নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত পথিক...

তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার ।তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা...

নিরুদ্দেশ

নিজেকে খোঁজার পথে আজও নিরুদ্দেশ.. এই ব্লগের যাবতীয় লেখা, আঁকা, কাটাকুটি ,প্রলাপ লেখক দ্বারা সর্ব সত্ত্ব সংরক্ষিত । লেখকের অনুমতি ব্যাতিত সেগুলোর শেয়ার করা চুরিরই সামিল।

নিরুদ্দেশ › বিস্তারিত পোস্টঃ

আমি শব্দে উড়তে দেখি শব্দের ছাই

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫





কাঁচ বাতাসের চোরাস্রোতে ডুব

কাজলদানের গচ্ছিত রূপ,

জোকারের মুখ চৌচির টুকরো আয়নায়

খুঁজে খুঁজে হয় রাত দিন ভোর,

বেলোয়ারী কিছু শব্দ আখর

হারিয়ে ফেলা পুতুল খুঁজে পায়না।



নীল বলপেন কালি অল্প,

আর মোড়কে বন্দি গল্প

পড়ে রয় ডাকবাক্সে;

কিছু কষ্ট জমে ছায়া

হয় দীর্ঘ থেকে দীর্ঘ

না হয় আমার সঙ্গে থাক সে।



আঙুলের কোলে অবিরাম

সে যে বৃষ্টি যদি জানতাম

তবু ভিজছি তাতে ক্ষতি কী?

এই জল-জ্যোৎস্নায় আঁকি সুখ

শব্দের ছাই উড়ছে, উড়ুক

শবদেহ কাছে টেনে নিয়ে যাই

আর কবর খুঁড়তে শিখি।



মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ...খুব সুন্দর লিখেছেন। ভালো লাগল :)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৩

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। অনেক শুভকামনা রইল।

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

বশর সিদ্দিকী বলেছেন: ভাল লিখেছেন।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৩

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন হাসান মাহবুব ভাই।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, খুব সুন্দর।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই। ভালো থাকবেন।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার!

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

আমিনুর রহমান বলেছেন:



বেশ ! পাঠে ভালো লাগা !!

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

নিরুদ্দেশ বলেছেন: আপনাদের ভালোলাগাই আমার প্রাপ্তি। ভালো থাকবেন।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবি কবিতা দুটোই শৈল্পিক।

চমৎকার।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চমত্কার!

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি। বিজয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

বৃতি বলেছেন: সুখপাঠ্য কবিতা ।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন বৃতি। বিজয়া দশমীর শুভেচ্ছা।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

সুমন কর বলেছেন: কিছু কষ্ট জমে ছায়া
হয় দীর্ঘ থেকে দীর্ঘ
না হয় আমার সঙ্গে থাক সে।


সুন্দর হয়েছে।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সুমন কর। বিজয়া দশমীর শুভেচ্ছা।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

ইকরাম উল হক বলেছেন: বৃতি বলেছেন: সুখপাঠ্য কবিতা । সন্দেহাতিতভাবে সহমত

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ ইকরাম ভাই। ভালো থাকবেন। বিজয়ার শুভেচ্ছা।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

কালোপরী বলেছেন: :)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন কালোপরী। বিজয়া দশমীর শুভেচ্ছা।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

আমি সাজিদ বলেছেন: সুখপাঠ্য।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সাজিদ। বিজয়া দশমীর শুভেচ্ছা।

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

রাইসুল সাগর বলেছেন: চমৎকার একটা কবিতার জন্য ধন্যবাদ।
শুভকামনা জানিবেন নিরন্তর।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

নিরুদ্দেশ বলেছেন: আপনাকেও মন্তব্য করার জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন রাইসুল সাগর। বিজয়া দশমীর শুভেচ্ছা।

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বেলোয়ারী কিছু শব্দ আখর--- এই লাইনটা পড়ছি আর দৃশ্যপট কেমন হতে পারি ভাবছি। যা ধরা পড়েছে তার জন্য বসে থাকা যায় অনেকদিন।

শেষ প্যারাটা খুব সুন্দর।

কবিতার শিরোনাম অসাম।

বিজয়া দশমীর শুভেচ্ছা :)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন আহমেদ আলাউদ্দিন। বিজয়া দশমী ও ঈদের শুভেচ্ছা।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

অবিনাশী অন্ধকার বলেছেন: নীল বলপেন কালি অল্প,
আর মোড়কে বন্দি গল্প
পড়ে রয় ডাকবাক্সে;

সুন্দর হয়েছে। :)

১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। বিজয়া দশমী ও ঈদের শুভেচ্ছা।

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

পেন্সিল স্কেচ বলেছেন: অসাধারণ +++

১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। বিজয়া দশমী ও ঈদের শুভেচ্ছা।

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৯

নস্টালজিক বলেছেন: চমৎকার!

আখর-মানে কি?

শুভেচ্ছা আর ঈদ মুবারাক!

১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ।

আখর মানে হচ্ছে 'অক্ষর' বা 'বর্ণ'।

ভালো থাকবেন। বিজয়া দশমী ও ঈদের শুভেচ্ছা।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭

অপরাজিতার কথা বলেছেন: আরে!আমি এত পরে দেখলাম!এর জন্যে জরিমানা হবে আপনার!! :P

কবিতা ভাল লাগল।কিন্তু কেন যেন পড়তে গিয়ে ঠিক কবিতার মত পড়া হয়নি,অনেকটা গান মনে হচ্ছিল!কেউ যদি একটু সুর করে দিত,তাহলে সোনায় সোহাগা।

ডাকবাক্সের গল্পগুলো নীল কলমে দেখতে চাই! :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

নিরুদ্দেশ বলেছেন: আপনিই সুর করে দিন। B-) জরিমানা বাকি রইল। পরে শোধ হবে। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.