নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলকে ভুল বলাটা সৎ সাহসের পরিচায়ক বরং নীরব থাকাটাই শয়তানি....

মোগল

মোগল › বিস্তারিত পোস্টঃ

মামা ভ‌বিষ‌্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৮




সাম‌নে আমাদের খুব বিপদ। মামা সারা‌দি‌নে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উ‌ঠে। রিকশায় ব‌সে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নি‌য়ে মোবাই‌লে কথা ব‌লে যে, শুন‌তে আমারই লজ্জা লা‌গে। তারা একবারও ভা‌বে না যে, তাদের কথাগু‌লো আমার কান পর্যন্ত আস‌ছে। রিকশা চালা‌লেও তো আ‌মি তা‌দের বাবার বয়সী। কেউ কেউ তুই ক‌রে কথা ব‌লে। দাম না ক‌রে রিকশায় উ‌ঠে ব‌লে:–টানো। গন্ত‌ব্যে যাওয়ার পর স‌ঠিক ভাড়া চাই‌লেও অ‌নেক কম টাকা দি‌য়ে চ‌লে যায়। নি‌তে না চাই‌লে দৌ‌ড়ে মার‌তে আসে। মাঝে মা‌ঝে ছোট ছোট ছে‌লে মে‌য়েরা থাপ্পড় মা‌রে! ” বল‌তেই কান্না ক‌রে দি‌লেন দিনাজপু‌রের বিরামপুর থে‌কে রিকশা চালা‌তে আ‌সা মন্তাজ আলী। জানা‌লেন, তা‌দের এমন কাণ্ড দে‌খে এখন নি‌জের সন্তানকে নি‌য়ে ভয় পা‌চ্ছেন তি‌নি। গতকাল মন্তাজ আলীর রিকশায় চ‌ড়ে মোহাম্মদপুর জে‌নেভা ক‌্যা‌ম্পে যাওয়ার সময় তার স‌ঙ্গে আলাপকা‌লে তি‌নি এসব ক‌ষ্টের কথা ব‌লেন

© Mahabur Alam Shohag

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪০

বিষন্ন পথিক বলেছেন: এদের অভিভাবক রাও এরকম ব্যাবহার করে এসেছেন, বেয়াদপ ছেলে মেয়েদের কিসের লেখাপড়া আর কিসের কি

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

মোগল সম্রাট বলেছেন: গত ত্রিশ বছর সেইম ডায়লগ শুনে আসছি-ভবিষ্যত প্রজন্মের অবস্থা খারাপ......!!!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

মোগল বলেছেন: আমি হইলাম শুধু মোগল আর আপনে হইলেন মোগল সম্রাট, কাজেই আপনার কথাই ঠিক।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক দিন থেই শুরু হয়েছে, সময়ের সাথে সাথে আরো খারাপ হচ্ছে।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই কথা শুনে আসছি যুগের পর যুগ থেকে।
সবাই বলে তাদের জামানাই ভালো ছিলো,
এই প্রজন্ম গোল্লায় গেছে, কালে কালে
কত যে দেখবো!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর মার্জিত ভাষায় কথা বলা একটা আর্ট। সবাই এটা পারেনা। নোংরা ভাষায় কথা বলা কে অনেকে একটা কিছু মনে করে। এরা ১ নাম্বারের ক্ষেত। স্থান কাল পাত্রভেদ বুঝে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.