![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা চাই না,
কারন অপরাধী নই।
তুমিও জান,
তাই তো রেখেছ কারাগারে।
অপরাধী তুমি,
শাস্তি আমার ঘাড়ে।
তবু তোমার স্বার্থে ব্যাঘাত
ঘটাই না যেহেতু আর,
সেহেতু আমায় এইবার
সাময়িক অব্যাহতি দাও।
ক্ষমা চাই না, মুক্তি দাও।
ক্ষমা করলাম, এবার যাও।
উৎসর্গঃ অযথাযথ কর্তৃপক্ষ এবং যাহাদের জন্য প্রযোজ্য।
২৭ শে জুন, ২০১৫ রাত ৯:২২
ভারসাম্য বলেছেন: আকাশ থেকে যে রস পড়তেসে কয়দিন ধৈরা, কোবতেয় রস দিলেতো আগাম বন্যা শুরু হৈয়া যাইতারে। তাছাড়া যাগো উদ্দেশ্যে লিখসি, তাগো পিছন দিয়া এম্নিতেই অনেক রস চুঁইয়া চুঁইয়া পড়ে। তাই আর রস বাড়াইলাম্না। শুকনাও ভাললাগে শুনিয়া প্রীত হৈলাম।
ধন্যবাদ ও শুভকামনা।
২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৫৯
মহামহোপাধ্যায় বলেছেন: "তুমিও জান,
তাই তো রেখেছ কারাগারে।"
এই কথা কি শুধু শয়তানের ক্ষেত্রেই প্রযোজ্য?? নানান কারাগারেই তো আমরা বন্দী হয়ে থাকি!! আমি কিন্তু ভুলেও রাষ্ট্রযন্ত্রের কথা কই নাই
অনেকদিন পর ব্লগে এসে আপনার কবিতা পড়লাম। অনেক ভালো লেগেছে
"ক্ষমা চাই না, মুক্তি দাও"
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩
ভারসাম্য বলেছেন: আমার কথাগুলো শয়তান ও তার অনুসারীদের ( স্বজ্ঞানে বা অজ্ঞানে) জন্যই প্রযোজ্য।
রাষ্ট্রযন্ত্রের কথা কন নাই তো কীসের কথা কৈছেন! ষড়যন্ত্র?
এইটা কবিতা না। ভাল লাগ্লেও লাভ নাই, খারাপ লাগ্লেও লস নাই।
ধন্যবাদ ও শুভকামনা।
৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৮
মুদ্দাকির বলেছেন:
বরাবরের মত,কবিতা কিছু বুঝি নাই। আল্লাহ সবাইকে সব কিছু দেন না!!!
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪১
ভারসাম্য বলেছেন: কবিতা নয়তো এটা এবং আপনার প্রতি প্রযোজ্য নয়ও কথাগুলো। এটা কেবল অযথাযথ কর্তৃপক্ষ ও তাদের অথর্ব অনুসারীদের জন্য প্রযোজ্য। আপনিতো আমাদের দলে বা আমি হয়তো আপনাদের।
তারপরও কবিতা হিসেবে যেহেতু বুঝতে চেয়েছিলেন, তাই অযথাযথ কর্তৃপক্ষের একটু ব্যাখ্যা দেই। ধরুন, ডাক্তার না হয়েও একজন যখন অসদুদ্দেশ্য প্রণোদিত হয়ে, ভাসা ভাসা ধারণা নিয়ে অ্যানাটমী ফলায়, আবার সেই বিদ্যা দিয়ে আইনের ব্যাখ্যায়ও যায় তখন তার অবস্থান কিন্তু চিকিৎসাবিদ্যা, আইন বা সমাজবিদ্যা সবগুলো দিক দিয়েই অযথাযথ অবস্থানে থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তারাই যখন কর্তৃপক্ষীয় অবস্থানে বা কর্তৃপক্ষ কর্তৃক উৎসাহ এবং প্রণোদনাপ্রাপ্ত হয়, তখন সেই কর্তৃপক্ষ এবং তাদের অনুসারীদের উদ্দেশ্যেই কথাগুলো বলা। এক্ষেত্রে আমার বর্তমান অবস্থান হচ্ছে তাদের স্বার্থের স্বপক্ষে কিছু না করলেও, তাদের স্বার্থের বিপক্ষেও কিছু করছি না। কাজেই তাদের নিকট একটা প্রার্থনা এই যে, তাদের অন্যায় আচরণ থেকে মুক্তি চাইছি। প্রার্থনা পরবর্তী অংশটা হল, মানুষ ক্ষমাশীলও বটে এবং নিজেকে আমি মানুষের কাতারেই ভাবি। তাই তাদের অতীত অন্যায্যতাকেও ক্ষমা করেছি, যদি তারা বোঝে!
শুভকামনা।
৪| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও মাথার উপ্রে দিয়া গেছে
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৯
ভারসাম্য বলেছেন: আপনিও স্বপক্ষীয়।
আসলে আমরা বেশিরভাগই হয়তো একই পক্ষে, গুটিকয় অন্যায়জীবি ছাড়া। তাদের কাজেও এখন আর বাধা নই, এটাই বলেছি উপরে। যেহেতু বাঁধা নই, সেহেতু মুক্তি চেয়েছি অন্যায় শাস্তি থেকে। একই সাথে, ক্ষমাও করে দিয়েছি। এইতো। বেশি কিছু না। মাথার ভিতরে ঢোকার মত, তেমন বিশেষ কিছু না।
ভাল থাকুন সব সময়।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
কমিউনিস্ট বলেছেন:
ক্ষমা চাই না, মুক্তি দাও।
ক্ষমা করলাম, এবার যাও।
....চমৎকার!
২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
ভারসাম্য বলেছেন: কাস্তে-হাতুড়ির দিন কি আছে! শ্রমিক আছে, কিন্তু তাদের নিয়ে রাজনীতি করা লোকেরা পঁচে গেছে। পঁচে গেছে বিপক্ষের লোকেরাও। সবই শয়তানের বাম অথবা ডান পক্ষে। তবে তৃণমূলে এখনো অনেক ভাল মানুষ আছে। আছে দুই পক্ষেই।
তাই যে পক্ষেই হউন, শুভকামনা থাকছেই।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৪২
হাসান মাহবুব বলেছেন: কাঠখোট্টা এবং বেরসিক কবিতা। ভ
লো লাগসে।