![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খোঁজার পথে আজও নিরুদ্দেশ.. এই ব্লগের যাবতীয় লেখা, আঁকা, কাটাকুটি ,প্রলাপ লেখক দ্বারা সর্ব সত্ত্ব সংরক্ষিত । লেখকের অনুমতি ব্যাতিত সেগুলোর শেয়ার করা চুরিরই সামিল।
সেই বিকেলে চোখের নীচে আলো ছিল,
বুকে ছিল গোলাপ ফুলের পাপড়ি রাঙা;
অল্প তবু গল্পগুলো ভালো ছিল,
এখন শুধু শব্দ শুনি হৃদয় ভাঙার।
ভাঙবেই যদি কাঁচপৃথিবী, দেরি কেন?
এখন আমার চোখের নীচে বড্ড কালি;
গোলাপ পচা সমুদ্রতে সাঁতরে যেন
তীর খুঁজেছি; চোখে এখন নোনা বালি।
বইয়ের খাঁজে অনেকগুলো চিঠি ছিল
সন্ধ্যা তখন চিনত আমায় অন্য নামে;
শব্দগুলো সিঁড়ির ধাপে জানিয়ে দিল-
চোখের জল বিকোচ্ছে আজ সস্তা দামে।
মনখারাপের ইস্টিশনে লেট হয়ে যায়,
ধোঁয়ার মেঘে নিভে গ্যাছে জোনাক বাতি;
বাদাম রঙা কষ্টগুলো সেই খুঁজে পায়
এরাই আমার নিত্যদিনের পথের সাথী।
ট্রেন এসে যায় ছ’টা-দশে কাঁটায় কাঁটায়,
জানলাতে যে মুখটা সেটা ভীষণ চিনি;
ট্রেন চলে যায় মনখারাপের জোয়ার-ভাটায়
পরস্পরের কাছে আমরা বড্ড ঋণী।
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা। ভালো থাকবেন।
২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
=================================
মনখারাপের ইস্টিশনে লেট হয়ে যায়,
ধোঁয়ার মেঘে নিভে গ্যাছে জোনাক বাতি;
বাদাম রঙা কষ্টগুলো সেই খুঁজে পায়
এরাই আমার নিত্যদিনের পথের সাথী।
=================================
চমৎকার!
ভাললাগা জানবেন।
+++++++
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন। ভালো থাকবেন।
৪| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
হাসান মাহবুব বলেছেন: ছন্দকবিতা অতি পছন্দের জিনিস। খুব ভালো লাগলো।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
নিরুদ্দেশ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকবেন।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভালো লাগলো। কবিতার মধ্যে দেবতা থাকেন। আর সেই দেবতা হলেন কবি।
মন খারাপের স্টেশনের পরের যে গন্তব্য তার নাম "মন খারাপ না হবার বাড়ী" । আমি চাই সেই চর সুন্দর ও সত্য কে নিয়ে আপনার কবিতা প্রতিষ্ঠিত হবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চমৎকার কাব্য ভাবনা..
ভালো লাগলো..।