নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্যfacebook.com/bharshammyo

ভারসাম্য

facebook.com/bharshammyo

ভারসাম্য › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখাঃ অ্যানড্রয়েড ফোন/ট্যাবের জন্য বাংলা লেখার কিছু কীবোর্ড অ্যাপ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

অনেকদিন পর এখানে এলাম নতুন একটি অ্যান্ড্রয়েড বাংলা কীবোর্ড অ্যাপ সম্পর্কে লিখতে। শুধু একটি অ্যাপ নিয়ে লিখলে তা বিজ্ঞাপনী ধরনের পোস্ট হয়ে যেতে পারে, তাই অ্যান্ড্রয়েডে জনপ্রিয় আরো কিছু বাংলা কীবোর্ড অ্যাপস এর রীভিউ আকারেই লিখছি। :)

অ্যান্ড্রয়েড ডিভাইসে বাংলা লেখার ক্ষেত্রে প্রথমেই আসবে মায়াবী কীবোর্ডের কথা। মায়াবীই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য সর্বপ্রথম অন-স্ক্রিন সফট কীবোর্ড যা ১৮ই মার্চ, ২০১১ সনে অবমুক্ত হয়। এটি বাংলা ভাষায় ফোনেটিক টাইপিং-এর অগ্রদূত অভ্র'র মত ফোনেটিক স্টাইলে বাংলা লেখার সুবিধা এনে দেয় অ্যান্ড্রয়েড ফোনেও। সাথে ওয়ার্ড সাজেশন, ফিক্সড কীবোর্ড লেআউট সহ একটি কীবোর্ড অ্যাপে সচরাচর যেসব সুবিধা থাকে তার সবকিছুই আছে এতে, কিন্তু এর একটি বিরক্তিকর বৈশিষ্ট্য হল, এটি বিজ্ঞাপন প্রদর্শন করে যা স্ক্রীনের অনেকখানি জায়গা দখল করে ফেলে এবং টাইপিং-এ অনেক বিঘ্ন ঘটায়। মূলতঃ একারণেই এটি পরবর্তীতে জনপ্রিয়তা হারিয়ে ফেলে, তবে এটি এখনো গুগল প্লেস্টোরে মোটামুটি ভালভাবেই টিকে আছে।

এরপরে বলবো প্রজন্ম নামের একটি অ্যান্ড্রয়েড কীবোর্ড অ্যাপের কথা যেটা সম্পর্কে এভাবে বলা যায় যে, "এলাম, দেখলাম, জয় করলাম তারপর হারিয়ে গেলাম!"। মায়াবী কীবোর্ডের বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্ত, অনেক কম ফাইল সাইজের সম্পূর্ণ স্বচ্ছ একটি কীবোর্ড ছিল এই প্রজন্ম। স্বচ্ছ এজন্য বলা যে, এটিকে ডিভাইসের কোন অংশ ব্যবহার করতে অনুমতি দেয়ার প্রয়োজন হয় না, যে অনুমতি নিয়ে অনেক খারাপ অ্যাপ অনেক সময় ব্যবহারকারীর তথ্যপাচার বা অ্যাকাউন্ট হ্যাকিং-এর কাজও করে থাকে। এরকম স্বচ্ছ, বিজ্ঞাপনমুক্ত ও অনেক কম ফাইলসাইজের একটি অ্যাপ দিয়ে ফোনেটিক স্টাইলে বাংলা লেখার সুবিধা দেখে শুরুতে এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু এটি দিয়ে দরকারী কয়েকটি ক্যারেক্টার ইনপুট দেয়া যেত না। অজানা কারণে প্রজন্ম কীবোর্ড নিয়মিত আপডেইট দিতে ব্যার্থ হয় এবং জনপ্রিয়তা হারিয়ে ফেলে। এটি এখনো প্লেস্টোরে টিকে আছে এবং অনেকেই এটি এখনো ব্যবহার করেন। আমি নিজেও করতাম, এখনো মাঝে-মধ্যে ব্যবহার করি।

এরপরেই আসবে রিদ্মিক, রিদ্মিক এবং রিদ্মিক এর কথা। একটিই কীবোর্ড তবু তিনবার বলার কারণ এর গুরুত্ব বোঝাতে। সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত, প্রায় সম্পূর্ণ স্বছ ও প্রায় সমস্ত ফীচার নিয়ে ২০ সেপ্টেম্বর,২০১২ তে অবমুক্ত হয় এটি এবং এখন পর্যন্ত পঞ্চাশ লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে এটি। ডাউনলোড সংখ্যা দেখেই বোঝা যায় কতখানি জনপ্রিয় এটি! সবই ভাল, তারপরও কীবোর্ড লেআউট পরিবর্তনের জন্য সোয়াইপ ফীচারটা আমার কাছে স্বাচ্ছন্দ্যকর লাগে না, তাই প্রজন্ম'র ওয়ানটাচ কীবোর্ড লেআউট পরিবর্তন সুবিধার কারণে সীমাবদ্ধতা সত্ত্বেও সেটিই ব্যবহার করেছি বেশি। এই একটি ব্যাপার বাদে রিদ্মিক-এর সবকিছুই পারফেক্ট!

এবার বলব, পার্বতী নামের আরেকটি কীবোর্ডের কথা, যেটাকে আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফীচার সমৃদ্ধ মনে হয়েছে এবং শুরুর দিকে এর বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও নিয়মিত আপডেইটের মাধ্যমে এটি বর্তমানে অত্যন্ত স্ট্যাবল পর্যায়ে আছে বলে মনে হয়েছে আমার কাছে। সবকিছু মিলিয়ে রিদ্মিক-এর চেয়েও পার্বতীকে একটু বেশি অগ্রসর বলা যায়, তবে ডাউনলোড সংখ্যার বিচারে এটি এখনো অনেক পিছিয়ে আছে যাকে এগিয়ে দেয়া আমাদের সবার দায়িত্ব বলেই আমি মনে করি।

সবশেষে বলব, আজন্ম নামের একটি অ্যান্ড্রয়েড বাংলা কীবোর্ড অ্যাপের কথা যেটি সম্পর্কে বলতে চেয়েই মূলত এই পোস্টের অবতারণা। খুব বেশি কিছু বলা যাবে না অবশ্য, কারণ নিজের ঢোল নিজে পেটানো খুব একটা ভাল দেখায় না :D । তাছাড়া এটি মাত্র ২/৩ দিন (২৬ ডিসেম্বর,২০১৬) হল অবমুক্ত হয়েছে এবং নতুন হিসেবে এর অনেক সীমাবদ্ধতাও আছে স্বাভাবিকভাবেই। তবে কীবোর্ড লেআউটের মধ্যেই বিল্টইন সায়েন্টিফিক ক্যালকুলেটর সুবিধা এবং সেটি দিয়ে শুধু হিসেব-নিকেশই নয়, ফলাফল ইনপুট দেয়ারও ব্যবস্থা রাখার আইডিয়াটা কিন্তু চমৎকার একটি ব্যাপার হতে পারে অনেকের কাছে। আজন্ম দিয়ে সুপারস্ক্রিপ্ট/সাবস্ক্রিপ্ট ক্যারেকটার, গ্রীক বর্ণ ইনপুট দেয়ার ব্যবস্থাটাও বেশ কার্যকরী হতে পারে অনেকের কাছেই বিশেষ করে বিজ্ঞানের ছাত্র-শিক্ষক, ডাক্তার-ইঞ্জিনিয়ারদের কাছে। ফোনেটিক স্টাইলে বাংলা লেখার প্রায় সব সুবিধা সহ, নতুনদের জন্য সহজে যুক্তাক্ষর লেখার একটি লেআউটও আছে এতে। খুবই কম ফাইল সাইজের (৭/৮ শ কেবি) একটি অ্যাপের মধ্যে আরও যে কত কত ইউনিক ফীচার আছে, তা প্রথমে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু সংগত কারণেই সেগুলো সম্পর্কে বেশি কিছু বলা থেকে বিরত থাকছি। আর আজন্ম কীবোর্ডটি কিন্তু সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত এবং শতভাগ স্বচ্ছ ও নিরাপদ, অর্থাৎ এটি ইন্সটল করতে ডিভাইসের কোন অংশ ব্যবহার করতে অনুমতি দেয়ার প্রয়োজন হয় না।

উপরে বলা সবগুলো কীবোর্ডই গুগল প্লেস্টোরে bangla keyboard লিখে সার্চ দিলেই পাওয়া যাবে, তবে আজন্ম একটু নতুন বিধায় স্ক্রল করে বেশ একটু ( ১২০ নম্বর সিরিয়ালের আশেপাশে) নীচে গেলে সেটাকে পাওয়া যাবে। শুধু mayabi বা ridmik বা projonmo বা parboti বা ajonmo লিখে সার্চ দিলে কীবোর্ডগুলোকে একবারেই পাওয়া যাবে তবে bangla keyboard লিখে সার্চ দিয়ে স্ক্রল করে বাছাই করাই ভাল অ্যাপগুলোর র‍্যাঙ্কিং উপরের দিকে তোলার জন্য। আমাদের দেশী অ্যাপগুলোর র‍্যাঙ্কিং বাড়ানো বাংলাদেশি সবারই দায়িত্ব হওয়া উচিৎ। আর উপরে বলা কোন অ্যাপই ইন্সটল করার পর আনইন্সটল না করাই ভাল; ব্যবহার না করলে না করুন, কিন্তু আনইন্সটল করার বিশেষ প্রয়োজন না থাকলে সেটিকে রেখে দেয়াই উত্তম, কারণ আনইন্সটল করলেও একটি অ্যাপের র‍্যাঙ্কিং-এর অবনমন ঘটতে পারে। তবে যদি কোন প্রোগ্রামকে আপনার কাছে অস্বচ্ছ বা ক্ষতিকর মনে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা। রেটিং দেয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমাদের দেশীয় অ্যাপগুলোর রেটিং পাঁচ-তারকাই দেয়া উচিৎ আমাদের সবার।

এই পর্যায়ে এসে দুটি কৌতুকের কথা মনে পড়ল। প্রথমটি হল, পাগলকে সাঁকো নাড়াতে না বলার কৌতুকটি। দ্বিতীয়টি হল, নরকে বাঙালীদের জন্য আলাদা পাহারাদার না রাখার কৌতুকটি। কৌতুক এখন আর বলছি না, তবে আমার হঠাৎ করে মনে পড়া কৌতুক দুটি পাঠকদেরও মনে করিয়ে দেয়া উচিৎ হয়তো, তাই উল্লেখ করলাম। :P

যাই হোক, বেশি কিছু না বলতে বলতেও অনেক কিছুই বলা হয়ে গেল। এবার থামা উচিৎ। সবাই ভাল থাকুন। :)

আপডেইটঃ আজন্ম কীবোর্ডে এখন তিনটি ফিক্সড বাংলা লেআউট(জাতীয়, মুনীর ও প্রভাত) সংযুক্ত হয়েছে।





মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

এম এ আসাদ বলেছেন: Prevention is always better than cure!
https://www.facebook.com/bloodcollectionhome/

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। শুভকামনা। :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

রানা আমান বলেছেন: উপকারী পোস্ট , প্রিয়তে নিলাম ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। শুভকামনা। :)

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

শহুরে আগন্তুক বলেছেন: Good luck!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১০

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। শুভকামনা। :)

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আপনাকে দেখে শুভেচ্ছা জানাতে এসে দেখি নতুন পোস্ট দিয়েছেন।
দেখে ভালো লাগলো।
আশা করি নিয়মিত থাকবেন ব্লগে।
কথা হবে নিয়মিত...
অনেক শুভকামনা রইল, ভারসাম্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

ভারসাম্য বলেছেন: দরকার ছাড়া শুধু সময় কাটাতে আসবার সময় হয়ে ওঠে না তেমন। আগের সেই পরিবেশও নাই। দেখা যাক কয় দিন থাকা যায়! :|

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভকামনা সব সময়ের জন্য। :)

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: উপকারী পোষ্ট। প্রিয়তে নিলাম। ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ আপনাকেও। প্রিয়তে নেয়ার পাশাপাশি অ্যাপগুলোও ব্যবহার করে দেখুন সম্ভব হলে, অন্যদেরও বলুন।

একরাশ শুভকামনা আপনার জন্য। :D

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

খায়রুল আহসান বলেছেন: বেশ ঝরঝরে লেখা। কাজেও লাগবে মনে হয়। প্লাস এবং "প্রিয়"তে।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

ভারসাম্য বলেছেন: ধন্যবাদ। অ্যাপগুলোও পারলে ব্যবহার করে সেগুলোর আরও উন্নয়নে যথাস্থানে ফীডব্যাক করতে পারেন।

শুভকামনা নিরন্তর। :)

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার এপস দেখার চেস্টা করবো। ৫ স্টার দিয়ে দেব ভাল লাগলে... ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩

ভারসাম্য বলেছেন: এইতো বুইজ্জালাইচেন। খালি আমার্টা না, বাকী গুলানও দেইখেন আগে কুনুডা না দেইখা থাক্লে, সাথে অন্যগোও বইলেন।

ভাল থাকুন অনেক। :)

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৬

সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: আপাতত আমি মায়বীতে আছি!

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

ভারসাম্য বলেছেন: থাকুন, তবে অন্যগুলোও পরখ করে রেখে দিতে পারেন ফোন/ট্যাবে। এখন না হোক, পরবর্তীতেও কাজে লাগতে পারে।

ধন্যবাদ। শুভকামনা।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০

হাসান মাহবুব বলেছেন: আমি রিদমিকের কঠিন ফ্যান। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

ভারসাম্য বলেছেন: আমিও সব মিলিয়ে রিদ্মিককেই এগিয়ে রাখি, কিন্তু কীবোর্ড সুইচিং-এর ওয়ানটাচ ডেডিকেটেড কী না থাকায় কেন যেন ফ্যান হয়ে উঠতে পারিনি। শুধু এই কারণেই আমি প্রজন্ম'র ফ্যান হয়ে গিয়েছিলাম, কিন্তু ওটার আবার অন্য অনেক সীমাবদ্ধতা। শেষে নিজেই নিজের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছি আর সেই উদ্যোগ আপনাদের সবার জন্যও শেয়ার করছি, একই সাথে অন্য অ্যাপগুলোর অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি।

ধন্যবাদ ও শুভকামনা যথারীতি। :)

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

অভ্রনীল হৃদয় বলেছেন: আমি রিদমিকের অনেক বড় ফ্যান। এখনো এটাই ব্যবহার করে আসছি। আজন্ম ইনস্টল দিলাম। ভালোই :)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১

ভারসাম্য বলেছেন: ইন্সটল করে ব্যবহার করেছেন, এতেই খুশী। ভাল-মন্দ বলার সময় পুরোপুরি হয় নি এখনো, তবে চেষ্টা চলছে আরও ভাল অবস্থায় নিয়ে আসার। সেজন্য আপনাদের সমালোচনাও অনেক প্রয়োজন।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: আমার কাছেও রিদ্মিক ভালো লাগে। আসলে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি।

অনেক দিন পর, আপনার পোস্ট পেলাম। সময়-সুযোগ করে আজন্ম ব্যবহার করে দেখতে হবে।

শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৮

ভারসাম্য বলেছেন: আসলে রিদ্মিকের চেয়েও পার্বতী কীবোর্ড কিছুটা অগ্রসর মনে হলেও সেটা বেশি সাড়া ফেলতে না পারার একটা বড় কারণ হলো, সেটায় বিশেষ নতুনত্ব তেমন কিছু নাই। সেদিক দিয়ে আজন্ম কীবোর্ড নতুন কিছু ইউনিক ফীচার নিয়ে এসেছে বলা যায়। পরখ করে দেখা উচিৎ মনে হয় সবারই।

ধন্যবাদ ও শুভকামনা। :)


১২| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

আলগা কপাল বলেছেন: উপরে যত গুলো কিবোর্ডের কথা বললেন, আজন্ম ছাড়া সবগুলো দেখেছি। এর মধ্যে রিদ্মিক সবচেয়ে ভাল লেগেছে এবং সবসময় রিদ্মিকই ব্যবহার করি। এটি লাইটওয়েট তাছাড়া কিবোর্ডের হাইট বাড়ানো কমানো যায়। এই ফিচারটি আমার বিশেষ প্রয়োজন।
আজন্ম কিবোর্ড টা এক্ষুনি ট্রাই করবো।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

ভারসাম্য বলেছেন: আপনার পরের মন্তব্যটির উত্তর আগেই দেয়া হয়ে গিয়েছে। এটার উত্তরে বলছি, উপরে দেয়া পাঁচটি কীবোর্ডের মধ্যে সবচেয়ে লাইটওয়েট হল প্রজন্ম যার ডাউনলোড ফাইল সাইজ আমার ডিভাইসে মাত্র ২৯৬ কেবি । এই ফাইল সাইজ অবশ্য ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে, তবে রেশিও একই থাকে। সেই হিসেবে আমার ডিভাইসে অন্য কীবোর্ডগুলোর মধ্যে সবচেয়ে ভারী হল মায়াবী যার ডাউনলোড সাইজ প্রায় ৪.৬ মেগাবাইট। ডাউনলোড সাইজের একটি তুলনাচিত্র নীচে দেয়া হল,

প্রজন্মঃ ~২৯৬ কিলোবাইট।
আজন্মঃ ~৭১৭ কিলোবাইট।
রিদ্মিকঃ ~২৬০০ কিলোবাইট (ইমোজি প্লাগিন্স বাদে)
পার্বতীঃ ~৪২৪০ কিলোবাইট (ইমোজি প্লাগিন্স সহ)
মায়াবীঃ ~৪৭১০ কিলোবাইট।

যাই হোক, আপনাকে আবারও ধন্যবাদ। শুভকামনাতো থাকছেই। :)

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

ভারসাম্য বলেছেন: আপনার জন্য আরো একটি সুখবর হল, 'আজন্ম' কীবোর্ডেও উচ্চতা হ্রাস-বৃদ্ধির সুবিধা সংযোজিত হয়েছে। কীবোর্ড থীম পরিবর্তনের সুবিধাও যুক্ত হয়েছে। আর 'জাতীয়/মুনীর/প্রভাত' ফিক্সড লেআউটের ব্যবস্থা তো আগেই করা হয়েছে।

শুভকামনা। :)

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

আলগা কপাল বলেছেন: আজন্মকে পছন্দ করতে পারলাম না। কিবোর্ডের কাস্টমাইজেশনেরর কোনো সুযোগই নাই। আর অন্যান্য যে ফিচারগুলো বললেন তা মোটামুটি রিদ্মিকেই পাওয়া যায় গ্রিক বর্ণগুলো ছাড়া। ল্যান্ডস্কেপ মোডে ফোন রাখলে পুরো স্ক্রিন কিবোর্ডই দখল করে নেয়। উপরে অল্প একটু জায়গা থাকে।

ব্যবহারিক দিক থেকে রিদ্মিকই সর্বশ্রেষ্ঠ। এর সঙ্গে কেউ পারবে না। তাছাড়া আজন্মের ইন্টারফেসটাও যুৎসই নয়। দ্রুত টাইপিং সম্ভব নয়। ইংরেজি অক্ষরের বাংলা উচ্চারণ অনুযায়ী লে আউট তৈরি করা হয়েছে যা খুবই বিরক্তিকর ও অবৈজ্ঞানিক। এর চেয়ে অ থেকে ঁ পর্যন্ত ক্রমানুসারে দিলে ভালো হতো। ইংরেজির শব্দ ও বাক্য গঠন বাংলার সীমানার বহুদূরে। তাই ইংরেজি লে আউট অনুযায়ী বাংলা লে আউট করার মূর্খতা আমার একদম সহ্য হয়নি। লেখার ক্ষেত্রে রিদ্মিকের জাতীয় লেআউটের তুলনা হয় না। এছাড়াও আরো বেশ কিছু সমস্যা আছে। গ্রিক বর্ণগুলো ছাড়া বিজ্ঞানের ছাত্রদের আজন্ম কিবোর্ড কোনো সাহায্য করতে পারবে না। আমিও বিজ্ঞানের ছাত্র। অনেক সময় বিভিন্ন সমীকরণ ইন্টারনেটে লিখতে হয়। রিদ্মিকই সাহায্য করে। সাবস্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আজন্মও কোনো সাহায্যয করে নি।

০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

ভারসাম্য বলেছেন: আপনি যেহেতু রিদ্মিককে সর্বশ্রেষ্ঠ মানছেন, আমি নিজেও মানি, তাই এর ভিত্তিতেই উত্তর দেই। ইংরেজি অক্ষরের উচ্চারণের সাথে মিল রেখে বাংলা বর্ণ ব্যবহারই ফোনেটিক টাইপিংয়ের প্রধান বৈশিষ্ট্য, যা অভ্র শুরু করেছে এবং পরবর্তীতে অল্প কিছু ব্যাতিক্রম বাদে প্রায় সবাই গ্রহণ করেছে, কারণ এটা শুধু বিজ্ঞান সন্মতই নয়, ব্যবহারেও সুবিধা। এটাকে যদি আপনার বিরক্তিকর ও মূর্খতা মনে হয়, তাহলে অভ্র, রিদ্মিক সহ আমরা সবাই কিন্তু তাই।

অক্ষরগুলো ক্রমানুসারে দেয়া যদি ভালই হত, তাহলে ইংরেজী কীবোর্ড লেআউট qwerty এভাবে না হয়ে abcdef এভাবেই হত।

সাবস্ক্রিপ্ট এর ক্ষেত্রে আপনার অভিযোগ আংশিক সত্য, কারণ সাবস্ক্রিপ্ট ইউনিকোড কোডপয়েন্ট পুরনো অনেক ডিভাইসেই সমর্থন করে না, তবে বর্তমানের প্রায় ডিভাইসেই করে। আমি এই রীপ্লাই 'আজন্ম' দিয়েই দিচ্ছি, আমার এখানে কিন্তু H₂O দেখাচ্ছে, বেশিরভাগ ডিভাইসেই দেখাবে। যাদের ডিভাইসে দেখাবে না, সমস্যা আসলে সেই ডিভাইসেরই, আজন্ম'র নয়।

আর ল্যান্ডস্কেপ মোডে কিন্তু অধিকাংশ কীবোর্ডই স্ক্রীণের প্রায় পুরো অংশই দখল করে ফেলে, আজন্মও তাই। তবে এটা কাস্টমাইজেশনের সুযোগ আছে এবং 'আজন্ম'ও হয়তো পরবর্তীতে সেই সুযোগ দেবে।

যাই হোক, আপনার অভিযোগগুলোর প্রায় সবগুলোই শুধু আজন্ম নয়, উপরে বলা সবগুলো কীবোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য এবং আমার মনে হয় কেউই ফোনেটিক সুবিধা থেকে বেরিয়ে আসতে চাইবে না। তবে অতিরিক্ত হিসেবে ফিক্সড কীবোর্ড লেআউট, ল্যান্ডস্কেইপে কাস্টমভিউ, কীবোর্ড কাস্টমাইজেশন সুবিধা রাখা, এগুলো সক্রিয় বিবেচনায় নেবে কীবোর্ডগুলো ( যারা এখনো করে নি) এই আশা আমিও রাখছি।

আপনার গঠণমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অবিরাম। :)

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

ভারসাম্য বলেছেন: আপনার জন্য একটা সুখবর হল, আপনার প্রিয় 'জাতীয়' ফিক্সড কীবোর্ড লেআউট এখন আজন্মতেও সংযুক্ত হয়েছে। সাথে বাংলা টাইপরাইটিং-এর জনক শহীদ মুনীর চৌধুরীর 'মুনীর' অপটিমা লেআউটও সংযুক্ত হয়েছে, যা উপরে বলা অন্য অ্যাপগুলোতে এখনো নেই। আর 'প্রভাত' লেআউটও প্রায় সম্পূর্ণ এবং হুবহু আকারে সংযুক্ত হয়েছে যা অন্য অ্যাপগুলোতে কিছুটা সংকুচিত আকারে আছে।

নতুন আপডেইট ব্যবহার করে কোন সমস্যা পেলে যথাস্থানে ফীডব্যাক করবেন আশা করছি।

ধন্যবাদ আবারও। শুভকামনা সব সময়ের জন্য।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

জেন রসি বলেছেন: প্রজন্মের নাম আজ প্রথম শুনলাম। আজন্মের নামও। যাইহোক, বিজ্ঞাপন এবং তথ্য পাচার আসলেই বিরক্তিকর। শুভকামনা রইলো।












০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

ভারসাম্য বলেছেন: আজন্ম'র কথা প্রথম শোনাই স্বাভাবিক, কারণ এটা মাত্র ৪/৫ দিন হল অবমুক্ত হয়েছে।

উপরে বলা কীবোর্ডগুলোর মধ্যে শুধু প্রজন্ম ও আজন্ম ইন্সটল করতে ডিভাইসের কোন অংশ ব্যবহার করতে দেয়ার প্রয়োজন হয় না। রিদ্মিকে যদিও ছোট্ট একটু অনুমতি দিয়ে নিতে হয় কিন্তু সেটাও ব্যবহারকারীকে অতিরিক্ত কিছু সুবিধা দিতেই, তথ্য পাচার করা সম্ভব নয় সেই অনুমতি দিয়ে। মায়াবী বা পার্বতীর ব্যপারে নিশ্চিত নই, তবে আমরা বিশ্বাস করি না তারা এহেন হীন কাজের সাথে জড়িত।

যাই হোক, কীবোর্ডগুলো ব্যবহার করে দেখলে প্রীত হব এবং সেগুলোর উৎকর্ষ বিধানে যথাস্থানে ফীডব্যাক দেবেন এই প্রত্যাশাও করি।

অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর। :)

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

বুক ওয়ার্ম বলেছেন:
রিদ্মিক রিদ্মিক রিদ্মিক
ফোনেটিক এর বিকল্প নাই । ভাল লেখা

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

ভারসাম্য বলেছেন: শুধু রিদ্মিক নয়, উপরে বলা সবগুলো কীবোর্ডই ফোনেটিক সুবিধা দেয় এবং ফোনেটিকের বিকল্প যদিও আছে তবে এর চেয়ে বেশি বিজ্ঞানসম্মত আর সুবিধাজনক আর কিছু হয় না, হতে পারে না। ফোনেটিক সুবিধা বহাল রেখেই অন্য কীবোর্ডগুলো চেষ্টা করছে অন্য নতুন কিছু সুবিধা দিতে। সেদিক দিয়ে আজন্ম'র বিল্টইন ক্যালকুলেটর দিয়ে লিখতে লিখতেই হঠাৎ দরকারি কোন হিসেব-নিকেশের কাজ করা, প্রয়োজনে সেই হিসেবের ফলাফল একটা স্পর্শের মাধ্যমে ইনপুট দিতে পারার সুবিধাটা বেশ ইউনিক একটা ব্যপার। সুপারস্কিপ্ট/সাবস্ক্রিপ্ট/গ্রীক বর্ণ ইনপুট দিতে পারার সুবিধাও কার্যকরী হতে পারে অনেকের কাছে।

যাই হোক, অন্য কীবোর্ডগুলোও পরখ করে দেখা যেতে পারে এবং ব্যাকআপ হিসেবে রেখে দেয়া যেতে পারে।

ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। :)

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দরকারী একটা পোস্ট। অনেকের কাজে লাগবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

ভারসাম্য বলেছেন: আপনারও কাজে লাগুক এবং অনেকের কাছেই কাজে লাগার খবর পৌঁছাক এই প্রত্যাশা করি, অর্থাৎ অ্যাপগুলা ব্যবহার করুন এবং অন্যদেরও জানান। :D

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। :)

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: রিদমিক এ ই জীবন পার করলাম ।
বেশ তথ্যবহুল পোষ্ট :)

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

ভারসাম্য বলেছেন: জীবন কি পার হয়ে গিয়েছে পুরোপুরি! যেহেতু হয় নি, সেহেতু বাকী গুলোও চেখে দেখা যেতে পারে হয়তো। :D

চেখে দেখুন। স্বাদ কম মনে হলেও বিস্বাদ হবে না মনে হয়, আর বিষাক্ততো নয়ই। নত্নুন কিছু স্বাদও পাবেন, যা আগে কখনোই পান নি।

যাই হোক, ধন্যবাদ অনেক। ভাল থাকা হোক সব সময়। :)

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

মাকছুদুর রহমান বলেছেন: ভালো পোস্ট। টু বি কন্টেনিউ........

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

ভারসাম্য বলেছেন: শুধু পোস্ট কন্টিনিউ করলেই তো হবে না, অ্যাপগুলোও ব্যবহার করে দেখা দরকার। :D

ধন্যবাদ ও শুভকামনা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.