নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্যfacebook.com/bharshammyo

ভারসাম্য

facebook.com/bharshammyo

ভারসাম্য › বিস্তারিত পোস্টঃ

প্রতিবিম্ব!

১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

একঝাঁক রুপালী মাছ উড়ছে
স্বচ্ছ দিঘীর আয়নার আকাশে।

কয়েকটা কালো রঙা চিলও
সাঁতার কাটছে সেই জলের পাঁজড়ে!

একটা মাছরাঙা পাখি,
জলের ভেতরের ডাঙায়, ঠাঁয় বসে আছে।

হঠাৎ পাখিটা,
জল থেকে আকাশে,
না কি আকাশ থেকে মাটিতে,
না কি মাটি থেকে জলে,
উড়ে গেল, না কি ডুব দিলো?
ঠিক বোঝা গেল না!

একটা রুপালী মাছ
ঠোঁটে করে ডুব দিল সে কি?
না কি আকাশের মাছটিই উড়িয়ে নিলো তারে
আরো দূরে, দূর আকাশের গভীরে?
ঠিক বোঝা গেল না!

যেমন বুঝি না আমি,
জেগে আছি কি না,
বেঁচে আছি কি না, এই পৃথিবীর বুকে?
হয়তো ঘুমিয়ে আছি, আছি এক সুখস্বপ্নের ঘোরে,
মরে গিয়ে জেগে উঠব হয়তো, অন্য এক পৃথিবী,
আসল পৃথিবীটার ঘরে!

মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯

রুহুল আমিন রাজ বলেছেন: ভালে লাগছে

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

ভারসাম্য বলেছেন: 'ভাল' মানে কিন্তু কপালও ( ভাগ্য ) হয়। ভালে লাগা, খ্রাপ না। :P

ধন্যবাদ রুহুল। শুভকামনা। :)

২| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: জল আর আকাশ, কোনটা নিবাস, কোথায় ছায়া? নাকি সব মায়া?

ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

ভারসাম্য বলেছেন: মায়া না, তবে আয়নার মত অনেকটা। আয়নায় পড়া ছায়া মায়া নয় যদিও, তবে আসলও নয়।

ধন্যবাদ হামা। কৃতজ্ঞতা ও শুভকামনা । :)

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১

জেন রসি বলেছেন: হঠাৎ পাখিটা,
জল থেকে আকাশে,
না কি আকাশ থেকে মাটিতে,
না কি মাটি থেকে জলে,
উড়ে গেল, না কি ডুব দিলো?
ঠিক বোঝা গেল না!

চমৎকার।ভালো লেগেছে।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

ভারসাম্য বলেছেন: আপনার কাছে চমৎকার লাগলেও, আমি তো ধন্ধে আছি। /:)

ধন্যবাদ আপনাকে। ভাল থাকা হোক সারাক্ষণ। :)

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর । ভাল লেগেছে ।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

ভারসাম্য বলেছেন: আপনার নিকটা তো বেশ! :P

কোথাথেকেকোথাকারকথাকই! ;)

ধন্যবাদ। শুভকামনা নিরন্তর। :)

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: মাঝে মাঝে ঘোরে থাকা ভালো, তাতে ঘোর ঘরের পার্থক্য বোঝা যায় :(

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

ভারসাম্য বলেছেন: মাঝে মাঝে ঘোরে থাকার গল্প নয় এটা, সব সময়ই এরকম একটা ঘোরের জগতেই আছি হয়তো আমরা। এটা আসলে ঠিক ঘোরও নয়, তবে আয়নার মত হয়তো। মুখোমুখি থাকা আয়না। প্রতিবিম্ব উলটো হলেও, মিথ্যে নয়। কথা হল, প্রতিবিম্বের প্রকৃত উৎস কোন আয়নায় ................!

ধন্যবাদ, আমার আবোল-তাবোল লেখায়ও নিয়মিত হাজিরা দিয়ে যাবার জন্য। শুভকামনা সব সময়। :)

৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: আসল পৃথিবী?

ভালো লাগলো।

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১২

ভারসাম্য বলেছেন: আপনি বেঁচে আছেন! :P

এই পৃথিবীটা হয়তো একটা আয়নার মত, যেখানে আসল পৃথিবীতে ঘটা সব কিছুই প্রতিফিলিত হচ্ছে, কিন্তু প্রতিবিম্বটা উলটো। :D

ধন্যবাদ। শুভকামনা নিরন্তর। :)

৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

সায়েদা সোহেলী বলেছেন: কয়েকটা কালো রঙা চিলও
সাঁতার কাটছে সেই জলের পাঁজড়ে!------ এইখানে চিতপটাং খাইছিলাম , পরে অবশ্য উঠে বসেছি ।

ঘোর লাগা কবিতা , জলের বুকে আকাশের ছায়া নাকি আকাশে ই জলের ছোয়া !! মাছ আর মাছরাঙা জীবনের লুকোচুরি ।

এ জীবন ক্ষনিকের । । । । । দন্দে ধন্দে ভালো ই লিখেছেন :)

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

ভারসাম্য বলেছেন: দ্বন্দ মোটেও মন্দ না। :D

জীবনের শেষ নেই। তবে পৃথিবীতে কাটানো এই ক্ষণিক সময়টাকেই শুধু জীবন ধরে নিয়েই ধন্দে আছি সবাই। ;)

শুভকামনা নিরন্তর। :)

৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক দিন পড় আপনার লেখা পড়ার সৌভাগ্য হলো। অফিসের কাজের চাপে সময় করতে পারি না। আবার চেষ্টা করছি ফিরতে। লাগাম টেনে ধরলে আর লেখা লেখি করতে ভালো লাগে না। তবে কবিতার মাধ্যমে অনেক কথাই বলা যায় যা গদ্যে যায় না। এইক্ষেত্রে কবিদের অনেক সুবিধা। ভাল থাকবেন সবসময় এই কামনা করি।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

ভারসাম্য বলেছেন: আমি কিন্তু কবি নই! তাছাড়া কবিতার উপরও ৫৭ধারা প্রযোজ্য। তাই প্রায় সব ধরনের লেখাতেই লাগাম টেনে রাখতে হচ্ছে। অবশ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটা কিছু লেখার চেষ্টা করছি কিছুদিন থেকে, যা হয়তো খুব শিগগিরই বই আকারে আসতে পারে বাজারে। এই সুযোগে আগাম মার্কেটিং করে রাখলাম একটু। অবশ্য মার্কেটিং না, বইটার অন্য আরো কিছু ব্যাপারেও সাহায্য গ্রহণের প্রয়োজনবোধ করছি। আপনার যদি বিশেষ কোন অসুবিধা না থাকে, তাহলে আমার প্রোফাইলে দেয়া ই-মেল ঠিকানায় আপনার চিঠি পেলে, খুশী হব।

ভাল থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা রইল। :)

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

অজন্তা তাজরীন বলেছেন: oshadharon kolponabilash !! bhalo laglo onno rokom prithibi ke :) keep it up

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

ভারসাম্য বলেছেন: কল্পনা নয়। নয় বিলাসিতাও। এটাই হয়তো বাস্তবতা। অন্য পৃথিবীই সত্যি, বাকী সব ঝুটা। :)

তবে আপনার ভাল লাগাটা সত্যিও হতে পারে। :P

ধন্যবাদ ও শুভকামনা। :)

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

বাংলার ফেসবুক বলেছেন: একটা রুপালী মাছ
ঠোঁটে করে ডুব দিল সে কি?
না কি আকাশের মাছটিই উড়িয়ে নিলো তারে
আরো দূরে, দূর আকাশের গভীরে?
ঠিক বোঝা গেল না!

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

ভারসাম্য বলেছেন: আপ্নে দেহি খালি কপি-পেইস্ট কমেন্ট করেন। :প

ধন্যবাদ তবুও। ভাল থাকুন সব সময়।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

লেখোয়াড়. বলেছেন:
হে হে হে ............... কেমন আছেন?

কবিতায় +++।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

ভারসাম্য বলেছেন: আছি খ্রাপ না। আপনার নিকের শেষের ডট(.) কি আগে থাকতেই ছিল, না কি আগের নিকটা সামু খোঁয়াড়ে ভরছে? সামান্থার কী হালচাল এখন? :P

প্লাসের লেইগ্যা ধইন্যা। বালা তাহুইন। :)

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

লেখোয়াড়. বলেছেন:
ঠিক বলেছেন ভারসাম্য, আগের নিকটা সামু খোঁয়াড়ে ভরছে।
অনেক চেষ্টা করেছি কিন্তু পাসওয়ার্ড ফিরে পেলাম না।
তাই নতুন করে আসা, শুধু একটি ডট (.) বেশি......... হা হা হা ..........

হা হা হা .............
কাল্পনিক সামান্থা কাল্পনিক থেকেই গিয়েছে।
তবে আপনি মনে রেখেছেন জেনে ভাল লাগল।

ধন্যবাদ, ভাল থাকুন।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

ভারসাম্য বলেছেন: সামান্থা কাল্পনিক হলে, আপনার কল্পনার জগৎটাও কি তারই মত অপরিচ্ছন্ন ছিল না! ;)

সুপরিচ্ছন্ন নয় হয়তো কারোই, কিন্তু তা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা থাকা চাই সবারই। পরিচ্ছন্নতা ফিরে আসুক সবার মাঝে, সব খানে। শুভকামনা। :)

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

লেখোয়াড়. বলেছেন:
আপনি যা ভাল বোঝেন।
তো এতদিন পর আমার ব্লগ পড়ে আপনার মনে হলো আমার ক্লপনার জগৎ অপরিচ্ছন্ন!!
তা আপনার মনে হতে পারে।

হা হা হা .................. আপমি জানি আপনি কেন এমন বললেন!!
বলবো নাতো!!

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

ভারসাম্য বলেছেন: আপনার ব্লগ পড়ে বলি নি। আপনি যেহেতু আপনার সেই সামান্থাকে কাল্পনিক বলছেন এখন, আর সেই পোস্টটা ছিল সামান্থার অপরিচ্ছন্নতা সংক্রান্ত, তাই বললাম। যদি সামান্থা কাল্পনিক না হয়, তাহলে আপনার কল্পনার জগতের কথাও আসে না। যাই হোক, আমি কেন বলেছি সেটা আপনি না বললেও, আমিই বলে দিলাম। :D

শুভকামনা নিরন্তর। :)

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

নিমগ্ন বলেছেন: কোবতে ভাল্লাগছে।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

ভারসাম্য বলেছেন: যদিও কবিতা হয়ে ওঠেনি হয়তো এটা, কিন্তু কোবতে হিসেবেও লিখি নি। তারপরও ভাল যখন লেগেছেই আপনার কাছে, তখন কবিতা হিসেবি হোক আর কোবতে হিসেবেই হোক, ধন্যবাদ তো দিতেই হয় আপনাকে। :D

শুভকামনা নিরন্তর। :)

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

আরজু পনি বলেছেন:

কবিতা পড়তে বেশ লাগলো ।

আমার কিন্তু কারো লেখা ভালো লাগলেই লাইক বাটনটা কোন কিছু না বলেই চাপি...

বর্তমান মডুতো দারুন কবিতা প্রেমি...এটা কি নির্বাচিত হয়নি ? না হলে হয়তো মডুর দৃষ্টি এড়িয়ে গেছে ।

নতুন বছরের ভারসাম্যমূলক নয়...বরং একগাদা শুভেচ্ছা রইল ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬

ভারসাম্য বলেছেন: কবিতা প্রেমি হলেই যে, যার-তার(!) কবিতাই নির্বাচিততে নিতে হবে এমনতো কথা নেই! এখানে কন্টেন্টের দোষ-গুণের চেয়ে, সেটা কে লিখছে সেটাই হয়তো বিবেচ্য বেশি। না হলে একটা/দুটা পোস্ট দৃষ্টি এড়িয়ে যাওয়া অসম্ভব না, কিন্তু সব পোস্টই! আমি বলি না যে, আমার লেখা নির্বাচিত হবার মত উঁচুমানের, কিন্তু একই মানের বা অনেক নিম্নমানের লেখাও মুড়ি-মুড়কির মত যেখানে নির্বাচিত হয় সেখানে আমার কোন লেখাই নির্বাচিত হয়েছে বলে মনে পড়ে না। এই নিয়ে খুব বেশি আক্ষেপ নেই যদিও, তবে এখানে এখন আর তেমন একটা লেখালেখি না করার এটাও একটা কারণ। যাও বা দুই একটা লিখি হঠাৎ হঠাৎ, সেটাও খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না। এটা অবশ্য ভালও এক অর্থে। কারণ আমার লেখা মুড়ি-মুড়কি হিসেবে নির্বাচিততে যাক, এটা আমিও চাই না। কাজেই মডুদের বিরুদ্ধে আমার আসলে অভিযোগও নেই তেমন। :D

যাই হোক, নতুন বছরে আমার ব্লগে প্রথম মন্তব্যকারি হিসেবে অভিনন্দন আপনাকে। আর শুভকামনা সব সময়ের জন্যই। :)

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

আরজু পনি বলেছেন:

আমার বই পোস্টে আপনার নীরব উপস্থিতি দেখে ফেলেছি লাইক বাটনে B-)

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

ভারসাম্য বলেছেন: আমার নীরব ভালো লাগা যদি কারো সরব উপস্থিতি ঘটায়, মন্দ কী! আসলে শুধু 'ভাল লেগেছে/ লাগে নি' এরকম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না খুব বেশি। নিজের লেখায় আসা মন্তব্যের উত্তরের ক্ষেত্রেও শুধু 'ধন্যবাদ/শুভকামনায়' সীমাবদ্ধ থাকতে চাই না। তাই ভাল লাগা অনেক লেখাতেই সময়াভাবের কারণে লাইক বাটনের সদ্ব্যবহার করতে বাধ্য হই। নিজের পোস্টে আসা মন্তব্যের ক্ষেত্রেও উত্তর দিতে দেরী হয়ে যায় অনেক সময়ই।

যাই হোক, আপনার সেই পোস্টে কিছু বলার ইচ্ছাও ছিল। আপাতত এখানেই একটু বলে রাখি। আপনাকে বিস্মিত করা, 'বইয়ের ভেতরে যা লেখা' তার ছবিও দিয়েছেন, কিন্তু পড়া যাচ্ছে না ঠিক মত। যদিও সেগুলো আপনাদের ব্যক্তিগত হিসেবেই ঠিক ছিল, জানতে চাওয়াটা কিছুটা অনধিকার চর্চার মত হয়ে যায়। তবে সেগুলোর ছবি যেহেতু দিয়েছেন এবং তা আপনার আনন্দাশ্রুর কারণ হয়েছিল বলেছেন, তাই একজন ভক্ত পাঠক হিসেবে সেগুলো জানার কৌতুহলটাও আছে। বাকী আপনার মর্জি। :D

ভাল থাকা হোক সব সময়। :)

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

তার আর পর নেই… বলেছেন: পাঁজড়ে -পাঁজরে
ভাবনাটা খুবই ভাল লেগেছে। +++

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

ভারসাম্য বলেছেন: হুম, পাঁজর হবে।

ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন কবিতা
+++

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০২

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

ভাবনাটা কিন্তু অসাধারণ নয়।

শুভকামনা। :)

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগাটা মাঝে মাঝে মুখ্য :) ভাবনা নয় কিন্তু

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৫

ভারসাম্য বলেছেন: যা মুখ্য, তা সব সময়ই মুখ্য হওয়া উচিৎ। ভালা লাগার আবেশে জীবনবোধ নিয়া ভাবনাটা হারিয়ে ফেলি আমরা প্রায়শই।

যাই হোক, ভালা লাগা খারাপ কিছুও নয় অধিকাংশ ক্ষেত্রে। শুভকামনা আরেকবার। :)

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

ফারিহা নোভা বলেছেন: সুন্দর লিখেছেন,।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকবেন। :)

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

সিফাত ও তার কবিতা বলেছেন: দারুণ!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ সিফাত। :)

সিগ্রেট খেয়ে সাথে সাথে কেউ মরে না, তবে ক্ষুধা নষ্ট হয় হয়তো। সেই হিসেবে অবশ্য ভাতের উপর চাপ কিছুটা কমলেও কমতে পারে, তবে পরিবেশ ও প্রতিবেশে্র উপর ধুমপান যে ক্ষতিকর প্রভাব ফেলে তা কিন্তু ফসল উৎপাদনেও ঘাটতি ঘটাতে পারে। ;)

শুভকামনা রইলো। :)

২২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার!

+++++++++++

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা সব সময়। :)

২৩| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২১

দিয়া আলম বলেছেন: লেখায় যাদু আছে কবি, সম্মোহন

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩০

ভারসাম্য বলেছেন: লেখায় যাই থাক, আমরা সবাই এক জাদুর ঘোরের মধ্যেই আছি হয়তো। জাদুর ঘোরটা কাটা উচিৎ। কবিতাও জাদুর মত, তাই কবিতা হিসেবে লিখতে চাই না। কবি হিসেবে ভাবতেও চাই না নিজেকে। :D

অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন অবিরাম। :)

২৪| ১৫ ই জুন, ২০১৬ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পরাবাস্তব দৃশ্যকল্প। সম্ভবতঃ এটাই প্রথম আপনার কোন লেখা পড়লাম। লেখার মুন্সীয়ানায় মুগ্ধ হয়েছি।
কয়েকটা কালো রঙা চিলও
সাঁতার কাটছে সেই জলের পাঁজড়ে!
- এক কথায় বলবো, চমৎকার একটা দৃশ্য এঁকেছেন, যা সাধারণ ভাবনায় বা কল্পনায় আসার কথা নয়। জলের পাঁজর - এক দূর্দান্ত কল্পনা। + +

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫

ভারসাম্য বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত অনেকদিন পর উত্তর দেয়ার জন্য। আসলে এখানে আসা হয়নি অনেকদিন আর সেভাবে।

যাই হোক, আপনার বিদগ্ধ মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা। 'পাঁজড়' -এর টাইপোটাও ঠিক করা হয় নি। :P

ভাল থাকুন অনেক বেশি। :)

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২

শরতের ছবি বলেছেন: বেশ ভাল লাগলো !

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা। :)

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: আমিও আপনার সুন্দর প্রতিমন্তব্যটা অনেকদিন দেরীতেই দেখতে পেলাম। শরতের ছবি একটু আগে উপরের মন্তব্যটা না করলে হয়তো এখনো দেখতে পেতাম না। আসলে এখন কোন নোটিফিকেশন পাওয়া যায় না ঠিকমত। সেজন্যেই এসব বিভ্রাট ঘটছে ক্রমাগত।
'পাঁজড়' লক্ষ্য করেছেন বলে ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

ভারসাম্য বলেছেন: 'পাঁজড়'-এর জড়তার কথা উপরে ১৭ নং কমেন্টে 'তার আর পর নাই'-ও বলেছিলেন, কিন্তু আমার বদভ্যাস আর আলস্য... :P

যাই হোক, ধন্যবাদ আবারও। শুভকামনা সব সময়ের জন্য। :)

২৭| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

শাহেদ খান বলেছেন: 'মায়া-বাস্তবতা' - সম্ভবত কোনও না কোনও একটা সময় সবার ভাবনায় আসা অবধারিত একটা পর্যায়!

আপনার ভাবনাটা খুবই সুন্দরভাবে প্রকাশ করলেন!

অনেক শুভকামনা!

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

ভারসাম্য বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিতে অনেক অনেক অনেকদিন পর লগইন করলাম এখানে। অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন অনেক বেশি। :)

২৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬

শাহেদ খান বলেছেন: ফিরে আসায় ভাল লাগা জানবেন!

এখন নিয়মিত হবেন আশা করছি। শুভকামনা!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ, কিন্তু অনিয়মের রাজত্বে নিয়মিত হওয়া কি সম্ভব হবে আর! তবু আশা ও শুভকামনা থাকুক সবার মাঝে, সবার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.