![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খোঁজার পথে আজও নিরুদ্দেশ.. এই ব্লগের যাবতীয় লেখা, আঁকা, কাটাকুটি ,প্রলাপ লেখক দ্বারা সর্ব সত্ত্ব সংরক্ষিত । লেখকের অনুমতি ব্যাতিত সেগুলোর শেয়ার করা চুরিরই সামিল।
কুয়াশার শ্বেতপাথর
ল্যাম্পশেড ঘুমিয়ে বিছানায়।
আমিও অবিন্যস্ত ছেঁড়া চিরকুট
জড়ানো সংলাপ – ছিমছাম আঁধারের গায়ে।
একবার এসে পড়ুক বিষাক্ত তার হ্যালুসিনেশন
এবড়োখেবড়ো জানালায়।
খবর রাখিনি মৃত আত্মাদের কার্নিভ্যালে;
তবুও ছায়াবাজি
ঘুমন্ত নগরের দেওয়ালে দেওয়ালে;
আর আমাতেও জোনাকির নিয়ন ফুঁড়ে দেয়
প্রলাপের বুদ্বুদে উদ্দাম মজলিসে।
বহু যুদ্ধের পর আচমকাই
প্রমিথিউয়াস ছিনিয়ে এনেছে অন্ধকার
কথা রাখেনি
কথা রাখেনি দ্বিচারিতার।
কার জন্যে ভালোবাসা? কার জন্যে ঘৃণা?
সত্যি করে বলো তো
সেদিন ভয় পেলে –
নাগরদোলায় কে ধরে রাখবে হাত?
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩১
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬
সুমন কর বলেছেন: প্রোফেসর-ই বলে দিয়েছেন, কঠিন কবিতা।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
নিরুদ্দেশ বলেছেন: তাই? ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
দুর্দান্ত কবিতা।
ভাললাগা রেখে গেলাম।
++++++++++++
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন। ভালো থাকবেন।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ছবিটা কোথায় পেয়েছেন কে জানে! অনেকক্ষণ তাকিয়ে ছিলাম।
কবিতাও ভাল লেগেছে।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮
মোঃ ইসহাক খান বলেছেন: বলিষ্ঠ শব্দাবলী দারুণ ব্যঞ্জনা তৈরি করেছে।
শুভেচ্ছা।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯
সায়েম মুন বলেছেন: সুন্দর। খুব ভাল লেগেছে।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন মুন ভাই।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইল কবির জন্য।
কবিতা বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ।
৯| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
অপরাজিতার কথা বলেছেন: অসাধারন কবিতা এবং কঠিন! ভালো লাগা রেখে গেলাম।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
অপরাজিতার কথা বলেছেন: নতুন লেখা কই?
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভালো লাগছে. আবার আসবো। ব্লগ এ দাওয়াত থাকলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: শক্তিশালি কবিতা। ভালো লাগল।