নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত পথিক...

তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার ।তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা...

নিরুদ্দেশ

নিজেকে খোঁজার পথে আজও নিরুদ্দেশ.. এই ব্লগের যাবতীয় লেখা, আঁকা, কাটাকুটি ,প্রলাপ লেখক দ্বারা সর্ব সত্ত্ব সংরক্ষিত । লেখকের অনুমতি ব্যাতিত সেগুলোর শেয়ার করা চুরিরই সামিল।

নিরুদ্দেশ › বিস্তারিত পোস্টঃ

যদি সত্যিই

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২







যদি তোমায় সত্যিই পেতাম

তবে কি মাঝরাতের কোনও গল্প থাকত?

অলিগলি ঘুরে শব্দ খোঁজার তাগিদ থাকত?

একে একে বিন্যস্ত হোতো অর্থহীন কিছু আখর?



যদি সত্যিই তুমি আমার হতে

তখনও কি উন্মাদের মতন ঝড়ের বুকে দাঁড়াতাম?

ভবঘুরের মতো শহীদমিনারের উচ্চতা মেপে দেখতাম?



যদি সত্যিই তোমাকে ছুঁতে পেতাম

তবে কি আগুনের শিখার উপর হাত রাখতে পারতাম?

হাতের তালুতে একটা উল্কাপাত হোতো?



যদি সত্যিই তুমি একান্ত আমার সাথে আলাপচারিতায় মগ্ন থাকতে,

শহুরে কোলাহলে ডাহুকের ডাক শুনতে পেতাম?



যদি তুমি সত্যি আমার হাত ধরে রাখতে,

নিজেকে কি এভাবে হারাতাম?



যদি সত্যিই তুমি মৃদু হাসতে,

তবে সব প্রশ্নগুলোও কি এভাবে সাজত,

অনিমেখে তোমারই জন্য?

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮

ইকরাম হোছাইন জারিফ বলেছেন: অনিমেখে আখর এই দুটু শব্দের অর্থ কি জানাবেন?

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

নিরুদ্দেশ বলেছেন: অনিমেখ মানে নিস্পলক , আর আখর মানে অক্ষর বা বর্ণ। ধন্যবাদ

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল।


++++

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০১

নস্টালজিক বলেছেন: যদি সত্যিই তোমাকে ছুঁতে পেতাম
তবে কি আগুনের শিখার উপর হাত রাখতে পারতাম?
হাতের তালুতে একটা উল্কাপাত হোতো?


এই ভার্স-টা ভালো লাগে নি!

যদি তোমায় সত্যিই পেতাম
তবে কি মাঝরাতের কোনও গল্প থাকত?
অলিগলি ঘুরে শব্দ খোঁজার তাগিদ থাকত?
একে একে বিন্যস্ত হোতো অর্থহীন কিছু আখর?


এই ভার্স-টা চমৎকার!


শুভেচ্ছা নিরুদ্দেশ!

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

নিরুদ্দেশ বলেছেন: খণ্ড খণ্ড ভালো - মন্দ
ছন্দবিহীন কিছু ছন্দ
এই নিয়েই তো জীবন

ভালো থাকবেন

৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১

সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার!

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

নিরুদ্দেশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন

৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকবেন

৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যদি সত্যিই তাঁকে পেয়ে যেতেন, তাহলে এরকম অসংখ্য কবিতা থেকে সত্যিই আমরা বঞ্চিত হতাম! চমৎকার লাগলো।

বিচ্ছেদই হলো চিরঞ্জীব প্রেম, প্রাপ্তিতে যে প্রেমের পরিণতি, তার মাহাত্ম্য খুব কম।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

নিরুদ্দেশ বলেছেন: হুম। যথার্থই বলেছেন। কিছু কিছু থেকে যাক বৃত্তের বাইরে।

ভালো থাকবেন।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
সব সত্যির আড়ালে যে উচ্ছ্বাস তার চমৎকার বিনির্মাণ এই প্রশ্নগুলো, সুন্দর!!!

শুভকামনা কবি!!

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪১

নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ কবি। ভালো থাকবেন

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

উদাস কিশোর বলেছেন: যদি তুমি সত্যি আমার হাত ধরে রাখতে,
নিজেকে কি এভাবে হারাতাম?
যদি সত্যিই তুমি মৃদু হাসতে,
তবে সব প্রশ্নগুলোও কি এভাবে সাজত. . . . . . . .

অভিমান ?
নাকি পাবার ব্যাকুলতা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.