| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়ন তোমায় পায় না দেখিতে , রয়েছ তুমি ( স্যার ) নয়নে নয়নে।
ছোট্ট এই জীবনে অনেক কিছু হারিয়েছি। আপনজন পরজন অনেক। হারিয়ে যাওয়াটাকে সব সময় নিয়তির নিয়ম বলে মেনে নিয়েছি।
মানতে পারিনি শুধু ১৯শে জুলাই, ২০১২’ তারিখে এক প্রিয়জনকে হারানোর বেদনাটা। যার সাথে ছিলনা আমার কোন রক্তের সম্পর্ক। ছিলনা কোন আত্মার সম্পর্ক। ছিল শুধু একজন আদর্শবান শিক্ষকের কাছে এক অনভিজ্ঞ ছাত্রের সম্পর্ক।
যার শিক্ষায় আমি শিখতে পেরেছি মানুষ হতে। শিখতে পেরেছি মানুষের ভালবাসা গ্রহণ করতে। ভালবাসা কে ভালবাসতে শিখেছি। আর কত কি শিখেছি।
সেই মানুষটি যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল তখন মনে হল, আলোয় ভরা এই পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আনন্দের এই পৃথিবীতে নিরানন্দের বাতাস বয়ে যাচ্ছে। কিছু অচেনা কষ্ট বুকের মাঝে জমাট বাঁধছে, অশান্তির এক কাল ছায়া আমকে ঘিরে ফেলেছে। মুহূর্তেই মনে হল, আমাকে যেন এমন এক রাস্তায় ফেলে দিয়েছে যে রাস্তার নেই কোন শেষ, আছে শুধু অন্ধকার।
দুদিন পর যখন দেখলাম অসংখ্য মানুষ আমার প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য একটু ভালবাসা দেওয়ার জন্য, নিজের ভালবাসা ও শ্রদ্ধা প্রকাশ করার জন্য দুচোখ দিয়ে অঝোরে অশ্র জড়াচ্ছে। তখন মনে হল, শুধু আমি একা ‘একা’ হয়ে যায়নি। আমার মতো এমন অনেকেই আছে, নিষ্ঠুর প্রকৃতি যাঁদের একা করে আমার এই প্রিয় মানুষটিকে নিয়ে গেছে।
পৃথিবীর মায়া ছেড়ে যে চলে যায় সে আর কখনো ফিরে আসেনা। আমি জানি, আমার স্যার ও কখনো ফিরে আসেবনা। কিন্তু বাস্তবে ফিরে আসতে পারেন, স্বপ্নে তো আসতে পারেন। স্বপ্নে দেখবো আমার প্রিয় মানুষটিকে। স্বপ্নের উনার হাত দুটি স্পর্শ করবো, এমন কত স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখবো বলে ঘুমোতে যায় প্রতিরাত ।
আজ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর মৃত্যুবার্ষিকী।
তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি ।
©somewhere in net ltd.