নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্যfacebook.com/bharshammyo

ভারসাম্য

facebook.com/bharshammyo

ভারসাম্য › বিস্তারিত পোস্টঃ

পাঁচ বছর!!!!!

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬

আজি হৈতে পঞ্চ বর্ষ আগে
পাও কাটিয়াছিল এই পঁচা শামুকে।

পাও কাটিলেও রক্ত ঝরে নাই
অনেকে মরিলেও, ভারসাম্য মরে নাই।

যদিও মরি নাই, বাঁচিয়াও ছিলাম না
পাঁচ বছরে কী যে প্লাম, কী প্লাম না!

পাইছিলাম অনেক বন্ধু-স্বজন
পাই নাই শুধু মডুদের মন।

পরানের মডুরে, বুড়া হৈলাম তগো কারনে
বুড়া হওয়া উপলক্ষে অন্ততঃ এই পোস্টা নির্বাচিততে নে।

না নিলেও সমস্যা নাই,
নির্বাচিত হওয়ার যোগ্যতাও তো নাই।

চিরতরে ব্যান খাই নাই, এতেই খুশী
এই খুশীর দিনে সবাই আমারে উইশ করেন বেশি বেশি।

সবাইকে ধন্যবাদ। সামুতে আমার পাঁচ বছর পার করা উপলক্ষ্যে সকল সামুবাসীর জন্য আন্তরিক শুভকামনা।


মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

দিশেহারা আমি বলেছেন: আজি হৈতে পঞ্চ বর্ষ আগে
পাও কাটিয়াছিল এই পঁচা শামুকে।

=p~ =p~ =p~



পাঁচ বছর B:-)
এত লম্বা একটা ইনিংস খেলার জন্য আন্তরিক অভিনন্দন আপনাকে।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

ভারসাম্য বলেছেন: ইনিংস লম্বা, কিন্তু রান নাই তেমন। ব্লগটি ১০৬৪৪ বার দেখা হয়েছে বিগত ১৮২৫-১৮২৭ দিনে, মানে গড়ে ৫ টা রান দিনে। /:)
পিচটা অবশ্য প্রতিকূল রাখা হয়েছিল বলেই মনে হয় আমার কাছে। ;)

যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা।

২| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

নীল-দর্পণ বলেছেন:

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

ভারসাম্য বলেছেন: ইংলিশ কম বুঝি। অনুবাদ কৈরা দ্যান। দোয়া না ঝাড়ি দিলেন, বুঝি নাই ভাল। যাই হউক, ব্লগের বয়সে আপ্নে আমার সিনিয়ার অনেক। হিটের হিসাবেও আপনে সামু সেলিব্রেটির মধ্যে পড়েন। সেই তুলনায় আমি কিছুই না। ঝাড়ি দিলেও, সেইটা আমার জন্য দোয়ার মতই। অতএব থ্যাংক্যু। শুভকামনা এত্তগুলা!! :)

৩| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

নীল-দর্পণ বলেছেন:

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২১

ভারসাম্য বলেছেন: এই ইংরাজিটা অবশ্য বুঝসি! :-B কিন্তু বিগত ৫ বছর যে খুব সুখের ছিল, তা না। /:) অবশ্য আগামী ৫ বছরের জন্য দোয়া হৈলে ঠিকাচে।

আপ্নার জন্যও শুভকামনা। :)

৪| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০২

বলাকা মন বলেছেন: অভিনন্দন।

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৭

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। :)

আপনিতো দেখলাম ব্লগের বয়সে আমার চেয়েও অনেক সিনিয়ার, কিন্তু কোন পোস্ট নাই। মাল্টি আইডি আছে মনে হয়, তাই না। ;)

ব্যাপার না। শুভকামনা নিরন্তর। :)

৫| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: পাঁচ বছর হৈছে। এবার গা ঝাড়া দিয়ে ওঠেন। প্রতিদিন একটা করে কোবতে দেন।

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৫

ভারসাম্য বলেছেন: কোবতে লেখার চেষ্টা করা যায়, কিন্তু কবিতা ...! নিয়ম করে কবিতা হয় না, হয় না এখন অনিয়মেও। তাছাড়া যাও বা মাঝে মধ্যে হত, সেগুলোও এখানকার নিয়মে কবিতা হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে নি। ;)

তার চেয়ে কোবতে লেখার টেরাই করাই বেটার। চিন্তা-ভাবনা আছে। তবে গায়ের সাথে, পাওটাও ঝাড়া দিতে পারলে দিমু এখখান লাত্থি, থুক্কা দিমু এখখান দৌঁড় ... B-))

আপনার মত গুণী সেলিব্রেটির উৎসাহ জাগানিয়া কমেন্ট পাই প্রায়ই, কিন্তু মন পাইলাম না। :P

সমস্যা নাই। যা পাই তাই বা পায় কয় জনা! অনেক কৃতজ্ঞবোধ করি আপনি কিছু বললে। শুভকামনা সবার জন্য, সব সময়। :)

৬| ১৪ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:০৭

ফারজুল আরেফিন বলেছেন: =p~ =p~ =p~

মডু কিডা কিডা আছে অখন? :-B

১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ভারসাম্য বলেছেন: বাস্তবে কয়জন আছে জানি না, কিন্তু কাল্পনিক একজন আছে এইটা শিউর।;) নির্বাচক বৈলাও অনেকে নাকি আছে, যারা নাকি মডু না, কিন্তু পোস্ট নির্বাচিত পাতায় নিতে ভোট দেয়। জানি না ভাল, জাইনাও লাভ নাই। ভাল লিখতে পারলে না হয় লাভের চিন্তা কর্তাম।

আপ্নারে অনেকদিন পর পাইলাম। বালা থাহুইন। :)

৭| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: শুভেচ্ছা :)
শুভকামনা সবসময়ের জন্য।

১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ভারসাম্য বলেছেন: অশেষ ধন্যবাদ।

শুভকামনা সব সময়। :)

৮| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩৯

সায়েদা সোহেলী বলেছেন: শুভেচ্ছা শুভকামনা

ভাইডি খানাপিনা কই? ?
পরিবেশনা হয় টেবিলের উপরে নাহয় টেবিলের নিজ দিয়ে কিছু একটা ত হতি হবি নালি পারে নির্বাচিত হবি কেম্নে !!?? !:#P

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

ভারসাম্য বলেছেন: খানাপিনা নাই। সব উপলক্ষ্যের জন্যই খানাপিনা প্রযোজ্য হয় না। ধরুন কেউ হাসপাতালের বেডে বা কারাবন্দী থাকার পাঁচবছর পূরণ করল। ;)

তার মানি, জিনিসটা ইরাম দাঁড়ালো যে, খানাপিনা আপ্নিরাই খাওয়াবিন। :P

আর টেবিলইতো চিনিনে, টেবিল পালি পরে না, টেবিলের উপর-নীচ চিন্তে করতাম।

খানাপিনা লাগবিনা। আপনি আইয়েছেন, ইতেই খুশি। থেংক্যু। শুভকামনা। :)

৯| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

হাহা
কবিতা মজার হয়েছে...
বর্ষপূর্তির শুভেচ্ছা রইল ।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৭

ভারসাম্য বলেছেন: কোবতে মজার হৈলেও, অভিজ্ঞতা অত মজার না। :P

তবে এই নিয়েও ৫ বছর পার করতে পারাটা ভালই লাগছে।

ধন্যবাদ। শুভকামনা। :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: বুড়ো হওয়ার জন্য অভিনন্দন ভারসাম্য :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

ভারসাম্য বলেছেন: শুধু ব্লগীয় বয়সে নয়, বুড়ো হয়েছি শরীরের বয়সেও, যদিও চেহারায় তা বলে না। অবশ্য মনের বয়সে বুড়ো হয়েছি আরো অনেক আগে এবং এটাকেই ভাল একটা অর্জন বা প্রাপ্তি মনে হয়।

ধন্যবাদ আপনাকে। শুভকামনা সব সময়। :)

১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১

আলোরিকা বলেছেন: 'পাও কাটিলেও রক্ত ঝরে নাই
অনেকে মরিলেও, ভারসাম্য মরে নাই। ' -টিকিয়া থাকাই চরম সার্থকতা , টিকিয়া আছেন বলিয়াই পাঁচ বছর পূর্তি উৎসব করতে পারছেন :P পঞ্চ বৎসরে পদার্পণের জন্য শুভ কামনা ! খরগোশ হইয়া লাভ নাই কচ্ছপের মত রেস জিতুন ..... :)

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬

ভারসাম্য বলেছেন: উৎসব করছি না তো! গল্পে কচ্ছপ জিতলেও, বাস্তবে কিন্তু অনেক ধীরগতির। তবে জীবনের আয়ুর রেইসে কচ্ছপ আবার সেরা। শ্রেষ্ঠও হতে পারে। শুনেছি কচ্ছপ নাকি পাঁচশ বছর পর্যন্তও বাঁচে। সেদিক দিয়েও হেরে যাব হয়তো সহসাই। তবে জোর করে বেঁচে থাকার রেইসেও নেই অবশ্য আমি। টিকে থাকার দিক দিয়ে অবশ্য, কচ্ছপের চেয়ে, তেলাপোকার সাথেই তুলনাটা বেশি হয়ে থাকে। একটা তেলাপোকার নিজস্ব আয়ু অনেক কম হলেও, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের অস্তিত্ব নাকি জীবজগতের সেই আদিকাল থেকে এখন পর্যন্ত সগর্বে টিকে আছে। মানবিক চৈতন্যের দিক দিয়ে, তেলাপোকার চেয়েও অনেক বেশি, সবচেয়ে বেশি, আসলে অনন্তকাল ধরে টিকে থাকতে চাই সবাই মিলে।

মানবতা টিকে থাকুক। ভাল থাকুন সব সময়। :)

১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা.... :)

দারুণ কবিতা.... অনেক জ্ঞানের কথাও পেলাম।
তবে শুধু কবিতা পড়ে মন্তব্য না পড়ে চলে যাবে... সে নিশ্চিত ঠকবে..

অভিনন্দন আপনাকে, ভারসাম্য :)

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪

ভারসাম্য বলেছেন: ঠকাঠকি বুঝি না। আমি আসলে কমেন্টেই এটা ওটা বলে থাকি বেশির ভাগ। কবিতা-টবিতা এগুলা উপলক্ষ্য, যাতে মন্তব্যের ঘরে আলাপ জমানো যায়। জমে না। কারন, তেমন কেউ আসে না। আসার সুযোগই পায় না হয়তো তেমন, অন্যদের পোস্টের তুলনায়। আপনি সূক্ষ্মদর্শী মানুষ। বুঝবেন হয়তো ইংগিতটা। ;)

ভাল থাকুন। আরও বেশি জিততে চাইলে, আমার অন্য পোস্টের মন্তব্যগুলোও পড়ুন। :P

শুভকামনা নিরন্তর। :)



১৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মজা পেলাম পড়ে।
অনেক ভাল থাকবেন।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

ভারসাম্য বলেছেন: মজায়ও মজা নেই আজকাল। /:)

ধন্যবাদ। আপনিও ভাল থাকুন অনেক অনেক।

১৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা ৫ বৎসরের।

নতুন লেখা দিন।
শুভব্লগিং।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:০৩

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

নতুন কোন উপলক্ষ্য নাই আপাতত। শুধুই লেখার জন্য লিখতে ইচ্ছা করে না। আর ছয় মাস গেলে হয়তো অর্ধ যুগ পুর্তির পোস্ট দেব। আর এর মাঝে যদি কোন ঘটনা বা দুর্ঘটনা ঘটে, তাহলে তার পরিপ্রেক্ষিতেও কোন লেখা আসতে পারে। :D

ভাল থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.