নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত পথিক...

তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার ।তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা...

নিরুদ্দেশ

নিজেকে খোঁজার পথে আজও নিরুদ্দেশ.. এই ব্লগের যাবতীয় লেখা, আঁকা, কাটাকুটি ,প্রলাপ লেখক দ্বারা সর্ব সত্ত্ব সংরক্ষিত । লেখকের অনুমতি ব্যাতিত সেগুলোর শেয়ার করা চুরিরই সামিল।

নিরুদ্দেশ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট সময়ের কষ্ট

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২১





সময়, তোমার শরীরে কলঙ্ক

কাটাকুটি খেলে দিনরাত।

কুয়াশার বুক ঠেলে এগিয়ে আসে অন্ধকার।

শরীরে তোমার শ্যাওলা পঁচা সবুজ

এখানে ওখানে শামুক খুঁটে খায়।

সময়, তোমার বুকে কাঁটাঝোপ;

গৃহবন্দি করেছে কেউটে অলস প্রহর।

তোমার কষ্টের ঝাঁক বাড়ি ফেরে

অসময়ে একমুখী উড়ান।

তুমি নিজেকে পুড়তে দ্যাখো

অতঃপর স্ফুলিঙ্গের শবঘর বিছানায়।

ডুব দাও লাভাঝরানো

লাল সাগরের জলে।

সময়, তোমার মুখবিবর

গলে গলে কুৎসিত হয়ে যায়।

তুমি আজ নষ্ট।

মগজে- তন্ত্রে অস্থির অথচ নিপাট কষ্ট

সহজাত বেশভূষায় নৈমিত্তিকতায় মগ্ন।

কবে যেন হাত ছেড়ে গ্যাছে

বিহঙ্গ মত্ততায় মেহগনি সন্ধ্যা।

খুচরো নীলের আস্বাদ চোখে মেখে

এখনও জানলার গরাদের বাইরে

নিথর ফেলে রাখো খয়েরি দৃষ্টি-

যেখানে আসার কথা ছিল আরেকটা অপরিচিত সময়ের।

আততায়ী সূর্যালোকে

ফিরে ফিরে আসে ঝাঁকে ঝাঁকে একমুখী উড়ান।

তোমার কষ্টরা তোমাকেই খুঁজে পায়।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল মেহগনি সন্ধ্যা!

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি। ভালো থাকবেন।

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

নিরুদ্দেশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ স্বপ্নবাজ অভি। ভালো থাকবেন।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা!

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ মুন ভাই

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

সজিব তৌহিদ বলেছেন: কবে যেন হাত ছেড়ে গ্যাছে
বিহঙ্গ মত্ততায় মেহগনি সন্ধ্যা।

ভালো লাগলো ভাই,,

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

নিরুদ্দেশ বলেছেন: আপনার মন্তব্যও ভালো লাগলো। ভালো থাকবেন।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই। ভালো থাকবেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

অপরাজিতার কথা বলেছেন: কবে যেন হাত ছেড়ে গ্যাছে
বিহঙ্গ মত্ততায় মেহগনি সন্ধ্যা।
খুচরো নীলের আস্বাদ চোখে মেখে
এখনও জানলার গরাদের বাইরে
নিথর ফেলে রাখো খয়েরি দৃষ্টি-
যেখানে আসার কথা ছিল আরেকটা অপরিচিত সময়ের


উফ!অসাধারন!!খুব ভালো লাগা রেখে গেলাম।

শুভ কামনা!

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

নিরুদ্দেশ বলেছেন: ভালো থাকবেন। শুভকামনা।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
বিহঙ্গ মত্ততায় মেহগনি সন্ধ্যা

এখানেই ভালোলাগা থমকে রাখলাম,
শুভকামনা...............

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ কবি। ভালো থাকবেন নিরন্তর।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

সমুদ্র কন্যা বলেছেন: ভালো লাগলো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.