![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খোঁজার পথে আজও নিরুদ্দেশ.. এই ব্লগের যাবতীয় লেখা, আঁকা, কাটাকুটি ,প্রলাপ লেখক দ্বারা সর্ব সত্ত্ব সংরক্ষিত । লেখকের অনুমতি ব্যাতিত সেগুলোর শেয়ার করা চুরিরই সামিল।
হাত ফস্কে উড়ে গ্যাছে সময়
স্তিমিত আলোর কারচুপি রাজপথে
উত্তরণে সেই একই আকাশ
একই আলো – শহর বন্দকি।
তুমি বরং নদী হতে পারতে।
আর আমার হরদম খোলামকুচি।
কতটা শান্ত হতে পারো!
এই যে আমার সাথে আমার সমঝোতা-
ভূমিহীন সেখানে আমি।
তোমার কানের দু’পাশের ঐ এলোচুলের মতই
হতে পারত আমার অহংকার।
বাতানুকূল শপিং মলের যেটুকু বরফ-হাওয়া
নিভিয়ে রাখে উত্তাপ,
সেটুকু ধাক্কাই যথেষ্ট।
ধ্বস নেমে একটা সমুদ্র আজ টোটেনখামেনের মুকুট।
আর কিছু ভীমরুল এখনও অন্ধকার জ্বালিয়ে খোঁজে
আফ্রোদিতি আর সেই বিষফুল।
০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল। হুম, হয়ত যেত ... কিন্তু এখানেই আমার কলম থেমে গ্যালো। কী জানি ক্যানো। ভালো থাকবেন।
২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা। বেশ কিছুদিন পর আপনাকে দেখছি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬
নিরুদ্দেশ বলেছেন: হুম...বেশি আসা হয়না নানারকম ব্যস্ততার জন্যে। রাইটার্স ব্লক চলছে। নিরন্তর ভালো থাকবেন সায়েম মুন।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই। ভালো থাকবেন।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮
অপরাজিতার কথা বলেছেন: অনেক ভালো লাগল।বেশ অনেকদিন পর তোমার কবিতা পড়লাম।আশা করছি আরো পড়তে পাব এখন থেকে।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০
নিরুদ্দেশ বলেছেন: এই.।আমাকে 'তুমি' করছেন কেন?! আমি না আপনার থেকে বড়?!
৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩
অপরাজিতার কথা বলেছেন: এই জমানায় ছোটরাই বড়দের তুমি করেই বলে!
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
নিরুদ্দেশ বলেছেন: ও... তাহলে ঠিক আছে।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫
সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর কবিতা। খুব ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
খুব সুন্দর কবিতা।
কিছু শব্দোপমার দারুন সমন্বয় কবিতার জৌলুস বাড়িয়েছে।
এই যে আমার সাথে আমার সমঝোতা-
ভূমিহীন সেখানে আমি
(তবে কবিতাকে আর একটু টানা যেত নাকি!!)
শুভকামনা রইল.............