতসর্গ দেখে পাল্টে গেছে - - আবেগ অভিমানে সুন্দর একটি কাব্য সাম্য :)

কবি এবং ইমিনা দুজনের জন্যেই শুভকামনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

ভারসাম্য বলেছেন: একই ছুরি দিয়ে ডাক্তার সার্জারী করে জীবন বাঁচায়, সন্ত্রাসী ছুরিকাহত করে জীবন ঘোঁচায়। কেউ কবিতায় পায় আগুনের পরশমণি ( উপরে শায়মা'র মন্তব্য দ্রষ্টব্য), আবার কেউ পায় পেট্রোলবোমার গন্ধ। :P

আবেগ নয়, বিবেকের স্ফুরণ ঘটুক। অভিমান নয়, অভিপ্রয়াণ প্রয়োজন।

শুভকামনা আপনার জন্যও। :)

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


ব্লগার খেলাঘরের কমেন্টে কি ভারসাম্য হারালেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

ভারসাম্য বলেছেন: খেলাঘর ভেঙেছে সেই কবে! এখন সে চাঁদের দেশে বসত গেঁড়েছে। ;)

ভারসাম্য এখনো আছে, তবে ভেঙে যেতে পারে যখন তখন। /:)

শুভকামনা। :D

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। শুভকামনা। :)

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:

ভালো, লেখায় গতি আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

ভারসাম্য বলেছেন: ঞঁ :-< |-)

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০

ভারসাম্য বলেছেন: শুভ শীতাবসান! :P

শুভকামনা সব সময়ের জন্য। :)

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১০

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১২ ই মে, ২০১৫ রাত ১০:২১

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। পয়লা বৈশাখে করা মন্তব্যের উত্তর বৈশাখ থাকতে থাকতেই দিচ্ছি। ;)

শুভেচ্ছা আপনার প্রতিও। :)

২০| ১১ ই মে, ২০১৫ রাত ১:২৬

একলা ফড়িং বলেছেন: কবিতায় ভালো লাগা!



আপনি কি আছেন? নাকি ভারসাম্যহীন হয়ে বনবাসে চলে গেছেন!?

১২ ই মে, ২০১৫ রাত ১০:২৮

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

আছি। বনবাসে যেতে পারি নি এখনো। একা একা বনে চলে যাওয়া যায়, বাস করা যায় না। ভারসাম্যহীন হবার সুযোগ নেই আমার, কারন ভারই নেই এখন আর তেমন। :D

আমাকে 'ভারসাম্যহীন' বলতে চাওয়ার জন্য কিল খাবেন কিন্তু। ;)

শুভকামনা নিরন্তর। :)

২১| ১১ ই মে, ২০১৫ রাত ৮:৪৭

monforing বলেছেন: বন পুড়েছে, মন পুড়েছে ঘরের মায়া কী!
পোড়া মনে মনেতে আজ আগুন এনেছি।

মন পোড়া সব মানুষগুলো ঘরের মায়া ছাড়,
পোড়া বনের মাঝেই আবার বনের বসত গড়।

মনে হল নিজের দুখের বিবরন পড়ছি, অসাধারন অসাধারন ।

১২ ই মে, ২০১৫ রাত ১০:৩৩

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

আমার কিন্তু দুঃখ নেই তেমন। দুঃখের কারনগুলোকে দূর করবার আবাহনই ছিল আসলে এই লেখায়। সফল হয় নি, তবে ব্যর্থও নই।

ভাল থাকুন। শুভকামনা। :)

২২| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কবিতার বোদ্ধা বলতে যা বোঝায় আমি তার ধারে কাছেও নেই। তবে কবিতাটার মাঝে কেমন ১টা ছন্দ ছন্দ ভাব পেলাম, সেটাই ভাল লাগলো।

২৫ শে মে, ২০১৫ ভোর ৬:৫৮

ভারসাম্য বলেছেন: শুধু একটাই ছন্দ ছন্দ ভাব পেলেন! বেশি পেলেন না? :P

ছন্দ বা ভাব, দুটোরই অভাব। শুধু শুভকামনা নিরন্তর। ভাল থাকুন সব সময়। :)

২৩| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৪৯

উর্বি বলেছেন: ভালো লাগল

২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:২৪

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.